নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সকাল থেকে পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ করছে সরকারবিরোধী ছোট রাজনৈতিক দল ও জোটগুলো। কাকরাইল মোড় থেকে পুরানা পল্টন মোড়ে এসব দল ও জোটের সরব উপস্থিতি দেখা গেছে।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে এসব দল ও জোট কাকরাইল মোড়, ডলফিন মোড়, পল্টন পানির ট্যাংকি ও পুরানা পল্টন মোড়ে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা করে। এ সময় দলগুলোর কর্মী ও সমর্থকদের হাতে ছিল নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আর প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিসংবলিত প্ল্যাকার্ড। এসব দাবি তুলে স্লোগানও দিচ্ছিলেন তাঁরা।
দুপুর ১২টার সময় বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে পদযাত্রা বের করে ইত্তেফাক মোড় হয়ে ডলফিন মোড়ের কাছাকাছি এসে পদযাত্রা শেষ করে তারা। এখানে সংক্ষিপ্ত সমাবেশে জোটের নেতার বক্তব্য দেন।
বেলা ২টা ৩০ মিনিটে কাকরাইল মোড়ে অবস্থান নিতে দেখা যায় ১২ দলীয় জোটের নেতা-কর্মী ও সমর্থকদের। তাঁদেরও সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়। তাঁরা পদযাত্রা করে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত যাবেন বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দেশ ও জাতির কল্যাণের জন্য আজ পথে নেমেছি। দাবি হচ্ছে—নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ।’
এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী এই পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। সকালে ঢাকার গাবতলী থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদযাত্রা কর্মসূচি শুরু করেন। বিকেল ৪টার দিকে রায়সাহেব বাজার মোড়ে এই পদযাত্রা কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
সারা দেশের সব জেলা ও মহানগরে একইভাবে এই পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। এতে অংশ নিয়েছেন বিএনপির হাজার হাজার নেতা-কর্মী। তাঁরা সরকারবিরোধী নানা ধরনের স্লোগান দিতে দিতে পোস্টার ফেস্টুন নিয়ে পদযাত্রায় যুক্ত হচ্ছেন। বিএনপির এই পদযাত্রা যাবে এই সড়ক ধরেই। সকাল থেকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৫ থেকে ১০ জন নেতা-কর্মী ছাড়া তেমন কোনো নেতা-কর্মীর দেখা মেলেনি।

নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সকাল থেকে পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ করছে সরকারবিরোধী ছোট রাজনৈতিক দল ও জোটগুলো। কাকরাইল মোড় থেকে পুরানা পল্টন মোড়ে এসব দল ও জোটের সরব উপস্থিতি দেখা গেছে।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে এসব দল ও জোট কাকরাইল মোড়, ডলফিন মোড়, পল্টন পানির ট্যাংকি ও পুরানা পল্টন মোড়ে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা করে। এ সময় দলগুলোর কর্মী ও সমর্থকদের হাতে ছিল নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আর প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিসংবলিত প্ল্যাকার্ড। এসব দাবি তুলে স্লোগানও দিচ্ছিলেন তাঁরা।
দুপুর ১২টার সময় বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে পদযাত্রা বের করে ইত্তেফাক মোড় হয়ে ডলফিন মোড়ের কাছাকাছি এসে পদযাত্রা শেষ করে তারা। এখানে সংক্ষিপ্ত সমাবেশে জোটের নেতার বক্তব্য দেন।
বেলা ২টা ৩০ মিনিটে কাকরাইল মোড়ে অবস্থান নিতে দেখা যায় ১২ দলীয় জোটের নেতা-কর্মী ও সমর্থকদের। তাঁদেরও সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়। তাঁরা পদযাত্রা করে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত যাবেন বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দেশ ও জাতির কল্যাণের জন্য আজ পথে নেমেছি। দাবি হচ্ছে—নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ।’
এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী এই পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। সকালে ঢাকার গাবতলী থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদযাত্রা কর্মসূচি শুরু করেন। বিকেল ৪টার দিকে রায়সাহেব বাজার মোড়ে এই পদযাত্রা কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
সারা দেশের সব জেলা ও মহানগরে একইভাবে এই পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। এতে অংশ নিয়েছেন বিএনপির হাজার হাজার নেতা-কর্মী। তাঁরা সরকারবিরোধী নানা ধরনের স্লোগান দিতে দিতে পোস্টার ফেস্টুন নিয়ে পদযাত্রায় যুক্ত হচ্ছেন। বিএনপির এই পদযাত্রা যাবে এই সড়ক ধরেই। সকাল থেকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৫ থেকে ১০ জন নেতা-কর্মী ছাড়া তেমন কোনো নেতা-কর্মীর দেখা মেলেনি।

জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
৯ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
৯ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
১৩ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কথিত একটি রাজনৈতিক দল, যারা কোনো দিনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল না, তারা সহিংসতা করে নির্বাচন বানচালের জন্য চক্রান্ত করছে। কারণ, তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়। দল (বিএনপি) তাদের চক্রান্তে পা দেবে না।
১৩ ঘণ্টা আগে