ক্রীড়া ডেস্ক

হতাশাজনক সংযুক্ত আরব আমিরাত সিরিজের পর বাংলাদেশ এখন নামবে পাকিস্তানের বিপক্ষে। সেই সিরিজ খেলতে এরই মধ্যে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দলের একটি বহর। পুরো বাংলাদেশ দল আগামীকাল পৌঁছাবে বলে জানা গেছে।
বাংলাদেশ ক্রিকেট দলের একটি বহর যে পাকিস্তানে পৌঁছেছে, সেটা নিয়ে আজ সকালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। লাহোরে পৌঁছানোর পর গাড়ি থেকে নামতে দেখা গেছে বাংলাদেশ দলের সেই বহরে থাকা লোকদের। ১০ জনের বহরে আছেন ৪ ক্রিকেটার হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ আছেন এই বহরে। বাংলাদেশ দলের বাকিরা লাহোরে পৌঁছাবেন আগামীকাল।
পাকিস্তান সফরে অবশ্য বাংলাদেশ পাচ্ছে না গতিতারকা নাহিদ রানাকে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রানা। বর্তমানে সিরিজের ছয় বাংলাদেশি ক্রিকেটার অবস্থান করছেন পাকিস্তানে। প্রথম বহরে যাওয়া চার ক্রিকেটার তো আছেনই। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আগেভাগেই দেশটিতে চলে গেছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। মিরাজ-রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স। শিরোপার লড়াইয়ে আজ দলটি মাঠে নামবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে লাহোর-কোয়েটা ম্যাচ।
লাহোর কালান্দার্স এখন এক টুকরো বাংলাদেশ। মিরাজ-রিশাদের সঙ্গে আছেন সাকিব আল হাসান। তবে সাকিব-রিশাদের পিএসএল খেলার সুযোগ হলেও মিরাজ একাদশে সুযোগ পাননি। পিএসএলে এবারই প্রথমবার খেলতে এসেছেন মিরাজ। পিএসএল ফাইনালের পর বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু বুধবার। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে ও ১ জুন। তিনটি টি-টোয়েন্টিই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

হতাশাজনক সংযুক্ত আরব আমিরাত সিরিজের পর বাংলাদেশ এখন নামবে পাকিস্তানের বিপক্ষে। সেই সিরিজ খেলতে এরই মধ্যে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দলের একটি বহর। পুরো বাংলাদেশ দল আগামীকাল পৌঁছাবে বলে জানা গেছে।
বাংলাদেশ ক্রিকেট দলের একটি বহর যে পাকিস্তানে পৌঁছেছে, সেটা নিয়ে আজ সকালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। লাহোরে পৌঁছানোর পর গাড়ি থেকে নামতে দেখা গেছে বাংলাদেশ দলের সেই বহরে থাকা লোকদের। ১০ জনের বহরে আছেন ৪ ক্রিকেটার হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ আছেন এই বহরে। বাংলাদেশ দলের বাকিরা লাহোরে পৌঁছাবেন আগামীকাল।
পাকিস্তান সফরে অবশ্য বাংলাদেশ পাচ্ছে না গতিতারকা নাহিদ রানাকে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রানা। বর্তমানে সিরিজের ছয় বাংলাদেশি ক্রিকেটার অবস্থান করছেন পাকিস্তানে। প্রথম বহরে যাওয়া চার ক্রিকেটার তো আছেনই। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আগেভাগেই দেশটিতে চলে গেছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। মিরাজ-রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স। শিরোপার লড়াইয়ে আজ দলটি মাঠে নামবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে লাহোর-কোয়েটা ম্যাচ।
লাহোর কালান্দার্স এখন এক টুকরো বাংলাদেশ। মিরাজ-রিশাদের সঙ্গে আছেন সাকিব আল হাসান। তবে সাকিব-রিশাদের পিএসএল খেলার সুযোগ হলেও মিরাজ একাদশে সুযোগ পাননি। পিএসএলে এবারই প্রথমবার খেলতে এসেছেন মিরাজ। পিএসএল ফাইনালের পর বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু বুধবার। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে ও ১ জুন। তিনটি টি-টোয়েন্টিই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৬ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৭ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৭ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
৭ ঘণ্টা আগে