নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল যখন লাগেজ গোছাতে ব্যস্ত ছিলেন মোস্তাফিজুর রহমান, সেই মুহূর্তেই দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে ভেড়ানোর খবর দিয়েছে। তখনই হৈচৈ পড়ে গিয়েছে দেশের ক্রিকেটাঙ্গনে।
মোস্তাফিজের দল পাওয়ার চেয়েও হৈচৈ পড়ে যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁর আইপিএলে দল পাওয়ার ব্যাপারে জানা-না জানা নিয়ে। অবশেষে আজ জানা গেল, মোস্তাফিজকে আইপিএলের দুই ম্যাচ খেলতে ‘অনাপত্তিপত্র’ দেওয়া হয়েছে। বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘মোস্তাফিজ তো জাতীয় দলে দলভুক্ত হয়ে ইতোমধ্যে দলের সঙ্গে আরব আমিরাত গেছে। আমাদের নিয়ম অনুযায়ী জাতীয় দলে সুযোগ পেলে খেলতে হয়। দিল্লি আমাদের কাছে মোস্তাফিজকে তাদের শেষ তিনটি ম্যাচে পাওয়ার অনুরোধ করেছে। আমাদের ১৭ ও ১৯ তারিখে ম্যাচ আছে, এরপর সে দিল্লির শেষ দুই ম্যাচ খেলতে পারবে।’
দিল্লি গতকাল ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই মোস্তাফিজ উড়াল দিয়েছেন আরব আমিরাতের উদ্দেশ্যে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজ বিমানে ওঠার পর ছবি পোস্ট করে লিখেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছি তাদের বিপক্ষে খেলতে। আমার জন্য দোয়া করবেন।’ ১৭ ও ১৯ মে শারজায় হবে বাংলাদেশ-আরব আমিরাত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এদিকে আইপিএলের পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী দিল্লির লিগ পর্বে আইপিএলের শেষ তিন ম্যাচ হবে ১৮, ২১ ও ২৪ মে। মিঠুর কথা অনুযায়ী দিল্লির জার্সিতে ২১ ও ২৪ মে’র ম্যাচ দুটি খেলতে পারবেন মোস্তাফিজ।
এদিকে আমিরাত সিরিজ শেষে ২০ মে ঢাকায় ফেরার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু লিটন দাস, মোস্তাফিজ, নাজমুল হোসেন শান্তদের তো বসে থাকার সুযোগ নেই। কারণ, দেশে ফেরার এক সপ্তাহের মধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিতে হবে বাংলাদেশকে। কদিন আগে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রসঙ্গ উঠলে সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জানিয়েছিলেন, তাঁরা প্রস্তুত আছেন এই ব্যাপারে। আজ জানা গেল, সরকারের থেকে বিসিবি সবুজ সংকেত পেয়েছে।
ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল, পিএসএল স্থগিত হয়ে পড়েছিল। দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টই পুনরায় শুরু হচ্ছে ১৭ মে। তাতে পেছাতে পারে বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। ২৭ মে থেকে ৫ জুন হতে পারে এই সিরিজ। যদিও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের নতুন সূচির কথা এখনো জানা যায়নি।

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল যখন লাগেজ গোছাতে ব্যস্ত ছিলেন মোস্তাফিজুর রহমান, সেই মুহূর্তেই দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে ভেড়ানোর খবর দিয়েছে। তখনই হৈচৈ পড়ে গিয়েছে দেশের ক্রিকেটাঙ্গনে।
মোস্তাফিজের দল পাওয়ার চেয়েও হৈচৈ পড়ে যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁর আইপিএলে দল পাওয়ার ব্যাপারে জানা-না জানা নিয়ে। অবশেষে আজ জানা গেল, মোস্তাফিজকে আইপিএলের দুই ম্যাচ খেলতে ‘অনাপত্তিপত্র’ দেওয়া হয়েছে। বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘মোস্তাফিজ তো জাতীয় দলে দলভুক্ত হয়ে ইতোমধ্যে দলের সঙ্গে আরব আমিরাত গেছে। আমাদের নিয়ম অনুযায়ী জাতীয় দলে সুযোগ পেলে খেলতে হয়। দিল্লি আমাদের কাছে মোস্তাফিজকে তাদের শেষ তিনটি ম্যাচে পাওয়ার অনুরোধ করেছে। আমাদের ১৭ ও ১৯ তারিখে ম্যাচ আছে, এরপর সে দিল্লির শেষ দুই ম্যাচ খেলতে পারবে।’
দিল্লি গতকাল ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই মোস্তাফিজ উড়াল দিয়েছেন আরব আমিরাতের উদ্দেশ্যে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজ বিমানে ওঠার পর ছবি পোস্ট করে লিখেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছি তাদের বিপক্ষে খেলতে। আমার জন্য দোয়া করবেন।’ ১৭ ও ১৯ মে শারজায় হবে বাংলাদেশ-আরব আমিরাত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এদিকে আইপিএলের পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী দিল্লির লিগ পর্বে আইপিএলের শেষ তিন ম্যাচ হবে ১৮, ২১ ও ২৪ মে। মিঠুর কথা অনুযায়ী দিল্লির জার্সিতে ২১ ও ২৪ মে’র ম্যাচ দুটি খেলতে পারবেন মোস্তাফিজ।
এদিকে আমিরাত সিরিজ শেষে ২০ মে ঢাকায় ফেরার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু লিটন দাস, মোস্তাফিজ, নাজমুল হোসেন শান্তদের তো বসে থাকার সুযোগ নেই। কারণ, দেশে ফেরার এক সপ্তাহের মধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিতে হবে বাংলাদেশকে। কদিন আগে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রসঙ্গ উঠলে সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জানিয়েছিলেন, তাঁরা প্রস্তুত আছেন এই ব্যাপারে। আজ জানা গেল, সরকারের থেকে বিসিবি সবুজ সংকেত পেয়েছে।
ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল, পিএসএল স্থগিত হয়ে পড়েছিল। দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টই পুনরায় শুরু হচ্ছে ১৭ মে। তাতে পেছাতে পারে বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। ২৭ মে থেকে ৫ জুন হতে পারে এই সিরিজ। যদিও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের নতুন সূচির কথা এখনো জানা যায়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৩৪ মিনিট আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে