নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান সরকারের পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যারা প্রতি পদে-পদে দুর্নীতি করে, তাদের পক্ষে মশা নিধন করা সম্ভব নয়। ডেঙ্গু এরা কোনো দিনও রোধ করতে পারবে না। মশা যদি নিজে-নিজে চলে যায়, বিদায় হয়ে যায়, তাহলে ঠিক আছে। এরা মশা নিধন করবে না। মশা যদি নিজ উদ্যোগে বিদায় নেয়, তাহলে ডেঙ্গু রোধ হবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শনির আখড়া বর্ণমালা স্কুলের সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম সমাবেশে সভাপতিত্ব করেন।
গত মঙ্গলবার থেকে রাজধানীসহ দেশের মহানগরগুলোতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লিফলেট বিতরণ করছে বিএনপি। বৃহস্পতিবার ছিল এই কর্মসূচির শেষ দিন।
সমাবেশে সরকারকে বিদায় করার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, সমস্যার গোড়া হচ্ছে-ভোট চুরি। দুর্নীতি, টাকা পাচার, লুটপাট, মিথ্যা মামলা, গুম-খুন-সবকিছুর গোড়া হচ্ছে ভোট চুরির প্রক্রিয়া। সরকার একটি ভোট চুরির প্রকল্প করছে। এই প্রকল্পে বিচারক, পুলিশ ও
র্যাবকে ব্যবহার করছে। এদের বিদায় করেই সব সমস্যার সমাধান করতে হবে।
সরকার পতনের চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বৃষ্টি, ঝড়-তুফান-আমরা সবকিছু উপেক্ষা করে রাস্তায় আছি। এটাকে রোধ করার শক্তি কারও নাই। আজকে বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে বিএনপির প্রতিটি কর্মসূচিতে হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত হয়, এটাই হলো শেখ হাসিনা সরকারের বিদায়ের বার্তা। আজকে যত বেশি অত্যাচার হচ্ছে, যত বেশি মামলা হচ্ছে মানুষ তত বেশি রাস্তায় নামছে।
ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে আমির খসরু বলেন, দেয়ালের লিখন পড়তে শিখুন। নিজ থেকে ক্ষমতা থেকে বিদায় হোন, তাহলে আওয়ামী লীগ টিকে থাকবে, আর যদি জনগণ আপনাদের বিদায় করে তাহলে ৫০ বছরেও আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন। তাহলে হয়ত আগামীতে আপনাদের প্রতি জনগণের শ্রদ্ধা থাকবে, নতুবা আপনাদের পরবর্তী ইতিহাস সুখকর হবে না।

বর্তমান সরকারের পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যারা প্রতি পদে-পদে দুর্নীতি করে, তাদের পক্ষে মশা নিধন করা সম্ভব নয়। ডেঙ্গু এরা কোনো দিনও রোধ করতে পারবে না। মশা যদি নিজে-নিজে চলে যায়, বিদায় হয়ে যায়, তাহলে ঠিক আছে। এরা মশা নিধন করবে না। মশা যদি নিজ উদ্যোগে বিদায় নেয়, তাহলে ডেঙ্গু রোধ হবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শনির আখড়া বর্ণমালা স্কুলের সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম সমাবেশে সভাপতিত্ব করেন।
গত মঙ্গলবার থেকে রাজধানীসহ দেশের মহানগরগুলোতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লিফলেট বিতরণ করছে বিএনপি। বৃহস্পতিবার ছিল এই কর্মসূচির শেষ দিন।
সমাবেশে সরকারকে বিদায় করার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, সমস্যার গোড়া হচ্ছে-ভোট চুরি। দুর্নীতি, টাকা পাচার, লুটপাট, মিথ্যা মামলা, গুম-খুন-সবকিছুর গোড়া হচ্ছে ভোট চুরির প্রক্রিয়া। সরকার একটি ভোট চুরির প্রকল্প করছে। এই প্রকল্পে বিচারক, পুলিশ ও
র্যাবকে ব্যবহার করছে। এদের বিদায় করেই সব সমস্যার সমাধান করতে হবে।
সরকার পতনের চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বৃষ্টি, ঝড়-তুফান-আমরা সবকিছু উপেক্ষা করে রাস্তায় আছি। এটাকে রোধ করার শক্তি কারও নাই। আজকে বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে বিএনপির প্রতিটি কর্মসূচিতে হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত হয়, এটাই হলো শেখ হাসিনা সরকারের বিদায়ের বার্তা। আজকে যত বেশি অত্যাচার হচ্ছে, যত বেশি মামলা হচ্ছে মানুষ তত বেশি রাস্তায় নামছে।
ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে আমির খসরু বলেন, দেয়ালের লিখন পড়তে শিখুন। নিজ থেকে ক্ষমতা থেকে বিদায় হোন, তাহলে আওয়ামী লীগ টিকে থাকবে, আর যদি জনগণ আপনাদের বিদায় করে তাহলে ৫০ বছরেও আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন। তাহলে হয়ত আগামীতে আপনাদের প্রতি জনগণের শ্রদ্ধা থাকবে, নতুবা আপনাদের পরবর্তী ইতিহাস সুখকর হবে না।

জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে দেওয়া হয়েছে প্রার্থী। কিন্তু এরপরও সাতটি আসনে প্রার্থী হিসেবে রয়ে গেছেন জামায়াতসহ জোটের...
৩ ঘণ্টা আগে
মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি গলি। শীতের দুপুরের হালকা রোদ। গলির এক পাশে ডাব বিক্রির একটি ভ্যান। ক্রেতা খুব একটা নেই। নরম রোদে শীত পোহাচ্ছিলেন ডাবওয়ালা ও তাঁর বন্ধু। এই প্রতিবেদক এগিয়ে গেলেও নির্বাচন নিয়ে কথা বলতে প্রথমে তাঁরা খুব একটা ইচ্ছুক ছিলেন না। খানিক কুশল বিনিময়ে বরফ গলে।
৩ ঘণ্টা আগে
সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও সেখানে নফল নামাজ পড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৯টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে সেখানে যান। পরে তিনি ৯টা ৪০ মিনিটের দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা করেন।
৬ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৬ ঘণ্টা আগে