
নতুন করোনাভাইরাসের সংক্রণ যখন গেল বছর গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে, তখন এক অর্থে মানুষের জীবনযাত্রা থমকে গিয়েছিল। এখনো পরিস্থিতি আলাদা কিছু নয়। মাঝে করোনার টিকা আবিষ্কার ও এর প্রয়োগ শুরু হয়েছে। কিন্তু ধরন পাল্টে আরও বেশি সংক্রমণ শক্তি নিয়ে ফিরে এসেছে করোনা। এর মধ্যে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় প্রথম প্রাপ্ত করোনার ধরন আগের ধরনটির চেয়ে বেশি সংক্রামক বলে প্রমাণিত হয়েছে। এ অবস্থায় টিকার উন্নয়নকাজও চলছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, করোনা ক্রমে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো একটি ভাইরাসে পরিণত হবে, যা নির্মূলে সুনির্দিষ্ট কোনো টিকা হয়তো শেষ পর্যন্ত কার্যকর হবে না। প্রতি বছরই এর টিকা নিতে হবে মানুষকে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস ইনফ্লুয়েঞ্জার মতো একটি ভাইরাসে পরিণত হবে। দুটি কারণে এমনটি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রথমত, করোনা প্রতিনিয়ত তার ধরন পাল্টাচ্ছে। ফলে এটি নির্মূলে একটি সুনির্দিষ্ট ও কার্যকর টিকা পাওয়া কঠিন। দ্বিতীয়ত, এটি প্রতিরোধে যে টিকাগুলো এখন পর্যন্ত হাতে এসেছে, তার কার্যকারিতা একটি নির্দিষ্ট সময় পর হারিয়ে যায়।
মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, ফাইজারসহ যেসব প্রতিষ্ঠান করোনার টিকা নিয়ে এসেছে, তাদের পরীক্ষা পর্যায়ে অবশ্য টিকার কার্যকারিতা দীর্ঘ সময় থাকে বলে প্রমাণ পাওয়া গেছে। কিন্তু মুশকিল হচ্ছে, এই টিকা যাকে প্রতিহত করতে তৈরি করা হয়েছে, সেই করোনাভাইরাসই নিজের ধরন পাল্টাচ্ছে। ফলে তৈরি করা টিকা করোনার নতুন ধরনটিকে অনেক সময়ই আর চিনতে পারছে না।
ফাইজারের তৈরি টিকা দক্ষিণ আফ্রিকায় প্রয়োগ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন বি.১.৩৫১ ছড়িয়ে পড়ার পরও ফাইজারের টিকা কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
এ বিষয়ে পেনসিলভানিয়া ইউনিভার্সিটির রোগ প্রতিরোধ ও টিকা বিশেষজ্ঞ স্কট হেন্সলি সিএনএনকে বলেন, ‘এই টিকা এখনো বেশ ভালোভাবে কাজ করছে; সুরক্ষা দিচ্ছে।’
এদিকে মডার্না তাদের টিকার তৃতীয় ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে। মূলত বুস্টার হিসেবে তৈরি করা এই তৃতীয় ডোজ বি.১.৩৫১–কে প্রতিরোধে কাজ করবে। এ ছাড়া এটি নতুন পুরোনো মিলিয়ে করোনার যেকোনো ধরনের বিরুদ্ধে আগের চেয়ে বেশি সুরক্ষা দেয় কিনা, তা খতিয়ে দেখা হবে এই পরীক্ষামূলক পর্যায়ে। মডার্নার টিকার পরীক্ষামূলক পর্যায়ে এখন পর্যন্ত স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা ব্যক্তিদের অনেকেই এই পর্যায়ের পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এ তো গেল করোনার নতুন ধরনসহ উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় গৃহীত পদক্ষেপের কথা। প্রশ্ন হলো এখন পর্যন্ত যে টিকা মানুষের হাতে এসে পৌঁছেছে, তা কত দিন কার্যকর থাকে। ফাইজার জানাচ্ছে, তাদের টিকার দুটি ডোজই যারা নিয়েছেন, তারা অন্তত ছয় মাস সুরক্ষিত থাকবেন বলে তারা নিশ্চিত হয়েছে। এর অর্থ এই নয় যে, এর কার্যকারিতা ছয় মাস পরই হারিয়ে যাবে। তবে ছয় মাস পর্যন্ত পূর্ণ সুরক্ষার নিশ্চয়তা দিচ্ছে ফাইজার। টিকার প্রয়োগ শুরুর পর যেহেতু লম্বা সময় এখনো যায়নি, তাই বিদ্যমান টিকাগুলো কতদিন পর্যন্ত কার্যকর থাকে, তা নিশ্চিত করে বলার সুযোগ নেই। সময় যত গড়াবে পরীক্ষা তত চলবে। আর এর মধ্য দিয়েই টিকার কার্যকর সময়সীমা সম্পর্কে নিশ্চিত হবে মানুষ।
তবে এ বিষয়ে বেশ আশাবাদী টিকা বিশেষজ্ঞ স্কট হেন্সলি। তাঁর ভাষ্যমতে, এই টিকাগুলো যদি এক বছর পরও কার্যকর থাকে, তবে তিনি অবাক হবেন না। এমনকি একবার নিলে সারা জীবনের সুরক্ষিত থাকার বিষয়টি সামনে এলেও তিনি বিস্মিত হবেন বলে জানিয়েছেন। আবার এমনও হতে পারে এটি ইনফ্লুয়েঞ্জার মতো একটি ভাইরাসে পরিণত হবে। প্রতি বছরই এর প্রতিরোধে মানুষকে টিকা নিতে হতে পারে। যেকোনো কিছুই ঘটতে পারে।

নতুন করোনাভাইরাসের সংক্রণ যখন গেল বছর গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে, তখন এক অর্থে মানুষের জীবনযাত্রা থমকে গিয়েছিল। এখনো পরিস্থিতি আলাদা কিছু নয়। মাঝে করোনার টিকা আবিষ্কার ও এর প্রয়োগ শুরু হয়েছে। কিন্তু ধরন পাল্টে আরও বেশি সংক্রমণ শক্তি নিয়ে ফিরে এসেছে করোনা। এর মধ্যে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় প্রথম প্রাপ্ত করোনার ধরন আগের ধরনটির চেয়ে বেশি সংক্রামক বলে প্রমাণিত হয়েছে। এ অবস্থায় টিকার উন্নয়নকাজও চলছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, করোনা ক্রমে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো একটি ভাইরাসে পরিণত হবে, যা নির্মূলে সুনির্দিষ্ট কোনো টিকা হয়তো শেষ পর্যন্ত কার্যকর হবে না। প্রতি বছরই এর টিকা নিতে হবে মানুষকে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস ইনফ্লুয়েঞ্জার মতো একটি ভাইরাসে পরিণত হবে। দুটি কারণে এমনটি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রথমত, করোনা প্রতিনিয়ত তার ধরন পাল্টাচ্ছে। ফলে এটি নির্মূলে একটি সুনির্দিষ্ট ও কার্যকর টিকা পাওয়া কঠিন। দ্বিতীয়ত, এটি প্রতিরোধে যে টিকাগুলো এখন পর্যন্ত হাতে এসেছে, তার কার্যকারিতা একটি নির্দিষ্ট সময় পর হারিয়ে যায়।
মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, ফাইজারসহ যেসব প্রতিষ্ঠান করোনার টিকা নিয়ে এসেছে, তাদের পরীক্ষা পর্যায়ে অবশ্য টিকার কার্যকারিতা দীর্ঘ সময় থাকে বলে প্রমাণ পাওয়া গেছে। কিন্তু মুশকিল হচ্ছে, এই টিকা যাকে প্রতিহত করতে তৈরি করা হয়েছে, সেই করোনাভাইরাসই নিজের ধরন পাল্টাচ্ছে। ফলে তৈরি করা টিকা করোনার নতুন ধরনটিকে অনেক সময়ই আর চিনতে পারছে না।
ফাইজারের তৈরি টিকা দক্ষিণ আফ্রিকায় প্রয়োগ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন বি.১.৩৫১ ছড়িয়ে পড়ার পরও ফাইজারের টিকা কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
এ বিষয়ে পেনসিলভানিয়া ইউনিভার্সিটির রোগ প্রতিরোধ ও টিকা বিশেষজ্ঞ স্কট হেন্সলি সিএনএনকে বলেন, ‘এই টিকা এখনো বেশ ভালোভাবে কাজ করছে; সুরক্ষা দিচ্ছে।’
