নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশের পর সমালোচিত হচ্ছিলেন তামিম ইকবাল। তাঁকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়ে নিজের ক্ষোভ ঝেরেছেন সাবেক এই অধিনায়ক।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আজ দেওয়া এক পোস্টে তামিম দাবি করেছেন, তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না। যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনো আপনাদের সঙ্গে হাত মেলাব না।’
২০২৩ বিশ্বকাপে নাসুমের ‘চড়-কাণ্ডে’র তদন্ত কমিটি কথা বলেছিলেন ওই সময়ের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে। সাকিবের মনে হয়েছে, নাসুমের সঙ্গে যদি কিছু হয়ে থাকে সেটা সংবাদমাধ্যমে ফাঁস করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আর তামিম ইকবাল। এটা নিয়ে তামিমের ব্যাখ্যা, ‘কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্তে রিপোর্টে অভিযুক্ত হওয়া, দুটির মধ্যে ব্যবধান আকাশ-পাতাল। একজন ব্যক্তি তাঁর ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে। সেটা তাঁর ব্যাপার।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিবের সেই আলোচিত সাক্ষাৎকার নিশ্চয়ই মনে আছে। আজ তামিম সরাসরি সাকিবের নাম উল্লেখ না করলেও আকার-ইঙ্গিতে সাকিবের সেই সাক্ষাৎকার সামনে এনেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে এ বছরের জানুয়ারিতে অবসরের পর তামিম অনেকটাই ক্রিকেটের বাইরে। বিসিবিতে তামিমের আসা নিয়ে আলাপ-আলোচনা চলছে অনেক দিন ধরে। ৩৬ বছর বয়সী বাঁহাতি ক্রিকেটার বলেন, ‘আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না। তবু আপনাদের সঙ্গে হাত মেলাব না।'

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশের পর সমালোচিত হচ্ছিলেন তামিম ইকবাল। তাঁকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়ে নিজের ক্ষোভ ঝেরেছেন সাবেক এই অধিনায়ক।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আজ দেওয়া এক পোস্টে তামিম দাবি করেছেন, তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না। যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনো আপনাদের সঙ্গে হাত মেলাব না।’
২০২৩ বিশ্বকাপে নাসুমের ‘চড়-কাণ্ডে’র তদন্ত কমিটি কথা বলেছিলেন ওই সময়ের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে। সাকিবের মনে হয়েছে, নাসুমের সঙ্গে যদি কিছু হয়ে থাকে সেটা সংবাদমাধ্যমে ফাঁস করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আর তামিম ইকবাল। এটা নিয়ে তামিমের ব্যাখ্যা, ‘কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্তে রিপোর্টে অভিযুক্ত হওয়া, দুটির মধ্যে ব্যবধান আকাশ-পাতাল। একজন ব্যক্তি তাঁর ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে। সেটা তাঁর ব্যাপার।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিবের সেই আলোচিত সাক্ষাৎকার নিশ্চয়ই মনে আছে। আজ তামিম সরাসরি সাকিবের নাম উল্লেখ না করলেও আকার-ইঙ্গিতে সাকিবের সেই সাক্ষাৎকার সামনে এনেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে এ বছরের জানুয়ারিতে অবসরের পর তামিম অনেকটাই ক্রিকেটের বাইরে। বিসিবিতে তামিমের আসা নিয়ে আলাপ-আলোচনা চলছে অনেক দিন ধরে। ৩৬ বছর বয়সী বাঁহাতি ক্রিকেটার বলেন, ‘আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না। তবু আপনাদের সঙ্গে হাত মেলাব না।'

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে