এএফপি, ওয়াশিংটন

কানাডার জীববিজ্ঞানী কেলি হ্যাস্টন ছোটবেলায় কখনো কল্পনা করেননি, একদিন মঙ্গলে বসবাস করবেন। কিন্তু সেই তাঁকেই এবার এক বছরের জন্য থাকতে হবে লাল এ গ্রহের পরিবেশে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হোস্টনে কৃত্রিমভাবে বানানো হয়েছে মঙ্গলের মতো পরিবেশ। জুন থেকে টানা এক বছর সেখানে থাকবেন চারজন। তাঁদের মধ্যে ৫২ বছর বয়সী নারী কেলি একজন।
‘আমরা এখন থেকে মনে করব মঙ্গলে আছি। এখনো আমার কাছে মনে হচ্ছে, এটি বাস্তব নয়।’ হেসে হেসে এ কথাই বলেন কেলি।
মঙ্গলে অভিযানের প্রস্তুতি হিসেবে এ পরিবেশ তৈরি করেছে নাসা। অনেক সময় নিয়ে এই চারজনকে বেছে নেওয়া হয়েছে। এখানে রাখা হবে একাকী এবং বদ্ধ এক পরিবেশে। এর অন্যতম কারণ মঙ্গলের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া।
পরিবেশটা আপাতভাবে যতটা কঠিন মনে হচ্ছে, বাস্তবে তা হবে আরও বেশি কঠিন। এই চারজনকে দেওয়া হবে না কোনো যন্ত্র বা সরঞ্জাম। এমনকি পানিও থাকবে খুব কম। এমনটিই জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। কেলি হ্যাস্টন বলেন, তাঁদের জন্য রাখা হয়েছে আরও অজানা কিছু।
এ পরিবেশের নাম দেওয়া হয়েছে ‘মার্স ডিউন আলফা’। এর জন্য ১ হাজার ৭০০ বর্গফুট এলাকা বানানো হয়েছে থ্রিডি আকারে। থাকবে বেডরুম, জিম, খালি জায়গা ও খাদ্য উৎপাদনের জন্য জমি। গত বছর জায়গাটি দেখে গেছেন কেলি। তখনো তাঁকে বেছে নেওয়া হয়নি। কেলি বলেন, এর ভেতরে যখন যাবেন, তখন অদ্ভুত এক অনুভূতি হবে আপনার। মহাকাশে হাঁটার মতো করে এখানে হাঁটতে হবে। লাল মাটি বানানো হয়েছে এখানে।

কানাডার জীববিজ্ঞানী কেলি হ্যাস্টন ছোটবেলায় কখনো কল্পনা করেননি, একদিন মঙ্গলে বসবাস করবেন। কিন্তু সেই তাঁকেই এবার এক বছরের জন্য থাকতে হবে লাল এ গ্রহের পরিবেশে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হোস্টনে কৃত্রিমভাবে বানানো হয়েছে মঙ্গলের মতো পরিবেশ। জুন থেকে টানা এক বছর সেখানে থাকবেন চারজন। তাঁদের মধ্যে ৫২ বছর বয়সী নারী কেলি একজন।
‘আমরা এখন থেকে মনে করব মঙ্গলে আছি। এখনো আমার কাছে মনে হচ্ছে, এটি বাস্তব নয়।’ হেসে হেসে এ কথাই বলেন কেলি।
মঙ্গলে অভিযানের প্রস্তুতি হিসেবে এ পরিবেশ তৈরি করেছে নাসা। অনেক সময় নিয়ে এই চারজনকে বেছে নেওয়া হয়েছে। এখানে রাখা হবে একাকী এবং বদ্ধ এক পরিবেশে। এর অন্যতম কারণ মঙ্গলের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া।
পরিবেশটা আপাতভাবে যতটা কঠিন মনে হচ্ছে, বাস্তবে তা হবে আরও বেশি কঠিন। এই চারজনকে দেওয়া হবে না কোনো যন্ত্র বা সরঞ্জাম। এমনকি পানিও থাকবে খুব কম। এমনটিই জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। কেলি হ্যাস্টন বলেন, তাঁদের জন্য রাখা হয়েছে আরও অজানা কিছু।
এ পরিবেশের নাম দেওয়া হয়েছে ‘মার্স ডিউন আলফা’। এর জন্য ১ হাজার ৭০০ বর্গফুট এলাকা বানানো হয়েছে থ্রিডি আকারে। থাকবে বেডরুম, জিম, খালি জায়গা ও খাদ্য উৎপাদনের জন্য জমি। গত বছর জায়গাটি দেখে গেছেন কেলি। তখনো তাঁকে বেছে নেওয়া হয়নি। কেলি বলেন, এর ভেতরে যখন যাবেন, তখন অদ্ভুত এক অনুভূতি হবে আপনার। মহাকাশে হাঁটার মতো করে এখানে হাঁটতে হবে। লাল মাটি বানানো হয়েছে এখানে।

বাঙালি পাতে এক টুকরা বড় কার্পের পেটি কিংবা মুড়িঘণ্ট না হলে ভোজন যেন অসম্পূর্ণই থেকে যায়। কিন্তু এই সুস্বাদু অভিজ্ঞতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সূক্ষ্ম কাঁটা। কার্প মাছ নিয়ে ভোজনরসিকদের ধৈর্যের পরীক্ষা হয়। এক পরীক্ষায় দেখা গেছে, একটি সাধারণ কার্পে প্রায় ৮০টির বেশি ক্ষুদ্র ও ওয়াই-আকৃতির...
৭ দিন আগে
বিলিয়ন বছর আগে পৃথিবী ছিল উত্তপ্ত ম্যাগমায় ঢাকা এক অনাবাসযোগ্য পাথুরে গ্রহ। আজকের নীল-সবুজ, প্রাণে ভরপুর পৃথিবীতে তার রূপান্তরের ইতিহাস এখনো বিজ্ঞানীদের কাছে পুরোপুরি উন্মোচিত হয়নি। তবে ২০২৫ সালে একের পর এক বৈজ্ঞানিক গবেষণা আমাদের এই গ্রহটির অতীত, গভীরতা ও অদ্ভুত আচরণ সম্পর্কে নতুন জানালা খুলে দিয়েছ
৯ দিন আগে
তিনি বলেন, ‘তারমিম ভালোভাবে বেড়ে উঠছে। এর শারীরবৃত্তীয়, জৈব-রাসায়নিক ও শারীরিক সব সূচকই স্বাভাবিক রয়েছে। প্রত্যাশিতভাবে তারমিমের পেশির বৃদ্ধি তার অ-সম্পাদিত যমজ বোনের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই পার্থক্য আরও বাড়তে পারে বলে আমরা মনে করি।’
১১ দিন আগে
দশকের পর দশক কিংবা শতাব্দীকাল ধরে মানবসভ্যতার নানা অধ্যায়ে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর খুঁজতে বিশ্বজুড়ে এ বছর গবেষকেরা যেন গোয়েন্দার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। প্রত্নতত্ত্ব, জেনেটিক বিজ্ঞান, মাইক্রোবায়োলজি ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ২০২৫ সালে উন্মোচিত হয়েছে বহু ঐতিহাসিক রহস্য।
১৫ দিন আগে