এদিকে মডার্না তাদের টিকার তৃতীয় ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে। মূলত বুস্টার হিসেবে তৈরি করা এই তৃতীয় ডোজ বি.১.৩৫১–কে প্রতিরোধে কাজ করবে। এ ছাড়া এটি নতুন পুরোনো মিলিয়ে করোনার যেকোনো ধরনের বিরুদ্ধে আগের চেয়ে বেশি সুরক্ষা দেয় কিনা, তা খতিয়ে দেখা হবে এই পরীক্ষামূলক পর্যায়ে। মডার্নার টিকার পরীক্ষামূলক পর্যায়ে এখন পর্যন্ত স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা ব্যক্তিদের অনেকেই এই পর্যায়ের পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এ তো গেল করোনার নতুন ধরনসহ উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় গৃহীত পদক্ষেপের কথা। প্রশ্ন হলো এখন পর্যন্ত যে টিকা মানুষের হাতে এসে পৌঁছেছে, তা কত দিন কার্যকর থাকে। ফাইজার জানাচ্ছে, তাদের টিকার দুটি ডোজই যারা নিয়েছেন, তারা অন্তত ছয় মাস সুরক্ষিত থাকবেন বলে তারা নিশ্চিত হয়েছে। এর অর্থ এই নয় যে, এর কার্যকারিতা ছয় মাস পরই হারিয়ে যাবে। তবে ছয় মাস পর্যন্ত পূর্ণ সুরক্ষার নিশ্চয়তা দিচ্ছে ফাইজার। টিকার প্রয়োগ শুরুর পর যেহেতু লম্বা সময় এখনো যায়নি, তাই বিদ্যমান টিকাগুলো কতদিন পর্যন্ত কার্যকর থাকে, তা নিশ্চিত করে বলার সুযোগ নেই। সময় যত গড়াবে পরীক্ষা তত চলবে। আর এর মধ্য দিয়েই টিকার কার্যকর সময়সীমা সম্পর্কে নিশ্চিত হবে মানুষ।
তবে এ বিষয়ে বেশ আশাবাদী টিকা বিশেষজ্ঞ স্কট হেন্সলি। তাঁর ভাষ্যমতে, এই টিকাগুলো যদি এক বছর পরও কার্যকর থাকে, তবে তিনি অবাক হবেন না। এমনকি একবার নিলে সারা জীবনের সুরক্ষিত থাকার বিষয়টি সামনে এলেও তিনি বিস্মিত হবেন বলে জানিয়েছেন। আবার এমনও হতে পারে এটি ইনফ্লুয়েঞ্জার মতো একটি ভাইরাসে পরিণত হবে। প্রতি বছরই এর প্রতিরোধে মানুষকে টিকা নিতে হতে পারে। যেকোনো কিছুই ঘটতে পারে।

সম্প্রতি অটোব্রুয়ারি সিনড্রোমে আক্রান্ত রোগীদের ওপর পরিচালিত এযাবৎকালের সবচেয়ে বড় গবেষণায় নিশ্চিত করা হয়েছে, এই অবস্থার প্রধান হোতা আসলে ব্যাকটেরিয়া। নেচার মাইক্রোবায়োলজি সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত এই গবেষণা প্রতিবেদন রোগীদের অন্ত্রের অণুজীবের অ্যালকোহল বিপাক প্রক্রিয়ায় পরিবর্তন...
২ দিন আগে
বাঙালি পাতে এক টুকরা বড় কার্পের পেটি কিংবা মুড়িঘণ্ট না হলে ভোজন যেন অসম্পূর্ণই থেকে যায়। কিন্তু এই সুস্বাদু অভিজ্ঞতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সূক্ষ্ম কাঁটা। কার্প মাছ নিয়ে ভোজনরসিকদের ধৈর্যের পরীক্ষা হয়। এক পরীক্ষায় দেখা গেছে, একটি সাধারণ কার্পে প্রায় ৮০টির বেশি ক্ষুদ্র ও ওয়াই-আকৃতির...
১১ দিন আগে
বিলিয়ন বছর আগে পৃথিবী ছিল উত্তপ্ত ম্যাগমায় ঢাকা এক অনাবাসযোগ্য পাথুরে গ্রহ। আজকের নীল-সবুজ, প্রাণে ভরপুর পৃথিবীতে তার রূপান্তরের ইতিহাস এখনো বিজ্ঞানীদের কাছে পুরোপুরি উন্মোচিত হয়নি। তবে ২০২৫ সালে একের পর এক বৈজ্ঞানিক গবেষণা আমাদের এই গ্রহটির অতীত, গভীরতা ও অদ্ভুত আচরণ সম্পর্কে নতুন জানালা খুলে দিয়েছ
১৩ দিন আগে
তিনি বলেন, ‘তারমিম ভালোভাবে বেড়ে উঠছে। এর শারীরবৃত্তীয়, জৈব-রাসায়নিক ও শারীরিক সব সূচকই স্বাভাবিক রয়েছে। প্রত্যাশিতভাবে তারমিমের পেশির বৃদ্ধি তার অ-সম্পাদিত যমজ বোনের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই পার্থক্য আরও বাড়তে পারে বলে আমরা মনে করি।’
১৬ দিন আগে