
জুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই সমাজবিজ্ঞানী ও অপরাধবিজ্ঞানী বলেন, ‘জুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে। আওয়ামী লীগের প্রায় ৯৫ শতাংশ সাধারণ সমর্থক এই আন্দোলনে সমর্থন দেন।’
আজ বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান, অন্তর্ভূক্তি এবং ন্যায়বিচার: জনপরিসরে গণতন্ত্র’ শীর্ষক সমসাময়িক বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের বিশেষ সেমিনারে তিনি এসব কথা বলেন।
বিশিষ্ট তাত্ত্বিক ও উন্নয়ন মডেল প্রণেতা ড. খুরশিদ আলম আরও বলেন, ‘শুধু আওয়ামী লীগ বিরোধীরা এই আন্দোলনকে সফল করেছে তা নয়, এটি সাধারণ আওয়ামী লীগ সমর্থকদের অংশগ্রহণে গণ-আন্দোলনে রূপ নেয়। তাই বর্তমানে সাধারণ মানুষকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই।’
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
সমাজবিজ্ঞানের শিক্ষক লুৎফা আরও বলেন, ‘এটা বিপ্লবী সরকার না। ছাত্র-জনতা বিপ্লব করেনি, অভ্যুত্থান করেছে। তবে জনগণের আশা-আকাঙ্খার বাস্তবায়ন জরুরি। আওয়ামী লীগ সরকারের মতো আচরণ করা যাবে না। বর্তমানে একজন উপদেষ্টা আগের একজন আওয়ামী মন্ত্রীর মতো আচরণ করছেন। এক্ষেত্রেও সাবধান হতে হবে। সরকারের পরিষদের বেশিরভাগ এনজিও সম্পৃক্ত।’ এ ছাড়া এখনো আর্মড ফোর্সেস মেজর প্লেয়ার বলেও তিনি মন্তব্য করেন।
সেমিনারে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান ও মানবিক বিভাগের অধ্যাপক ড. বখতিয়ার আহমেদ বলেন, ‘আন্দোলন যখন তুঙ্গে তখন সাধারণ আওয়ামী লীগের সমর্থকেরাও অনলাইনে বা মাঠে নেমে একাত্মতা পোষণ করেছেন। এই আন্দোলনে বাবা ও ছেলে দুজন দুই পক্ষে থাকতে দেখা গেছে। নীতির প্রশ্নে কতটা আপোষহীন থাকা যায়, তা দেখিয়েছে তরুণ সমাজ।’

তিনি সার্বিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘ঐক্য লাগবে কেন বলা হচ্ছে? কারণ এখন ঐক্য নাই। সবাইকে এগিয়ে আসতে হবে।’
অধ্যাপক বখতিয়ারের মতে, বিগত সরকারের সময় ছাত্র ও শিক্ষকদের আন্দোলনকে সম্মান দেখানো বা সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নজির নেই। ১৯৯০ সাল পর্যন্ত আমরা বিকল্প আদর্শ হিসেবে সামাজতান্ত্রিক ন্যায়প্রতিষ্ঠার আদর্শে উদ্বুদ্ধ ছিলাম। এখন আর কোনো বিকল্প আদর্শ নেই। বর্তমান সমাজ বিকল্পহীন কল্পনার সমাজে পরিণত হয়েছে।
দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক-ছাত্ররা হাইব্রিড উপায়ে এই বিশেষ সেমিনারে অংশ নেন।
ড. খুরশিদ আলম গত ৩৬ বছর ধরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন, যেমন: বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউনিসেফ, জিআইজেড, সিডা, ডেনিডা, ইউএসএইড, কেয়ার, বিআইডিএস ইত্যাদি। এসব প্রতিষ্ঠানে তাঁর কাজের ক্ষেত্রগুলো ছিল দারিদ্র্য বিমোচন, কমিউনিটি-ভিত্তিক গ্রামীণ উন্নয়ন কর্মসূচি, লিঙ্গ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়ন কর্মসূচি।
তিনি অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক ব্যবস্থা, সমাজবিজ্ঞান এবং অপরাধবিজ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কয়েকটি তত্ত্ব এবং ধারণা উন্নয়নের চেষ্টা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দারিদ্র্য বিমোচনের জন্য নতুন তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, সরকার ব্যবস্থার একটি নতুন শ্রেণিবিন্যাস ও গণতন্ত্রে জনগণের ক্ষমতা ইত্যাদি।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এই প্রথমবার ঢাকার বাইরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসেছেন হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরাণের (রহ.) পূণ্যভূমি সিলেটে। বিএনপির নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিকতারও শুরু এই সফরের মধ্য দিয়েই।
৪৩ মিনিট আগে
জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে দেওয়া হয়েছে প্রার্থী। কিন্তু এরপরও সাতটি আসনে প্রার্থী হিসেবে রয়ে গেছেন জামায়াতসহ জোটের...
৭ ঘণ্টা আগে
মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি গলি। শীতের দুপুরের হালকা রোদ। গলির এক পাশে ডাব বিক্রির একটি ভ্যান। ক্রেতা খুব একটা নেই। নরম রোদে শীত পোহাচ্ছিলেন ডাবওয়ালা ও তাঁর বন্ধু। এই প্রতিবেদক এগিয়ে গেলেও নির্বাচন নিয়ে কথা বলতে প্রথমে তাঁরা খুব একটা ইচ্ছুক ছিলেন না। খানিক কুশল বিনিময়ে বরফ গলে।
৭ ঘণ্টা আগে
সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও সেখানে নফল নামাজ পড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৯টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে সেখানে যান। পরে তিনি ৯টা ৪০ মিনিটের দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা করেন।
৯ ঘণ্টা আগে