ঢাবি প্রতিনিধি

‘লোডশেডিংয়ে সমাধান হবে না। ইতিমধ্যে জনগণ বলতে শুরু করেছে বিদ্যুৎ যেভাবে আমাদের ঘর থেকে চলে গেছে তেমনি এই কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী সরকার ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য হবে।’ আজ বৃহস্পতিবার প্রেসক্লাবে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত এ সমাবেশে এ কথা বলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ।
বজলুর রশিদ ফিরোজ আরও বলেন, ‘বর্তমান সরকার সবদিক থেকে জনগণের যে স্বপ্ন, আকাঙ্ক্ষা তার বিপরীতে দাঁড়িয়ে দেশ পরিচালনা করছে। মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, শোষণমুক্তির যে কথা, ন্যায়বিচার প্রতিষ্ঠার যে কথা সেই কথার বিপরীতে চলছে ৫১ বছর! সে কারণে বলতে চাই এই দুর্নীতি, লুণ্ঠন এবং জ্বালানি খাতে যে দুর্নীতি চলছে তা থেকে মুক্তি পেতে হলে এই দুর্নীতিবাজ সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে। স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটানোর আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান এ নেতা।
কমরেড জুলফিকার আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম আকাশ, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, গণমুক্তি আন্দোলনের নেতা মাসুদ খান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বর্তমান সরকারের নীতিকে ভুলনীতি উল্লেখ করে ভুলনীতি ও দুর্নীতির জন্য দায়ীদের শাস্তির আওতায় এনে গ্যাস অনুসন্ধানসহ স্বনির্ভর পরিবেশবান্ধব জ্বালানি নীতি প্রণয়ন করে নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার জন্য সরকারের কাছে আহ্বান জানান।
অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) যতটুকু অর্জন করেছিলেন ততটুকু আপনি খোয়াবেন। আপনি আবারও সাম্রাজ্যবাদের কূপের মধ্যে পরতে যাচ্ছেন। এ সতর্কবার্তা আপনাকে দিচ্ছি! যদি সতর্ক না হউন, এ নীতি পরিবর্তন না করেন, দুর্নীতি-ভুলনীতি থেকে বেরিয়ে না আসেন এবং বিদ্যুৎ খাতের ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল না করেন তাহলে অতীতে যেমন ভুল পরামর্শে, ভুল স্লোগান দিয়ে এলএনজি এনেছেন ও অন্যান্য খাতে যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি না দেন এবং সাত শতাংশ কর দিয়ে পাচার করা টাকাকে বৈধ করার অবৈধ নীতি যদি পরিত্যাগ না করেন তাহলে আপনার কপালে দুঃখ আছে! দেশের মানুষ এখন প্রস্তুত। তারা অনেক কিছু জানে এবং বোঝে, খবরের কাগজগুলো আমাদের সহায়তা করছে; বুদ্ধিজীবীদের মধ্যে যারা কম কথা বলত তারাও এখন সচেতন হয়েছে।’
এম এম আকাশ আরও বলেন, ‘আমরা জানি বাইরের সংকটের কারণে দেশে কিছু সংকট হচ্ছে কিন্তু ভেতরে সংকটই আমাদের প্রধান সংকট। ভেতরেরটা ঠিক করলে বাইরের সংকট সহজে মোকাবিলা করতে পারব।’

‘লোডশেডিংয়ে সমাধান হবে না। ইতিমধ্যে জনগণ বলতে শুরু করেছে বিদ্যুৎ যেভাবে আমাদের ঘর থেকে চলে গেছে তেমনি এই কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী সরকার ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য হবে।’ আজ বৃহস্পতিবার প্রেসক্লাবে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত এ সমাবেশে এ কথা বলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ।
বজলুর রশিদ ফিরোজ আরও বলেন, ‘বর্তমান সরকার সবদিক থেকে জনগণের যে স্বপ্ন, আকাঙ্ক্ষা তার বিপরীতে দাঁড়িয়ে দেশ পরিচালনা করছে। মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, শোষণমুক্তির যে কথা, ন্যায়বিচার প্রতিষ্ঠার যে কথা সেই কথার বিপরীতে চলছে ৫১ বছর! সে কারণে বলতে চাই এই দুর্নীতি, লুণ্ঠন এবং জ্বালানি খাতে যে দুর্নীতি চলছে তা থেকে মুক্তি পেতে হলে এই দুর্নীতিবাজ সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে। স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটানোর আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান এ নেতা।
কমরেড জুলফিকার আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম আকাশ, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, গণমুক্তি আন্দোলনের নেতা মাসুদ খান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বর্তমান সরকারের নীতিকে ভুলনীতি উল্লেখ করে ভুলনীতি ও দুর্নীতির জন্য দায়ীদের শাস্তির আওতায় এনে গ্যাস অনুসন্ধানসহ স্বনির্ভর পরিবেশবান্ধব জ্বালানি নীতি প্রণয়ন করে নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার জন্য সরকারের কাছে আহ্বান জানান।
অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) যতটুকু অর্জন করেছিলেন ততটুকু আপনি খোয়াবেন। আপনি আবারও সাম্রাজ্যবাদের কূপের মধ্যে পরতে যাচ্ছেন। এ সতর্কবার্তা আপনাকে দিচ্ছি! যদি সতর্ক না হউন, এ নীতি পরিবর্তন না করেন, দুর্নীতি-ভুলনীতি থেকে বেরিয়ে না আসেন এবং বিদ্যুৎ খাতের ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল না করেন তাহলে অতীতে যেমন ভুল পরামর্শে, ভুল স্লোগান দিয়ে এলএনজি এনেছেন ও অন্যান্য খাতে যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি না দেন এবং সাত শতাংশ কর দিয়ে পাচার করা টাকাকে বৈধ করার অবৈধ নীতি যদি পরিত্যাগ না করেন তাহলে আপনার কপালে দুঃখ আছে! দেশের মানুষ এখন প্রস্তুত। তারা অনেক কিছু জানে এবং বোঝে, খবরের কাগজগুলো আমাদের সহায়তা করছে; বুদ্ধিজীবীদের মধ্যে যারা কম কথা বলত তারাও এখন সচেতন হয়েছে।’
এম এম আকাশ আরও বলেন, ‘আমরা জানি বাইরের সংকটের কারণে দেশে কিছু সংকট হচ্ছে কিন্তু ভেতরে সংকটই আমাদের প্রধান সংকট। ভেতরেরটা ঠিক করলে বাইরের সংকট সহজে মোকাবিলা করতে পারব।’

রাজনীতিবিদেরা যদি জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়, তবে দেশের গণতান্ত্রিক উত্তরণ কখনোই সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংলাপে এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
কমিটিতে সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পিসহ ২৮ জন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, সহসভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক পদে রয়েছেন তারেক আজাদ।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
১৫ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
১৬ ঘণ্টা আগে