ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেতস-এক সময়ের বার্সেলোনায় রাজত্ব করা ফুটবলাররা এখন খেলছেন ইন্টার মায়ামিতে। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যখন বার্সা খেলোয়াড়দের পুনর্মিলনী হয়েছে, নেইমারের নামটাও চলে আসে আপনাআপনি। ব্রাজিলের ফরোয়ার্ডের মায়ামিতে খেলার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে বারবার।
নেইমার বর্তমানে আছেন আল হিলালে। ২০২৫ সালে সৌদির ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি শেষ হবে। স্প্যানিশ সংবাদমাধ্যম ডায়রিও এএসের পরশু রাতের এক প্রতিবেদনে ব্রাজিলের ফরোয়ার্ডের মায়ামিতে আসার সম্ভাবনা জোরালো হয়েছে। সেখানে জানা গেছে, ফুটবলারদের দলবদলের কাজ শুরু হয়েছে মায়ামিতে। এরই মধ্যে সিজে দস সান্তোস, লিওনার্দো কাম্পানার মতো দুই তারকা খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। তাঁদের (সান্তোস, কাম্পানা) বিক্রি করে পেরোল বাজেটে বাড়তি যোগ হয়েছে ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৪৭ কোটি ৫৮ লাখ টাকা। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মায়ামির ডিপির (নির্ধারিত খেলোয়াড়) জায়গাটা। বর্তমানে মেসি, সার্জিও বুসকেতস ক্লাবটির ডিপি হিসেবে আছেন।
এক সময়ের স্প্যানিয়ার্ড কলোনি হওয়ায় মায়ামির নাম ঘুরেফিরে আসে বারবার। মেসির ইন্টার মায়ামিতে স্প্যানিশ ক্লাব থেকে তারকা খেলোয়াড়দের আসার গুঞ্জন শোনা যাচ্ছে বারবার। আঁতোয়া গ্রিজমানের নতুন মৌসুমে মায়ামিতে আসার গুঞ্জন চলছিল গত কদিন ধরে। ক্লাবটির নতুন মাঠ চেজ স্টেডিয়ামে তিনি খেলবেন বলে আলোচনা শোনা যাচ্ছিল। পরে গ্রিজমানের ঠিকানা বদলে হয়ে যায় লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি)। এলএএফসিতে তাঁর জাতীয় দলের দুই সতীর্থ হুগো লরিস ও অলিভিয়ার জিরু খেলেছেন।
নেইমারের আসার গুঞ্জন থেকে ইন্টার মায়ামি যতই দূরে থাকার চেষ্টা করুক, ক্লাবটির সত্ত্বাধিকারী হোর্হে মাস তাঁর আগ্রহের কথা জানিয়েছিলেন। ক্রীড়াভিত্তিক এক ওয়েবসাইটে মাস বলেছিলেন, ‘ব্যাপারটা হচ্ছে তাকে (নেইমার) পাওয়া যাবে কি না। এখন সে আল হিলালে খেলছে। আমাদের কাছে নেই। কিছু সীমাবদ্ধতা থাকলেও আমাদের বাজেট তো অসীম। নেইমারের মতো তারকাকে পাওয়ার সুযোগ পেলে আমরা মোটেও সেটা হাতছাড়া করব না।’
মেজর লিগ সকারের (এমএলএস) ফেয়ার প্লে পলিসি গত মৌসুমে মায়ামির জন্য অন্যতম বড় একটা মাথাব্যথার কারণ ছিল। জোসেফ মার্তিনেজকে বাদ দিয়ে লুইস সুয়ারেজকে নিয়েছিল মায়ামি। গ্রীষ্মকালীন দলবদলের সময় নেইমার, আনহেল দি মারিয়ার মতো তারকাদের আসার গুঞ্জন শোনা গেলেও সেটা দ্রুত মিলিয়ে গিয়েছিল আর্থিক জটিলতার কারণে।
নেইমারের এবার মেসির মায়ামিতে আসা নিয়ে আলোচনা শোনা যাচ্ছে বেশি। ব্রাজিলের ফরোয়ার্ড মায়ামির সমুদ্রসৈকতের কাছে ২ কোটি ২৬ লাখ ডলার (বাংলাদেশি ৩০৯ কোটি ৩১ লাখ টাকা) খরচ করে বাড়ি কিনেছেন। তাছাড়া ২০২৩ সালে আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি হলেও খেলতে পেরেছেন কেবল ৭ ম্যাচ। কারণ, চোটে পড়াতেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বেশির ভাগ সময় কেটে গেছে।

লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেতস-এক সময়ের বার্সেলোনায় রাজত্ব করা ফুটবলাররা এখন খেলছেন ইন্টার মায়ামিতে। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যখন বার্সা খেলোয়াড়দের পুনর্মিলনী হয়েছে, নেইমারের নামটাও চলে আসে আপনাআপনি। ব্রাজিলের ফরোয়ার্ডের মায়ামিতে খেলার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে বারবার।
নেইমার বর্তমানে আছেন আল হিলালে। ২০২৫ সালে সৌদির ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি শেষ হবে। স্প্যানিশ সংবাদমাধ্যম ডায়রিও এএসের পরশু রাতের এক প্রতিবেদনে ব্রাজিলের ফরোয়ার্ডের মায়ামিতে আসার সম্ভাবনা জোরালো হয়েছে। সেখানে জানা গেছে, ফুটবলারদের দলবদলের কাজ শুরু হয়েছে মায়ামিতে। এরই মধ্যে সিজে দস সান্তোস, লিওনার্দো কাম্পানার মতো দুই তারকা খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। তাঁদের (সান্তোস, কাম্পানা) বিক্রি করে পেরোল বাজেটে বাড়তি যোগ হয়েছে ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৪৭ কোটি ৫৮ লাখ টাকা। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মায়ামির ডিপির (নির্ধারিত খেলোয়াড়) জায়গাটা। বর্তমানে মেসি, সার্জিও বুসকেতস ক্লাবটির ডিপি হিসেবে আছেন।
এক সময়ের স্প্যানিয়ার্ড কলোনি হওয়ায় মায়ামির নাম ঘুরেফিরে আসে বারবার। মেসির ইন্টার মায়ামিতে স্প্যানিশ ক্লাব থেকে তারকা খেলোয়াড়দের আসার গুঞ্জন শোনা যাচ্ছে বারবার। আঁতোয়া গ্রিজমানের নতুন মৌসুমে মায়ামিতে আসার গুঞ্জন চলছিল গত কদিন ধরে। ক্লাবটির নতুন মাঠ চেজ স্টেডিয়ামে তিনি খেলবেন বলে আলোচনা শোনা যাচ্ছিল। পরে গ্রিজমানের ঠিকানা বদলে হয়ে যায় লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি)। এলএএফসিতে তাঁর জাতীয় দলের দুই সতীর্থ হুগো লরিস ও অলিভিয়ার জিরু খেলেছেন।
নেইমারের আসার গুঞ্জন থেকে ইন্টার মায়ামি যতই দূরে থাকার চেষ্টা করুক, ক্লাবটির সত্ত্বাধিকারী হোর্হে মাস তাঁর আগ্রহের কথা জানিয়েছিলেন। ক্রীড়াভিত্তিক এক ওয়েবসাইটে মাস বলেছিলেন, ‘ব্যাপারটা হচ্ছে তাকে (নেইমার) পাওয়া যাবে কি না। এখন সে আল হিলালে খেলছে। আমাদের কাছে নেই। কিছু সীমাবদ্ধতা থাকলেও আমাদের বাজেট তো অসীম। নেইমারের মতো তারকাকে পাওয়ার সুযোগ পেলে আমরা মোটেও সেটা হাতছাড়া করব না।’
মেজর লিগ সকারের (এমএলএস) ফেয়ার প্লে পলিসি গত মৌসুমে মায়ামির জন্য অন্যতম বড় একটা মাথাব্যথার কারণ ছিল। জোসেফ মার্তিনেজকে বাদ দিয়ে লুইস সুয়ারেজকে নিয়েছিল মায়ামি। গ্রীষ্মকালীন দলবদলের সময় নেইমার, আনহেল দি মারিয়ার মতো তারকাদের আসার গুঞ্জন শোনা গেলেও সেটা দ্রুত মিলিয়ে গিয়েছিল আর্থিক জটিলতার কারণে।
নেইমারের এবার মেসির মায়ামিতে আসা নিয়ে আলোচনা শোনা যাচ্ছে বেশি। ব্রাজিলের ফরোয়ার্ড মায়ামির সমুদ্রসৈকতের কাছে ২ কোটি ২৬ লাখ ডলার (বাংলাদেশি ৩০৯ কোটি ৩১ লাখ টাকা) খরচ করে বাড়ি কিনেছেন। তাছাড়া ২০২৩ সালে আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি হলেও খেলতে পেরেছেন কেবল ৭ ম্যাচ। কারণ, চোটে পড়াতেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বেশির ভাগ সময় কেটে গেছে।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে