নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনা মোকাবিলায় সরকারের লকডাউন-শাটডাউন তামাশায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের অযোগ্যতা এবং জবাবদিহি না থাকায় এ উদ্যোগ অকার্যকর হয়েছে বলে অভিযোগ তাঁর।
আজ রোববার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। করোনা মোকাবিলায় অন্য দেশগুলোর নেওয়া উদ্যোগের উদাহরণ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, অন্য দেশগুলো করোনা মোকাবিলায় প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু এই সরকার সেটা না করে কোথা থেকে টাকা আয় করা যাবে, সেই চিন্তায় ব্যস্ত। এটা করে মানুষকে চরম বিপদের মুখে ফেলে দিয়েছে।
বিএনপি নিয়ে নানা ধরনের সমালোচনার জবাব দিতে গিয়ে ফখরুল বলেন, বিএনপিতে কোনো সমস্যা নেই। বিএনপি একটা ফ্যাক্টর। তারেক রহমান একটা বড় ফ্যাক্টর। যেকারণে তারেক রহমানকে নিয়ে এত সমালোচনা, বিএনপিকে নিয়ে এত সমালোচনা।
আগের চেয়ে বিএনপি এখন বেশি ঐক্যবদ্ধ জানিয়ে তিনি জোর দিয়ে বলেন, ‘আপনারা নিশ্চিত থাকতে পারেন। অদূর ভবিষ্যতে বিএনপি এই ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দেবে।’
সংবাদ সম্মেলনে ‘বিএনপির ভবিষ্যৎ কুয়াশাচ্ছন্ন’-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের সমালোচনাও করেন ফখরুল। বিএনপির নয়, আওয়ামী লীগের ভবিষ্যৎই এখন ঘোরতর অমানিশার অন্ধকারে নিমজ্জিত বলে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘বিএনপির ভবিষ্যৎ নিয়ে উনারা এত উদ্বিগ্ন এই কারণে যে, বিএনপি দেশের একমাত্র রাজনৈতিক দল, যারা এই দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিনিধিত্ব করে। এই ভয়াবহ দানব সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে।’
কবি নির্মলেন্দু গুণের কবিতার উল্লেখ করে আওয়ামী লীগের উদ্দেশে ফখরুল বলেন, ‘কোন দিকে পালাবে তুমি। আওয়ামী লীগের অবস্থাটা এখন এ রকম হয়ে গেছে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। মানুষ যেদিন জেগে উঠবে, সেদিন আওয়ামী লীগ পালাবার কোনো পথ খুঁজে পাবে না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শি (খালেদা জিয়া) ইজ বেটার। উনি এখন বেটার। প্রতিদিন তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক দলের দুজন চিকিৎসক প্রত্যেক দিন তাঁকে দেখছেন। সপ্তাহে এক দিন পুরো চিকিৎসক দল তাঁকে দেখতে যাচ্ছেন।’
খালেদা জিয়াকে দেশের পাঠানোর জন্য সব ধরনের চেষ্টা চলছে জানিয়ে বলেন, এই বিষয়ে প্রক্রিয়া চলমান রয়েছে। কোনো অগ্রগতি হলেই জানিয়ে দেওয়া হবে।

ঢাকা: করোনা মোকাবিলায় সরকারের লকডাউন-শাটডাউন তামাশায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের অযোগ্যতা এবং জবাবদিহি না থাকায় এ উদ্যোগ অকার্যকর হয়েছে বলে অভিযোগ তাঁর।
আজ রোববার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। করোনা মোকাবিলায় অন্য দেশগুলোর নেওয়া উদ্যোগের উদাহরণ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, অন্য দেশগুলো করোনা মোকাবিলায় প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু এই সরকার সেটা না করে কোথা থেকে টাকা আয় করা যাবে, সেই চিন্তায় ব্যস্ত। এটা করে মানুষকে চরম বিপদের মুখে ফেলে দিয়েছে।
বিএনপি নিয়ে নানা ধরনের সমালোচনার জবাব দিতে গিয়ে ফখরুল বলেন, বিএনপিতে কোনো সমস্যা নেই। বিএনপি একটা ফ্যাক্টর। তারেক রহমান একটা বড় ফ্যাক্টর। যেকারণে তারেক রহমানকে নিয়ে এত সমালোচনা, বিএনপিকে নিয়ে এত সমালোচনা।
আগের চেয়ে বিএনপি এখন বেশি ঐক্যবদ্ধ জানিয়ে তিনি জোর দিয়ে বলেন, ‘আপনারা নিশ্চিত থাকতে পারেন। অদূর ভবিষ্যতে বিএনপি এই ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দেবে।’
সংবাদ সম্মেলনে ‘বিএনপির ভবিষ্যৎ কুয়াশাচ্ছন্ন’-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের সমালোচনাও করেন ফখরুল। বিএনপির নয়, আওয়ামী লীগের ভবিষ্যৎই এখন ঘোরতর অমানিশার অন্ধকারে নিমজ্জিত বলে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘বিএনপির ভবিষ্যৎ নিয়ে উনারা এত উদ্বিগ্ন এই কারণে যে, বিএনপি দেশের একমাত্র রাজনৈতিক দল, যারা এই দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিনিধিত্ব করে। এই ভয়াবহ দানব সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে।’
কবি নির্মলেন্দু গুণের কবিতার উল্লেখ করে আওয়ামী লীগের উদ্দেশে ফখরুল বলেন, ‘কোন দিকে পালাবে তুমি। আওয়ামী লীগের অবস্থাটা এখন এ রকম হয়ে গেছে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। মানুষ যেদিন জেগে উঠবে, সেদিন আওয়ামী লীগ পালাবার কোনো পথ খুঁজে পাবে না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শি (খালেদা জিয়া) ইজ বেটার। উনি এখন বেটার। প্রতিদিন তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক দলের দুজন চিকিৎসক প্রত্যেক দিন তাঁকে দেখছেন। সপ্তাহে এক দিন পুরো চিকিৎসক দল তাঁকে দেখতে যাচ্ছেন।’
খালেদা জিয়াকে দেশের পাঠানোর জন্য সব ধরনের চেষ্টা চলছে জানিয়ে বলেন, এই বিষয়ে প্রক্রিয়া চলমান রয়েছে। কোনো অগ্রগতি হলেই জানিয়ে দেওয়া হবে।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও তথাকথিত রাজনৈতিক শূন্যতার প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। সংগঠনটির নাম হতে পারে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন বা নিউ পলিটিক্যাল অ্যাকশন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্ণ নামের পাশাপাশি সংক্ষেপে ‘এনপিএ’ নামেই সংগঠনটির প্রচারণা চালানো হবে।
৪ ঘণ্টা আগে
প্রায় চূড়ান্ত পর্যায়ে গিয়েও শেষ মুহূর্তে আটকে গেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের অসন্তোষে জোট নিয়ে আবার অনিশ্চয়তার আভাস মিলছে। এতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘনিয়ে এলেও জোটের ভেতরে আসন বণ্টন নিয়ে ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে কী কী কাজ করবে, ভোটের আগে ইশতেহার আকারে তা জনগণের কাছে তুলে ধরে রাজনৈতিক দলগুলো। প্রধান তিনটি দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো ইশতেহার ঘোষণা করেনি। তবে দলগুলোর নেতারা জানিয়েছেন কী থাকতে পারে তাদের এবারের ইশতেহারে।
৫ ঘণ্টা আগে
নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে কী কী কাজ করবে, ভোটের আগে ইশতেহার আকারে তা জনগণের কাছে তুলে ধরে রাজনৈতিক দলগুলো। প্রধান তিনটি দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো ইশতেহার ঘোষণা করেনি। তবে দলগুলোর নেতারা জানিয়েছেন কী থাকতে পারে তাদের এবারের ইশতেহারে।
৫ ঘণ্টা আগে