নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিত্রা পরিবহন লিমিটেড নামক একটি বাস কোম্পানির অংশীদারিত্ব ও রুট পারমিট আদায়ের অভিযোগের প্রেক্ষিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল তাদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম দাউদের সকল সাংগঠনিক পদ স্থগিত করেছে। একই সঙ্গে ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ মে) সংগঠনের সভাপতি ছায়েদুল হক নিশান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, অভিযোগ তদন্তে কেন্দ্রীয় সদস্য ফিরোজ আহমদকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন— ফাহিম আহমদ চৌধুরী (সাধারণ সম্পাদক), এ্যানি চৌধুরী, রুহুল আমীন এবং সাংবাদিক আয়েন উদ্দিন। তদন্ত কমিটি আগামী ১৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় কমিটি বরাবর জমা দেবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম দাউদের সকল সাংগঠনিক পদ স্থগিত করা হলো। কেন্দ্রীয় কমিটির পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
অভিযোগের বিষয়ে মহিদুল ইসলাম দাউদের প্রাথমিক বক্তব্য উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, অভিযোগের প্রেক্ষিতে মহিদুল ইসলাম দাউদ সংগঠনকে অবহিত করেছেন যে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য নয় এবং উক্ত প্রক্রিয়ার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এই বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি পত্রিকায় প্রতিবাদলিপি পাঠাবেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানানো হয়েছে। তবে অধিকতর অনুসন্ধানের জন্য সংগঠন নিজস্ব সাংগঠনিক প্রক্রিয়ায় তদন্ত চালিয়ে যাবে বলে সংগঠনের দুই শীর্ষ নেতা জানিয়েছেন।

চিত্রা পরিবহন লিমিটেড নামক একটি বাস কোম্পানির অংশীদারিত্ব ও রুট পারমিট আদায়ের অভিযোগের প্রেক্ষিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল তাদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম দাউদের সকল সাংগঠনিক পদ স্থগিত করেছে। একই সঙ্গে ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ মে) সংগঠনের সভাপতি ছায়েদুল হক নিশান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, অভিযোগ তদন্তে কেন্দ্রীয় সদস্য ফিরোজ আহমদকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন— ফাহিম আহমদ চৌধুরী (সাধারণ সম্পাদক), এ্যানি চৌধুরী, রুহুল আমীন এবং সাংবাদিক আয়েন উদ্দিন। তদন্ত কমিটি আগামী ১৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় কমিটি বরাবর জমা দেবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম দাউদের সকল সাংগঠনিক পদ স্থগিত করা হলো। কেন্দ্রীয় কমিটির পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
অভিযোগের বিষয়ে মহিদুল ইসলাম দাউদের প্রাথমিক বক্তব্য উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, অভিযোগের প্রেক্ষিতে মহিদুল ইসলাম দাউদ সংগঠনকে অবহিত করেছেন যে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য নয় এবং উক্ত প্রক্রিয়ার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এই বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি পত্রিকায় প্রতিবাদলিপি পাঠাবেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানানো হয়েছে। তবে অধিকতর অনুসন্ধানের জন্য সংগঠন নিজস্ব সাংগঠনিক প্রক্রিয়ায় তদন্ত চালিয়ে যাবে বলে সংগঠনের দুই শীর্ষ নেতা জানিয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
১০ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
১০ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
১৪ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কথিত একটি রাজনৈতিক দল, যারা কোনো দিনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল না, তারা সহিংসতা করে নির্বাচন বানচালের জন্য চক্রান্ত করছে। কারণ, তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়। দল (বিএনপি) তাদের চক্রান্তে পা দেবে না।
১৪ ঘণ্টা আগে