নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একুশে আগস্টের গ্রেনেড হামলাটি ‘সাজানো নাটক’ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগই সেই নাটকের সুবিধাভোগী বলে অভিযোগ তাঁর।
আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপি আয়োজিত ‘একুশে আগস্টের চক্রান্তমূলক গ্রেনেড হামলা’ শীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘একুশে আগস্ট ছিল সম্পূর্ণভাবে একটা সাজানো নাটক। এই সাজানো নাটকের ফলে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় বসে আছে। ওই ঘটনার বেনিফিশিয়ারি হচ্ছে আওয়ামী লীগ। সে কারণেই তারা আজকে এ ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করতে চায়।’
বিএনপি মহাসচিবের মতে, জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের একটি সোপান ছিল একুশে আগস্ট। বাংলাদেশকে গণতন্ত্রহীন করার সুদূরপ্রসারী একটা চক্রান্ত ছিল এটা। একুশে আগস্ট এবং এক এগারো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এক এগারো ঘটানোর প্রাথমিক চক্রান্ত ছিল একুশে আগস্ট। বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্তে একুশে আগস্ট সংঘটিত হয়েছিল।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সংবিধান লঙ্ঘন করেছে, গণতন্ত্র লুট করেছে, ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে। বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে। তারা বেশি দিন ক্ষমতায় থাকলে এই জাতির অস্তিত্ব রক্ষা করা কঠিন হবে। এ অবস্থায় তাদের প্রতিহত করতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বে সেই গণ ঐক্য গড়ে উঠবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। আলোচনায় অন্যদের মধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

একুশে আগস্টের গ্রেনেড হামলাটি ‘সাজানো নাটক’ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগই সেই নাটকের সুবিধাভোগী বলে অভিযোগ তাঁর।
আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপি আয়োজিত ‘একুশে আগস্টের চক্রান্তমূলক গ্রেনেড হামলা’ শীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘একুশে আগস্ট ছিল সম্পূর্ণভাবে একটা সাজানো নাটক। এই সাজানো নাটকের ফলে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় বসে আছে। ওই ঘটনার বেনিফিশিয়ারি হচ্ছে আওয়ামী লীগ। সে কারণেই তারা আজকে এ ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করতে চায়।’
বিএনপি মহাসচিবের মতে, জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের একটি সোপান ছিল একুশে আগস্ট। বাংলাদেশকে গণতন্ত্রহীন করার সুদূরপ্রসারী একটা চক্রান্ত ছিল এটা। একুশে আগস্ট এবং এক এগারো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এক এগারো ঘটানোর প্রাথমিক চক্রান্ত ছিল একুশে আগস্ট। বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্তে একুশে আগস্ট সংঘটিত হয়েছিল।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সংবিধান লঙ্ঘন করেছে, গণতন্ত্র লুট করেছে, ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে। বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে। তারা বেশি দিন ক্ষমতায় থাকলে এই জাতির অস্তিত্ব রক্ষা করা কঠিন হবে। এ অবস্থায় তাদের প্রতিহত করতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বে সেই গণ ঐক্য গড়ে উঠবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। আলোচনায় অন্যদের মধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।
২৩ মিনিট আগে
ভারতের কূটনৈতিকদের সঙ্গে জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ মর্মে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।
১ ঘণ্টা আগে
মা খালেদা জিয়ার প্রতি দেশবাসীর গভীর মমত্ববোধ আপ্লুত করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে এই অনুভূতির কথা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক...
১ ঘণ্টা আগে
আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই; প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে। গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন, তা আমাদের হৃদয় স্পর্শ করেছে।
২ ঘণ্টা আগে