
মঙ্গল গ্রহে দুটি হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন গবেষণা সংস্থা নাসা। পাথরের নমুনা সংগ্রহ এবং পৃথিবী থেকে মঙ্গলে ঐতিহাসিক ভ্রমণের অংশ হিসেবে হেলিকপ্টার দুটি পাঠানো হবে। মার্কিন সাময়িকী ফোর্বস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রায় ১৭ মাস আগে পারসিভারেন্স রোভার নামের একটি রোবটিক হেলিকপ্টার মঙ্গল গ্রহে পাঠিয়েছে নাসা। অবতরণের পর থেকে হেলিকপ্টারটি বৈজ্ঞানিকভাবে বাধ্যতামূলক ১১টি কঠিন শিলা ও বায়ুমণ্ডলের নমুনা সংগ্রহ করেছে। নমুনাগুলো নিয়ে হেলিকপ্টারটি পৃথিবীতে ফিরে এলে তা মঙ্গলের পরিবেশগত বিবর্তন বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করবে।
নাসা জানিয়েছে, বিস্ময়কর হেলিকপ্টারটি মঙ্গলে ২৯টি ফ্লাইট সম্পন্ন করেছে। এটি ২০২৭ সালে মঙ্গল গ্রহ থেকে প্রথমবারের মতো পাথরের নমুনা নিয়ে পৃথিবীতে ফেরার মিশন শুরু করবে। ধারণা করা হচ্ছে, এটি ২০৩৩ সালে পৃথিবীতে অবতরণ করবে।
তবে এই পরিকল্পনায় সামান্য পরিবর্তন আনার কথা বলেছেন নাসা সদর দপ্তরের সহযোগী প্রশাসক টমাস জুরবুচেন। তিনি বলেছেন, পারসিভারেন্স রোভারের সাম্প্রতিক সাফল্যে আমরা পরিকল্পনায় কিছু পরিবর্তন এনেছি। নতুন করে দুটি ‘নমুনা পুনরুদ্ধারে হেলিকপ্টার’ পাঠাতে যাচ্ছি, যা পারসিভারেন্স রোভারকে সাহায্য করবে।
টমাস জুরবুচেন আরও বলেছেন, নতুন পরিকল্পনায় ‘মার্স অ্যাসেন্ট ভিহিকল’ নামে একটি ছোট রকেটও থাকবে। পারসিভারেন্স রোভার হেলিকপ্টারটি স্যাম্পল রিট্রিভাল ল্যান্ডার প্ল্যাটফর্মে ফিরে এসে রকেটের নাক বরাবর নমুনা টিউব স্থাপন করবে। এরপর রকেটটি মঙ্গল পৃষ্ঠের ওপরে আর্থ রিটার্ন অরবিটারের সঙ্গে মিলিত হতে শুরু করবে।

মঙ্গল গ্রহে দুটি হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন গবেষণা সংস্থা নাসা। পাথরের নমুনা সংগ্রহ এবং পৃথিবী থেকে মঙ্গলে ঐতিহাসিক ভ্রমণের অংশ হিসেবে হেলিকপ্টার দুটি পাঠানো হবে। মার্কিন সাময়িকী ফোর্বস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রায় ১৭ মাস আগে পারসিভারেন্স রোভার নামের একটি রোবটিক হেলিকপ্টার মঙ্গল গ্রহে পাঠিয়েছে নাসা। অবতরণের পর থেকে হেলিকপ্টারটি বৈজ্ঞানিকভাবে বাধ্যতামূলক ১১টি কঠিন শিলা ও বায়ুমণ্ডলের নমুনা সংগ্রহ করেছে। নমুনাগুলো নিয়ে হেলিকপ্টারটি পৃথিবীতে ফিরে এলে তা মঙ্গলের পরিবেশগত বিবর্তন বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করবে।
নাসা জানিয়েছে, বিস্ময়কর হেলিকপ্টারটি মঙ্গলে ২৯টি ফ্লাইট সম্পন্ন করেছে। এটি ২০২৭ সালে মঙ্গল গ্রহ থেকে প্রথমবারের মতো পাথরের নমুনা নিয়ে পৃথিবীতে ফেরার মিশন শুরু করবে। ধারণা করা হচ্ছে, এটি ২০৩৩ সালে পৃথিবীতে অবতরণ করবে।
তবে এই পরিকল্পনায় সামান্য পরিবর্তন আনার কথা বলেছেন নাসা সদর দপ্তরের সহযোগী প্রশাসক টমাস জুরবুচেন। তিনি বলেছেন, পারসিভারেন্স রোভারের সাম্প্রতিক সাফল্যে আমরা পরিকল্পনায় কিছু পরিবর্তন এনেছি। নতুন করে দুটি ‘নমুনা পুনরুদ্ধারে হেলিকপ্টার’ পাঠাতে যাচ্ছি, যা পারসিভারেন্স রোভারকে সাহায্য করবে।
টমাস জুরবুচেন আরও বলেছেন, নতুন পরিকল্পনায় ‘মার্স অ্যাসেন্ট ভিহিকল’ নামে একটি ছোট রকেটও থাকবে। পারসিভারেন্স রোভার হেলিকপ্টারটি স্যাম্পল রিট্রিভাল ল্যান্ডার প্ল্যাটফর্মে ফিরে এসে রকেটের নাক বরাবর নমুনা টিউব স্থাপন করবে। এরপর রকেটটি মঙ্গল পৃষ্ঠের ওপরে আর্থ রিটার্ন অরবিটারের সঙ্গে মিলিত হতে শুরু করবে।

বাঙালি পাতে এক টুকরা বড় কার্পের পেটি কিংবা মুড়িঘণ্ট না হলে ভোজন যেন অসম্পূর্ণই থেকে যায়। কিন্তু এই সুস্বাদু অভিজ্ঞতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সূক্ষ্ম কাঁটা। কার্প মাছ নিয়ে ভোজনরসিকদের ধৈর্যের পরীক্ষা হয়। এক পরীক্ষায় দেখা গেছে, একটি সাধারণ কার্পে প্রায় ৮০টির বেশি ক্ষুদ্র ও ওয়াই-আকৃতির...
৯ ঘণ্টা আগে
বিলিয়ন বছর আগে পৃথিবী ছিল উত্তপ্ত ম্যাগমায় ঢাকা এক অনাবাসযোগ্য পাথুরে গ্রহ। আজকের নীল-সবুজ, প্রাণে ভরপুর পৃথিবীতে তার রূপান্তরের ইতিহাস এখনো বিজ্ঞানীদের কাছে পুরোপুরি উন্মোচিত হয়নি। তবে ২০২৫ সালে একের পর এক বৈজ্ঞানিক গবেষণা আমাদের এই গ্রহটির অতীত, গভীরতা ও অদ্ভুত আচরণ সম্পর্কে নতুন জানালা খুলে দিয়েছ
৩ দিন আগে
তিনি বলেন, ‘তারমিম ভালোভাবে বেড়ে উঠছে। এর শারীরবৃত্তীয়, জৈব-রাসায়নিক ও শারীরিক সব সূচকই স্বাভাবিক রয়েছে। প্রত্যাশিতভাবে তারমিমের পেশির বৃদ্ধি তার অ-সম্পাদিত যমজ বোনের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই পার্থক্য আরও বাড়তে পারে বলে আমরা মনে করি।’
৫ দিন আগে
দশকের পর দশক কিংবা শতাব্দীকাল ধরে মানবসভ্যতার নানা অধ্যায়ে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর খুঁজতে বিশ্বজুড়ে এ বছর গবেষকেরা যেন গোয়েন্দার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। প্রত্নতত্ত্ব, জেনেটিক বিজ্ঞান, মাইক্রোবায়োলজি ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ২০২৫ সালে উন্মোচিত হয়েছে বহু ঐতিহাসিক রহস্য।
৯ দিন আগে