নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দালিলিক প্রমাণের ওপর ভিত্তি করেই যুক্তরাজ্যের দুর্নীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন।
আজ রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক লিখিত বক্তব্যে সাংবাদিকদের এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। এ সময় আসামিদের আদালতে হাজির হয়ে অভিযোগ মোকাবিলা করার পরামর্শও দেন তিনি।
গত ১২,১৩ ও ১৪ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের ছয়টি আলাদা মামলা করা হয়। পরে গত ১০ মার্চ এসব মামলার অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। ব্রিটিশ সংসদ সদস্য হিসেবে প্লট বরাদ্দে প্রভাবিত করার দুই মামলার অভিযোগপত্রে টিপলিপকে আসামি করা হয়।
এর আগে গত ২৭ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে সিদ্ধান্ত নেয় দুদক।
দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, ‘দুদকের দায়েরকৃত মামলায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মিস টিউলিপ সিদ্দিক স্কাই নিউজকে বলেছেন-দুর্নীতি দমন কমিশন তাঁর সাথে যোগাযোগ করেনি। অনুগ্রহ করে লক্ষ্য করুন-দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।’
দালিলিক প্রমাণের ওপর ভিত্তি করেই তাঁর নামে আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘আদালতে হাজির হয়ে তারা যেন অভিযোগের মোকাবিলা করেন। আদালতেই তা নির্ধারিত হবে। তা না হলে আদালতে তার অনুপস্থিতি “অপরাধমূলক পলায়ন” বলে বিবেচিত হবে।’
শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের দেশে আনার প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, ‘কেবল শেখ হাসিনা নন, দুর্নীতির প্রশ্নে যে কোনো সাধারণ নাগরিকের বেলাতেও দুর্নীতি দমন কমিশনে একই প্রমিত প্রক্রিয়া অবলম্বন করে থাকে।’
টিউলিপ সিদ্দিকের বিষয়ে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, ‘যেহেতু টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতি বিদেশি সংবাদমাধ্যমের আগ্রহ রয়েছে এবং আপনাদের কেউ কেউ সে সব গণমাধ্যমের লোকাল করেসপনডেন্ট, আমি খুব সংক্ষেপে একটি ইংরেজি বিবৃতিও তুলে ধরছি।’ পরে তিনি একটি ইংরেজি একটি বিবৃতি উপস্থাপন করেন।
এ সময় দুদক চেয়ারম্যানের সঙ্গে কমিশনের দুই কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার (অনুসন্ধান) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্সান ফরিদ, মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা ছাড়াও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীকে আসামি করা হয়েছে।
গত ১৩ জানুয়ারি পদত্যাগ করেন ব্রিটেনের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ব্রিটিশ এই সংসদ সদস্য লন্ডনে ফ্ল্যাট নিয়ে এবং বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম নিয়ে ছিলেন আলোচনায়।

পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দালিলিক প্রমাণের ওপর ভিত্তি করেই যুক্তরাজ্যের দুর্নীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন।
আজ রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক লিখিত বক্তব্যে সাংবাদিকদের এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। এ সময় আসামিদের আদালতে হাজির হয়ে অভিযোগ মোকাবিলা করার পরামর্শও দেন তিনি।
গত ১২,১৩ ও ১৪ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের ছয়টি আলাদা মামলা করা হয়। পরে গত ১০ মার্চ এসব মামলার অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। ব্রিটিশ সংসদ সদস্য হিসেবে প্লট বরাদ্দে প্রভাবিত করার দুই মামলার অভিযোগপত্রে টিপলিপকে আসামি করা হয়।
এর আগে গত ২৭ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে সিদ্ধান্ত নেয় দুদক।
দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, ‘দুদকের দায়েরকৃত মামলায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মিস টিউলিপ সিদ্দিক স্কাই নিউজকে বলেছেন-দুর্নীতি দমন কমিশন তাঁর সাথে যোগাযোগ করেনি। অনুগ্রহ করে লক্ষ্য করুন-দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।’
দালিলিক প্রমাণের ওপর ভিত্তি করেই তাঁর নামে আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘আদালতে হাজির হয়ে তারা যেন অভিযোগের মোকাবিলা করেন। আদালতেই তা নির্ধারিত হবে। তা না হলে আদালতে তার অনুপস্থিতি “অপরাধমূলক পলায়ন” বলে বিবেচিত হবে।’
শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের দেশে আনার প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, ‘কেবল শেখ হাসিনা নন, দুর্নীতির প্রশ্নে যে কোনো সাধারণ নাগরিকের বেলাতেও দুর্নীতি দমন কমিশনে একই প্রমিত প্রক্রিয়া অবলম্বন করে থাকে।’
টিউলিপ সিদ্দিকের বিষয়ে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, ‘যেহেতু টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতি বিদেশি সংবাদমাধ্যমের আগ্রহ রয়েছে এবং আপনাদের কেউ কেউ সে সব গণমাধ্যমের লোকাল করেসপনডেন্ট, আমি খুব সংক্ষেপে একটি ইংরেজি বিবৃতিও তুলে ধরছি।’ পরে তিনি একটি ইংরেজি একটি বিবৃতি উপস্থাপন করেন।
এ সময় দুদক চেয়ারম্যানের সঙ্গে কমিশনের দুই কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার (অনুসন্ধান) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্সান ফরিদ, মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা ছাড়াও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীকে আসামি করা হয়েছে।
গত ১৩ জানুয়ারি পদত্যাগ করেন ব্রিটেনের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ব্রিটিশ এই সংসদ সদস্য লন্ডনে ফ্ল্যাট নিয়ে এবং বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম নিয়ে ছিলেন আলোচনায়।

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১৬ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১৭ ঘণ্টা আগে