Ajker Patrika

ফিফার অনুমোদন পেলেন সমিত, জুনেই তাহলে অভিষেক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মে ২০২৫, ২১: ২৬
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমোদন পেলেন সমিত সোম। ছবি: সংগৃহীত
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমোদন পেলেন সমিত সোম। ছবি: সংগৃহীত

পাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

এত দ্রুত যে ফিফার অনুমোদন পাবেন, তা অপ্রত্যাশিতই বটে। কারণ হামজা চৌধুরীর ক্ষেত্রে সময় লেগেছিল প্রায় চার মাসের মতো। কিন্তু সমিত পেয়ে গেলেন কেবল একদিনেই।

সমিতের বাবা-মা দুজনেই বাংলাদেশি। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরি এফসিতে। তা ছাড়া কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই মিডফিল্ডার। দুটি ম্যাচই ছিল ২০২০ সালে। এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এর আগে ৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে অবশ্য খেলতে পারবেন না সমিত। তবে সিঙ্গাপুর ম্যাচে তাঁর অভিষেক এখন সময়ের অপেক্ষা।

এ ছাড়া চলতি বছর হংকংয়ের বিপক্ষে দুটি ও ভারতের বিপক্ষ ঘরের মাঠে একটি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এ বছরের মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগে খেলা হামজার। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের সেই ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত