
উৎক্ষেপণের দশ দিন পর গতকাল শুক্রবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ওরিয়ন চাঁদের সবচেয়ে দূরবর্তী কক্ষপথে প্রবেশ করেছে। নাসা জানিয়েছে, এই কক্ষপথে প্রবেশের মাধ্যমে ওরিয়ন পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
চাঁদের কক্ষপথের সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছানোর মধ্য দিয়ে মানুষ বহনে সক্ষম কোনো মহাকাশযান দূরত্ব অতিক্রমের নতুন রেকর্ড গড়ল। এর আগে, ১৯৭০ সালে অ্যাপোলো-১৩ পৃথিবী থেকে সর্বোচ্চ ৪ লাখ ১৭১ কিলোমিটার দূরে পৌঁছেছিল। তবে এবার ওরিয়ন ৪ লাখ ৩২ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে।
কক্ষপথটি এতই বিশাল যে, মহাকাশ যানটি পৃথিবীর দিকে রওনা দেওয়ার আগের ছয় দিনে মাত্র অর্ধেক কক্ষপথ প্রদক্ষিণ করতে পারবে। ওরিয়ন এরই মধ্যে তার যাত্রাপথের বিভিন্ন ছবি ও ভিডিও পাঠিয়েছে। নাসার আর্টেমিস-১ মিশনের ব্যবস্থাপক মাইক সারাফিন এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমরা যেমন পরিকল্পনা করেছিলাম মিশনটি ঠিক সেভাবেই এগিয়ে চলেছে।’
আর্টেমিস-১ প্রকল্পটি মানুষবিহীন মহাকাশযান নিয়ে চাঁদে যাওয়ার এক পরীক্ষামূলক মিশন। ফ্লোরিডায় অবস্থিত নাসার মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র কেনেডি স্পেস সেন্টার থেকে গত ১৬ নভেম্বর যাত্রা শুরু করে আর্টেমিস-১। এটি চাঁদের মার্কিন মহাকাশযানের চতুর্থ যাত্রা। ১৯৭২ সালের ডিসেম্বরে অ্যাপোলো ১৭ এর সফল চন্দ্রাভিযানের ৫০ বছর পর ফের কোনো চন্দ্রযান চাঁদের অবতরণ করতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের মধ্যেই মহাকাশচারীরা চাঁদের মাটিতে দ্বিতীয়বারের মতো পা রাখবেন।

উৎক্ষেপণের দশ দিন পর গতকাল শুক্রবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ওরিয়ন চাঁদের সবচেয়ে দূরবর্তী কক্ষপথে প্রবেশ করেছে। নাসা জানিয়েছে, এই কক্ষপথে প্রবেশের মাধ্যমে ওরিয়ন পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
চাঁদের কক্ষপথের সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছানোর মধ্য দিয়ে মানুষ বহনে সক্ষম কোনো মহাকাশযান দূরত্ব অতিক্রমের নতুন রেকর্ড গড়ল। এর আগে, ১৯৭০ সালে অ্যাপোলো-১৩ পৃথিবী থেকে সর্বোচ্চ ৪ লাখ ১৭১ কিলোমিটার দূরে পৌঁছেছিল। তবে এবার ওরিয়ন ৪ লাখ ৩২ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে।
কক্ষপথটি এতই বিশাল যে, মহাকাশ যানটি পৃথিবীর দিকে রওনা দেওয়ার আগের ছয় দিনে মাত্র অর্ধেক কক্ষপথ প্রদক্ষিণ করতে পারবে। ওরিয়ন এরই মধ্যে তার যাত্রাপথের বিভিন্ন ছবি ও ভিডিও পাঠিয়েছে। নাসার আর্টেমিস-১ মিশনের ব্যবস্থাপক মাইক সারাফিন এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমরা যেমন পরিকল্পনা করেছিলাম মিশনটি ঠিক সেভাবেই এগিয়ে চলেছে।’
আর্টেমিস-১ প্রকল্পটি মানুষবিহীন মহাকাশযান নিয়ে চাঁদে যাওয়ার এক পরীক্ষামূলক মিশন। ফ্লোরিডায় অবস্থিত নাসার মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র কেনেডি স্পেস সেন্টার থেকে গত ১৬ নভেম্বর যাত্রা শুরু করে আর্টেমিস-১। এটি চাঁদের মার্কিন মহাকাশযানের চতুর্থ যাত্রা। ১৯৭২ সালের ডিসেম্বরে অ্যাপোলো ১৭ এর সফল চন্দ্রাভিযানের ৫০ বছর পর ফের কোনো চন্দ্রযান চাঁদের অবতরণ করতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের মধ্যেই মহাকাশচারীরা চাঁদের মাটিতে দ্বিতীয়বারের মতো পা রাখবেন।

একটা নীল রঙের ফুল আছে, যার নাম ফরগেট-মি-নট (Forget-me-not)। এই ফুলের সঙ্গে একটা লোককথা জড়িত। মর্মস্পর্শী ওই কাহিনীটি এমন যে, জার্মানির এক নাইট তাঁর প্রেমিকাকে নিয়ে নদীর ধারে হাঁটছিলেন। নদীর পাড়ে ছোট সুন্দর নীল ফুলের সারি দেখতে পেয়ে ওই নাইট প্রেমিকাকে ফুল দিয়ে খুশি করতে চান।
২ দিন আগে
বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তার ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। চীনা কৃষিবিজ্ঞানীরা এমন এক বৈপ্লবিক হাইব্রিড ধান উদ্ভাবন করেছেন, যা বীজের মাধ্যমে নিজেকে ‘ক্লোন’ বা হুবহু প্রতিলিপি তৈরি করতে পারে। এই আবিষ্কারের ফলে প্রতিবছর কৃষকদের চড়া দামে নতুন হাইব্রিড বীজ কেনার চিরাচরিত বাধ্যবাধকতা ভেঙে
২ দিন আগে
সম্প্রতি অটোব্রুয়ারি সিনড্রোমে আক্রান্ত রোগীদের ওপর পরিচালিত এযাবৎকালের সবচেয়ে বড় গবেষণায় নিশ্চিত করা হয়েছে, এই অবস্থার প্রধান হোতা আসলে ব্যাকটেরিয়া। নেচার মাইক্রোবায়োলজি সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত এই গবেষণা প্রতিবেদন রোগীদের অন্ত্রের অণুজীবের অ্যালকোহল বিপাক প্রক্রিয়ায় পরিবর্তন...
৬ দিন আগে
বাঙালি পাতে এক টুকরা বড় কার্পের পেটি কিংবা মুড়িঘণ্ট না হলে ভোজন যেন অসম্পূর্ণই থেকে যায়। কিন্তু এই সুস্বাদু অভিজ্ঞতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সূক্ষ্ম কাঁটা। কার্প মাছ নিয়ে ভোজনরসিকদের ধৈর্যের পরীক্ষা হয়। এক পরীক্ষায় দেখা গেছে, একটি সাধারণ কার্পে প্রায় ৮০টির বেশি ক্ষুদ্র ও ওয়াই-আকৃতির...
১৫ দিন আগে