নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় পার্টিতে (জাপা) নতুন মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে। জাপা চেয়ারম্যান জি এম কাদের মহাসচিব হিসেবে কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে নিয়োগ দিয়েছেন। দলের সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জায়গায় তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হলো।
আজ শনিবার বিকেলে চুন্নু নিজেই আজকের পত্রিকাকে এ খবর জানান। পার্টির পক্ষ থেকে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তিনি বলেন, ‘চেয়ারম্যান সাহেব এখনও আমাকে এই বিষয়ে ফরমালি জানান নাই। চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে মহাসচিবের দায়িত্ব দিয়েছেন।’
নতুন এই নিয়োগের প্রতিক্রিয়ায় তিনি বলেন, জাপার মহাসচিব হওয়াটা আমার জন্য গৌরবের বিষয়। এটা একটা বড় দায়িত্ব। পার্টির চেয়ারম্যান আমার ওপর আস্থা রেখেছেন। এই আস্থার মর্যাদা রক্ষার চেষ্টা করব। নেতা-কর্মীদের চাওয়া পূরণ করার চেষ্টা করব। জাতীয় পার্টিকে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে।
গত ২ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে ফাঁকা হওয়া পদটির জন্য গত কয়েক দিনে অনেক নেতাই দৌড়-ঝাঁপ করেছেন। তাঁদের মধ্যে সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, মশিউর রহমান রাঙ্গাসহ আরও অনেকের নাম শোনা গেছে। এই পদের জন্য জাপার অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দিতে চান জি এম কাদের-এমনটাও শোনা গেছে জোরেশোরে। এই নিয়ে পদ প্রত্যাশীদের অন্যদের সঙ্গে মন কষাকষিও হয় চেয়ারম্যানের। এসব নানা নাটকীয়তার পরে মহাসচিব নিয়োগ দেওয়া হলো জাপায়।

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় পার্টিতে (জাপা) নতুন মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে। জাপা চেয়ারম্যান জি এম কাদের মহাসচিব হিসেবে কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে নিয়োগ দিয়েছেন। দলের সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জায়গায় তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হলো।
আজ শনিবার বিকেলে চুন্নু নিজেই আজকের পত্রিকাকে এ খবর জানান। পার্টির পক্ষ থেকে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তিনি বলেন, ‘চেয়ারম্যান সাহেব এখনও আমাকে এই বিষয়ে ফরমালি জানান নাই। চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে মহাসচিবের দায়িত্ব দিয়েছেন।’
নতুন এই নিয়োগের প্রতিক্রিয়ায় তিনি বলেন, জাপার মহাসচিব হওয়াটা আমার জন্য গৌরবের বিষয়। এটা একটা বড় দায়িত্ব। পার্টির চেয়ারম্যান আমার ওপর আস্থা রেখেছেন। এই আস্থার মর্যাদা রক্ষার চেষ্টা করব। নেতা-কর্মীদের চাওয়া পূরণ করার চেষ্টা করব। জাতীয় পার্টিকে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে।
গত ২ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে ফাঁকা হওয়া পদটির জন্য গত কয়েক দিনে অনেক নেতাই দৌড়-ঝাঁপ করেছেন। তাঁদের মধ্যে সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, মশিউর রহমান রাঙ্গাসহ আরও অনেকের নাম শোনা গেছে। এই পদের জন্য জাপার অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দিতে চান জি এম কাদের-এমনটাও শোনা গেছে জোরেশোরে। এই নিয়ে পদ প্রত্যাশীদের অন্যদের সঙ্গে মন কষাকষিও হয় চেয়ারম্যানের। এসব নানা নাটকীয়তার পরে মহাসচিব নিয়োগ দেওয়া হলো জাপায়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
৩ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
৫ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
৫ ঘণ্টা আগে
দলের ঘোষিত আটটি অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতির কাঠামো কূটনৈতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের জানিয়েছে বিএনপি। দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও মসজিদ-মাদ্রাসাভিত্তিক ধর্মীয় নেতাদের জনকল্যাণমুখী কর্মকাণ্ড কীভাবে এগিয়ে নেবে, তা
৬ ঘণ্টা আগে