নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্রিটিশ-পাকিস্তানি ঔপনিবেশিক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে বাংলাদেশের ভেতরে-বাইরে কয়েকটি পক্ষ সক্রিয় হয়ে উঠেছে বলে মনে করে যুব বাঙালি। সংগঠনটির নেতারা মনে করছেন, ওই সব পক্ষ যে পরিস্থিতি সৃষ্টি করছে, তা মোকাবিলায় রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা পরিবর্তনের বিকল্প নেই।
আজ শুক্রবার রাজধানীর পরীবাগে কাজী আবদুল লতিফ সাজু স্মৃতি পাঠাগার মিলনায়তনে আয়োজিত ‘অভ্যন্তরীণ পরাধীনতা বিরোধী লড়াই-সংগ্রামে যুব সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, অভ্যন্তরীণ পরাধীনতাবিরোধী লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থান সংঘটিত হয় এবং ঔপনিবেশিক আমলের রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা পরিবর্তনে জাতীয় ঐক্যের বহিঃপ্রকাশ ঘটে। ফলে অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম হাতে নেয়।
তাঁরা বলেন, সংস্কার কার্যক্রম ঠেকিয়ে পুরোনো শাসনব্যবস্থা বহাল রাখতে দেশে-বিদেশে ওই বিভিন্ন পক্ষ সক্রিয় হয়ে উঠেছে। তারা বিশৃঙ্খলা ও নানাভাবে অস্থিরতা সৃষ্টি করছে। আন্দোলনকারী শক্তিসমূহের কারও কারও কার্যক্রম শুধু জাতীয় ঐক্যেই ফাটল ধরাচ্ছে না; বরং ভেতর-বাইরে সক্রিয় পক্ষগুলোকে শক্তি জোগাচ্ছে।
বক্তারা আরও বলেন, জাতীয় ঐক্যকে কাঠামোগত রূপ দিতে এবং অভ্যন্তরীণ পরাধীনতা মুক্ত বাংলাদেশ গড়তে সংস্কারের কোনো বিকল্প নেই। স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তুলতে তরুণ-যুবসমাজকে অতীতের মতোই ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
যুব বাঙালির কেন্দ্রীয় সভাপতি রায়হান তানভীরের সভাপতিত্বে ও সহসাংগঠনিক সম্পাদক মো. আলী পারভেজের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতা শরীফ মোহাম্মদ খান, জাতীয় নাগরিক পার্টির আঞ্চলিক (কুমিল্লা) সমন্বয়ক লুতফর হাসান রুমি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা যোবায়ের হোসেন, বিএলএর কেন্দ্রীয় সংগঠক আয়নুল ইসলাম বিশাল, অ্যাড. এ ইউ জেড প্রিন্স, যুব ফেডারেশনের কেন্দ্রীয় সংগঠক জাশেম আলম, নাট্য নির্মাতা সাকিল সৈকত, বাংলাদেশ ছাত্রলীগের (জেএসডি) সভাপতি তৌফিকুজ্জামান পীরাচা, যুব বাঙালির উপদেষ্টা কামরুজ্জাম অপু, কাজী তানসেন, কেন্দ্রীয় সংগঠক কাজী কাওছার, মো. তোফাজ্জল হোসেন, মশিউর রহমান দীপু, ওয়ালিদ হাসান ভুবন প্রমুখ।

ব্রিটিশ-পাকিস্তানি ঔপনিবেশিক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে বাংলাদেশের ভেতরে-বাইরে কয়েকটি পক্ষ সক্রিয় হয়ে উঠেছে বলে মনে করে যুব বাঙালি। সংগঠনটির নেতারা মনে করছেন, ওই সব পক্ষ যে পরিস্থিতি সৃষ্টি করছে, তা মোকাবিলায় রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা পরিবর্তনের বিকল্প নেই।
আজ শুক্রবার রাজধানীর পরীবাগে কাজী আবদুল লতিফ সাজু স্মৃতি পাঠাগার মিলনায়তনে আয়োজিত ‘অভ্যন্তরীণ পরাধীনতা বিরোধী লড়াই-সংগ্রামে যুব সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, অভ্যন্তরীণ পরাধীনতাবিরোধী লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থান সংঘটিত হয় এবং ঔপনিবেশিক আমলের রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা পরিবর্তনে জাতীয় ঐক্যের বহিঃপ্রকাশ ঘটে। ফলে অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম হাতে নেয়।
তাঁরা বলেন, সংস্কার কার্যক্রম ঠেকিয়ে পুরোনো শাসনব্যবস্থা বহাল রাখতে দেশে-বিদেশে ওই বিভিন্ন পক্ষ সক্রিয় হয়ে উঠেছে। তারা বিশৃঙ্খলা ও নানাভাবে অস্থিরতা সৃষ্টি করছে। আন্দোলনকারী শক্তিসমূহের কারও কারও কার্যক্রম শুধু জাতীয় ঐক্যেই ফাটল ধরাচ্ছে না; বরং ভেতর-বাইরে সক্রিয় পক্ষগুলোকে শক্তি জোগাচ্ছে।
বক্তারা আরও বলেন, জাতীয় ঐক্যকে কাঠামোগত রূপ দিতে এবং অভ্যন্তরীণ পরাধীনতা মুক্ত বাংলাদেশ গড়তে সংস্কারের কোনো বিকল্প নেই। স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা গড়ে তুলতে তরুণ-যুবসমাজকে অতীতের মতোই ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
যুব বাঙালির কেন্দ্রীয় সভাপতি রায়হান তানভীরের সভাপতিত্বে ও সহসাংগঠনিক সম্পাদক মো. আলী পারভেজের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতা শরীফ মোহাম্মদ খান, জাতীয় নাগরিক পার্টির আঞ্চলিক (কুমিল্লা) সমন্বয়ক লুতফর হাসান রুমি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা যোবায়ের হোসেন, বিএলএর কেন্দ্রীয় সংগঠক আয়নুল ইসলাম বিশাল, অ্যাড. এ ইউ জেড প্রিন্স, যুব ফেডারেশনের কেন্দ্রীয় সংগঠক জাশেম আলম, নাট্য নির্মাতা সাকিল সৈকত, বাংলাদেশ ছাত্রলীগের (জেএসডি) সভাপতি তৌফিকুজ্জামান পীরাচা, যুব বাঙালির উপদেষ্টা কামরুজ্জাম অপু, কাজী তানসেন, কেন্দ্রীয় সংগঠক কাজী কাওছার, মো. তোফাজ্জল হোসেন, মশিউর রহমান দীপু, ওয়ালিদ হাসান ভুবন প্রমুখ।

‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
২ ঘণ্টা আগে
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীদের আপিলের শুনানিতে এসে গণমাধ্যমের কাছে এ কথা জানান তিনি।
৭ ঘণ্টা আগে
২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফরের সূচনা করবেন।
৯ ঘণ্টা আগে