নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকারের মিডল স্টাম্প উড়িয়ে দিয়ে পতন ঘটানো হবে। আপনাদের (সরকার) গুগলি কিংবা এলবিডব্লু দিয়ে আউট করব না। মিডল স্টাম্প উড়িয়ে দিয়ে পতন ঘটানো হবে।’
আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের সাজার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানববন্ধনটির আয়োজন করে।
সাম্প্রতিক সময়ে ‘গুগলি’ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের কথার যুদ্ধ চলছে। গুগলিতে আওয়ামী লীগকে আউট করার কথা বলেছেন ফখরুল। জবাবে ওবায়দুল কাদের বলেছেন, গুগলিটা যদি ‘নো বল’ হয়, তাহলে তা দিয়ে কোনো কাজ হবে না। এই আলোচনার মাঝেই এবার সরাসরি মিডল স্টাম্প উড়িয়ে দিয়ে আওয়ামী লীগকে বোল্ড আউট করার কথা বললেন রিজভী।
তারেক-জোবাইদার রায় প্রসঙ্গে রিজভী বলেন, ‘শেখ হাসিনার নিয়ন্ত্রিত আদালতের এই রায়ে আমি বিস্মিত নই। কারণ, চাঁদাবাজ কাউকে মসজিদের ইমাম বানালে চাঁদাবাজির কাজই বেশি হবে। তারেক রহমানের রায় তো দ্রুত গতিতে দেওয়া হয়েছে। সেই রায় আগেই লেখা ছিল।’
রিজভী বলেন, ‘শেখ হাসিনা জিয়া পরিবারের বিরুদ্ধে টার্গেট নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি এভাবে তাঁর পায়ের নিচের মাটি সরিয়ে ফেলেছেন। জনগণ কিন্তু এগুলো আর ভালোভাবে নেয় না। আমি এই রায় অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকারের মিডল স্টাম্প উড়িয়ে দিয়ে পতন ঘটানো হবে। আপনাদের (সরকার) গুগলি কিংবা এলবিডব্লু দিয়ে আউট করব না। মিডল স্টাম্প উড়িয়ে দিয়ে পতন ঘটানো হবে।’
আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের সাজার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানববন্ধনটির আয়োজন করে।
সাম্প্রতিক সময়ে ‘গুগলি’ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের কথার যুদ্ধ চলছে। গুগলিতে আওয়ামী লীগকে আউট করার কথা বলেছেন ফখরুল। জবাবে ওবায়দুল কাদের বলেছেন, গুগলিটা যদি ‘নো বল’ হয়, তাহলে তা দিয়ে কোনো কাজ হবে না। এই আলোচনার মাঝেই এবার সরাসরি মিডল স্টাম্প উড়িয়ে দিয়ে আওয়ামী লীগকে বোল্ড আউট করার কথা বললেন রিজভী।
তারেক-জোবাইদার রায় প্রসঙ্গে রিজভী বলেন, ‘শেখ হাসিনার নিয়ন্ত্রিত আদালতের এই রায়ে আমি বিস্মিত নই। কারণ, চাঁদাবাজ কাউকে মসজিদের ইমাম বানালে চাঁদাবাজির কাজই বেশি হবে। তারেক রহমানের রায় তো দ্রুত গতিতে দেওয়া হয়েছে। সেই রায় আগেই লেখা ছিল।’
রিজভী বলেন, ‘শেখ হাসিনা জিয়া পরিবারের বিরুদ্ধে টার্গেট নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি এভাবে তাঁর পায়ের নিচের মাটি সরিয়ে ফেলেছেন। জনগণ কিন্তু এগুলো আর ভালোভাবে নেয় না। আমি এই রায় অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। আজ শুক্রবার সন্ধ্যা থেকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
নিজের বাসভবন থেকে হেঁটে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে তিনি গুলশান কার্যালয়ে পৌঁছান।
২ ঘণ্টা আগে
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ৯ জানুয়ারি সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমকে গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
তিনি বলেছেন, ‘আমরা আশা করছি, তারা (বিদ্রোহী প্রার্থী) প্রার্থিতা প্রত্যাহার করবেন। অনেকে এরই মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের কথা জানিয়েছেন। আমি মনে করি, প্রার্থিতা প্রত্যাহার করার সময়ের মধ্যে এই পরিস্থিতির উন্নতি হয়ে যাবে। নইলে দল তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।’
৪ ঘণ্টা আগে