Ajker Patrika

সমস্যা–আতঙ্ক তৈরি করে লাভ হবে না: আ.লীগের উদ্দেশে নাহিদ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ২৩: ৪৩
সমস্যা–আতঙ্ক তৈরি করে লাভ হবে না: আ.লীগের উদ্দেশে নাহিদ
শনিবার উত্তরায় মুগ্ধ মঞ্চ পরিদর্শন করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো বিভিন্ন স্থানে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি তাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা করে আতঙ্ক তৈরি করছে। কিন্তু এতে কোনো লাভ হবে না। আওয়ামী লীগ ও ছাত্রলীগকে বিচারের মুখোমুখি করা হবে।’

আজ শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় ‘মুগ্ধ মঞ্চ’ পরিদর্শনকালে নাহিদ এ হুঁশিয়ারি দেন।

নাহিদ ইসলাম বলেন, ‘যারা মুগ্ধ মঞ্চে হামলা ও কালিমা লেপন করেছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নির্দেশনা দিয়েছি। সেই অনুযায়ী কর্তৃপক্ষ তাদের কার্যক্রম শুরু করেছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে।’

এর আগে গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উত্তরার মুগ্ধ মঞ্চে থাকা জুলাই আন্দোলনের শহীদদের ছবি ছিঁড়ে ফেলে, কালি দিয়ে ‘মুগ্ধ মঞ্চ’ নাম মুছে দেয় দুর্বৃত্তরা। সেই সঙ্গে কালি দিয়ে দেয়ালে ‘ইউনূসের ভ্যাটের রেশ জীবনকেই করল শেষ’ লিখে রাখা হয়।

এর প্রতিবাদে উত্তরার সাঙ্গাম মোড়ের মুগ্ধ মঞ্চে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের ‘রাষ্ট্রীয় বীর’ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে শহীদ মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত বলেন, ‘শহীদদের সম্মান রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। তাঁদের সম্মানহানি হয়, এই ধরনের কোনো ঘটনা ঘটলে রাষ্ট্রের উচিত ব্যবস্থা নেওয়া।’

মুগ্ধ মঞ্চে কালি লেপে দেওয়া দুর্বৃত্তদের শিগগিরই আটকের নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা
মুগ্ধ মঞ্চে কালি লেপে দেওয়া দুর্বৃত্তদের শিগগিরই আটকের নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

তিনি বলেন, ‘মুগ্ধ মঞ্চে হামলা ও কালি লেপন ন্যক্কারজনক ঘটনা। এ ঘটনা সাধারণ মানুষের মনের ভেতরে আঘাত করেছে।’

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, যারা মুগ্ধ মঞ্চে হামলা ও কালি লেপন করেছে তাদের ধরতে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত