কক্সবাজার প্রতিনিধি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তাঁরা দেশে এবং বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। তারা উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।
আজ সোমবার বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। এই ষড়যন্ত্র মোকাবিলায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে সালাহউদ্দিন বলেন, ‘বিএনপি দেশে যত শীঘ্রই সম্ভব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক ও গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে গণতন্ত্রের ঠিকানা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তাই বাংলাদেশে যাতে আর ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয়, তার জন্য বিএনপিসহ সকল জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকতে হবে। এ জন্য দেশে গণতান্ত্রিক চর্চাকে আরো এগিয়ে নিতে হবে।’
পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে সালাহউদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের করব জিয়ারত করেন এবং ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল রোববার তিনদিনের সফরে নিজবাড়ি পেকুয়ায় আসেন। তিনি কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তাঁরা দেশে এবং বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। তারা উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।
আজ সোমবার বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। এই ষড়যন্ত্র মোকাবিলায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে সালাহউদ্দিন বলেন, ‘বিএনপি দেশে যত শীঘ্রই সম্ভব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক ও গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে গণতন্ত্রের ঠিকানা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তাই বাংলাদেশে যাতে আর ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয়, তার জন্য বিএনপিসহ সকল জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকতে হবে। এ জন্য দেশে গণতান্ত্রিক চর্চাকে আরো এগিয়ে নিতে হবে।’
পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে সালাহউদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের করব জিয়ারত করেন এবং ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল রোববার তিনদিনের সফরে নিজবাড়ি পেকুয়ায় আসেন। তিনি কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য।
নির্বাচনের সময় নিয়ে অন্তর্বর্তী সরকার, বিএনপি ও অন্য দলগুলোর মধ্যে সৃষ্ট মতভিন্নতায় সংকটময় সময় পার করছে দেশ। এমন পরিস্থিতিতে আজ লন্ডনে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবকিছুকে ছাপিয়ে এই মুহূর্তে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু
৭ ঘণ্টা আগেরাজনীতির পালে নির্বাচনের হাওয়া বইছে। মতভিন্নতা শুধু সময় নিয়ে। বিএনপি ও সমমনা দলগুলোর সঙ্গে সরকারের মতৈক্য হলেই শুরু হবে ভোটের প্রস্তুতি। এ অবস্থায় নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের শর্ত পূরণে তৎপর হয়ে উঠেছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই সঙ্গে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও জনস
৭ ঘণ্টা আগেঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে দুজন নিহত ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় কালীগঞ্জ উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ও সদস্য আশরাফ হোসেন মুহুরিকে দলীয় সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
১২ ঘণ্টা আগেভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে যাত্রীবাহী বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় তিনি বলেন, ‘বিভিন্ন দেশের ২৪২ জন আরোহী নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করা একটি বিমান ভারতের আকাশে...
১৩ ঘণ্টা আগে