Ajker Patrika

জন্মদিনের আগেই জন্মদিন রাঙালেন রোনালদো, করলেন এ কোন উদযাপন

ক্রীড়া ডেস্ক    
গোল করে বিমান ওড়ার ভঙ্গিতে উদযাপন করেন রোনালদো। ছবি: সংগৃহীত
গোল করে বিমান ওড়ার ভঙ্গিতে উদযাপন করেন রোনালদো। ছবি: সংগৃহীত

৩৯ থেকে ৪০-এ উঠতে ক্রিস্টিয়ানো রোনালদোর আর বেশি সময় বাকি নেই। পর্তুগিজ তারকার ৪০ বছর পূর্ণ হচ্ছে আগামীকাল। জন্মদিনের আগে নিজেকেই নিজে দিলেন উপহার। উদযাপনেও এনেছেন ভিন্নতা।

রিয়াদের আল-আওয়াল পার্কে গত রাতে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল ওয়াসল। এএফসি চ্যাম্পিয়নস লিগে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে জোড়া গোল করেন রোনালদো। নিজের প্রথম গোল ৪৪ মিনিটে পেনাল্টি থেকে করেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। সাদিও মানের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেন রোনালদো। জন্মদিনের আগে জন্মদিন রাঙিয়ে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে ভিন্ন রকম এক উদযাপন করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। নতুন এই উদ্‌যাপনের সময় প্রথমে বিমান ওড়ার মতো ভঙ্গিতে হাত ওপরে তোলেন। পরবর্তীতে হাত নিচে নামিয়ে আনেন ৩৯ বছর বয়সী এই তারকা। সামাজিক মাধ্যমে তাঁর এই উদযাপনের ছবি এরই মধ্যে ভাইরাল।

রোনালদোর জোড়া গোলের দিনে আল নাসর জিতেছে ৪-০ গোলে। ২৫ ও ৮৮ মিনিটে দলটির বাকি দুই গোল করেছেন আলী আলহাসান ও মোহামেদ আল-ফাতিল। জয়ের পর উদযাপনের কিছু মুহূর্ত পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘২ গোল এবং জয়।’ ম্যাচের শেষে দুইটা ফুটবলের ইমোজি বসিয়েছেন রোনালদো। ৪-০ গোলের জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের তিনে এখন আল নাসর। ৭ ম্যাচে ৫ জয়, ১ হার ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১৬।

ফেসবুকে ম্যাচের কয়েকটি মুহূর্তের ছবি পোস্ট করেন রোনালদো। ছবি: ফেসবুক
ফেসবুকে ম্যাচের কয়েকটি মুহূর্তের ছবি পোস্ট করেন রোনালদো। ছবি: ফেসবুক

আল ওয়াসলের বিপক্ষে জোড়া গোল করায় পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা এখন ৯২৩। হাজারতম গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখনো ৭৭ গোল পেছনে তিনি। যেভাবে এগোচ্ছেন, তাতে পর্তুগিজ ফরোয়ার্ডের কাছে এই লক্ষ্য অর্জন করা অসম্ভব কিছু নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করল ভেনেজুয়েলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত