
নেদারল্যান্ডসে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দেশটিতে বয়সের সর্বোচ্চ সীমায় পৌঁছেছিলেন এক নারী। ১১৫ বছর ৭ মাস বেঁচেছিলেন তিনি। তবে পুরুষের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ছিল ১১৪ বছর এক মাস।
গত ৩০ বছরে নেদারল্যান্ডসে মারা যাওয়া ৭৫ হাজার মানুষের মধ্য থেকে সর্বোচ্চ বয়সসীমার ওই তথ্যটি সংগ্রহ করেছিলেন দেশটির টিলবার্গ এবং রটারডামের ইরাসমাস ইউনিভার্সিটির পরিসংখ্যানবিদরা।
গবেষণাটি পরিচালনা করা তিন বিজ্ঞানীর একজন অধ্যাপক জন এইনমাহল। মেডিকেল এক্সপ্রেস নামে একটি জার্নালে তিনি উদ্ধৃতি করেন, ‘মানুষের গড় বয়স বেড়েছে। তবুও সর্বোচ্চ বয়সসীমায় কোনো পরিবর্তন আসেনি।’
গবেষণাটির বিষয়বস্তু আসলে মানুষ কত বছর বাঁচার আশা করে তা নয়, বরং মানুষ সর্বোচ্চ কত বছর বেঁচে থাকতে পারে তা খুঁজে বের করা।
একই বিষয়বস্তু নিয়ে আমেরিকায় পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, তা নেদারল্যান্ডসে পাওয়া তথ্যের সঙ্গে অনেকাংশেই মিলে গেছে।
গত কয়েক দশকের তথ্য পর্যালোচনা করে মার্কিন গবেষকেরা দেখেছেন-দেশটিতে কোনো মানুষের বয়স ১১৫ বছরের সীমা অতিক্রম করতে পারেনি।
তবে এসব পরিসংখ্যান ফরাসি নারী জ্যঁ লুই ক্যালমেন্তে সামনে এসে নিঃসন্দেহে মুখ থুবড়ে পড়বে। কারণ তিনি ১২২ বছর ধরে বেঁচে ছিলেন। বয়সে বিশ্ব রেকর্ডধারী এই নারী ১৮৭৫ সালে জন্মগ্রহণ করে মারা গিয়েছিলেন ১৯৯৭ সালে। তবে পৃথিবীর অজানা সংখ্যক মানুষের বয়সসীমা আমলে নিলে ক্যালমেন্তের রেকর্ড ঠিক থাকবে কি-না তা কেউ জানে না।
নেদারল্যান্ডসের গবেষক এইনমাহল সর্বোচ্চ বয়সসীমা নিয়ে তার গবেষণাপত্রটি আগামী মাসেই অনলাইনে প্রকাশ করবেন। এই গবেষণায় দীর্ঘ জীবনের চাবিকাঠি পাওয়া গেলেও যেতে পারে।

নেদারল্যান্ডসে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দেশটিতে বয়সের সর্বোচ্চ সীমায় পৌঁছেছিলেন এক নারী। ১১৫ বছর ৭ মাস বেঁচেছিলেন তিনি। তবে পুরুষের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ছিল ১১৪ বছর এক মাস।
গত ৩০ বছরে নেদারল্যান্ডসে মারা যাওয়া ৭৫ হাজার মানুষের মধ্য থেকে সর্বোচ্চ বয়সসীমার ওই তথ্যটি সংগ্রহ করেছিলেন দেশটির টিলবার্গ এবং রটারডামের ইরাসমাস ইউনিভার্সিটির পরিসংখ্যানবিদরা।
গবেষণাটি পরিচালনা করা তিন বিজ্ঞানীর একজন অধ্যাপক জন এইনমাহল। মেডিকেল এক্সপ্রেস নামে একটি জার্নালে তিনি উদ্ধৃতি করেন, ‘মানুষের গড় বয়স বেড়েছে। তবুও সর্বোচ্চ বয়সসীমায় কোনো পরিবর্তন আসেনি।’
গবেষণাটির বিষয়বস্তু আসলে মানুষ কত বছর বাঁচার আশা করে তা নয়, বরং মানুষ সর্বোচ্চ কত বছর বেঁচে থাকতে পারে তা খুঁজে বের করা।
একই বিষয়বস্তু নিয়ে আমেরিকায় পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, তা নেদারল্যান্ডসে পাওয়া তথ্যের সঙ্গে অনেকাংশেই মিলে গেছে।
গত কয়েক দশকের তথ্য পর্যালোচনা করে মার্কিন গবেষকেরা দেখেছেন-দেশটিতে কোনো মানুষের বয়স ১১৫ বছরের সীমা অতিক্রম করতে পারেনি।
তবে এসব পরিসংখ্যান ফরাসি নারী জ্যঁ লুই ক্যালমেন্তে সামনে এসে নিঃসন্দেহে মুখ থুবড়ে পড়বে। কারণ তিনি ১২২ বছর ধরে বেঁচে ছিলেন। বয়সে বিশ্ব রেকর্ডধারী এই নারী ১৮৭৫ সালে জন্মগ্রহণ করে মারা গিয়েছিলেন ১৯৯৭ সালে। তবে পৃথিবীর অজানা সংখ্যক মানুষের বয়সসীমা আমলে নিলে ক্যালমেন্তের রেকর্ড ঠিক থাকবে কি-না তা কেউ জানে না।
নেদারল্যান্ডসের গবেষক এইনমাহল সর্বোচ্চ বয়সসীমা নিয়ে তার গবেষণাপত্রটি আগামী মাসেই অনলাইনে প্রকাশ করবেন। এই গবেষণায় দীর্ঘ জীবনের চাবিকাঠি পাওয়া গেলেও যেতে পারে।

সম্প্রতি অটোব্রুয়ারি সিনড্রোমে আক্রান্ত রোগীদের ওপর পরিচালিত এযাবৎকালের সবচেয়ে বড় গবেষণায় নিশ্চিত করা হয়েছে, এই অবস্থার প্রধান হোতা আসলে ব্যাকটেরিয়া। নেচার মাইক্রোবায়োলজি সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত এই গবেষণা প্রতিবেদন রোগীদের অন্ত্রের অণুজীবের অ্যালকোহল বিপাক প্রক্রিয়ায় পরিবর্তন...
২ দিন আগে
বাঙালি পাতে এক টুকরা বড় কার্পের পেটি কিংবা মুড়িঘণ্ট না হলে ভোজন যেন অসম্পূর্ণই থেকে যায়। কিন্তু এই সুস্বাদু অভিজ্ঞতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সূক্ষ্ম কাঁটা। কার্প মাছ নিয়ে ভোজনরসিকদের ধৈর্যের পরীক্ষা হয়। এক পরীক্ষায় দেখা গেছে, একটি সাধারণ কার্পে প্রায় ৮০টির বেশি ক্ষুদ্র ও ওয়াই-আকৃতির...
১১ দিন আগে
বিলিয়ন বছর আগে পৃথিবী ছিল উত্তপ্ত ম্যাগমায় ঢাকা এক অনাবাসযোগ্য পাথুরে গ্রহ। আজকের নীল-সবুজ, প্রাণে ভরপুর পৃথিবীতে তার রূপান্তরের ইতিহাস এখনো বিজ্ঞানীদের কাছে পুরোপুরি উন্মোচিত হয়নি। তবে ২০২৫ সালে একের পর এক বৈজ্ঞানিক গবেষণা আমাদের এই গ্রহটির অতীত, গভীরতা ও অদ্ভুত আচরণ সম্পর্কে নতুন জানালা খুলে দিয়েছ
১৪ দিন আগে
তিনি বলেন, ‘তারমিম ভালোভাবে বেড়ে উঠছে। এর শারীরবৃত্তীয়, জৈব-রাসায়নিক ও শারীরিক সব সূচকই স্বাভাবিক রয়েছে। প্রত্যাশিতভাবে তারমিমের পেশির বৃদ্ধি তার অ-সম্পাদিত যমজ বোনের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই পার্থক্য আরও বাড়তে পারে বলে আমরা মনে করি।’
১৬ দিন আগে