কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ার উপজেলা বিএনপির একাংশের মতবিনিময় সভায় আরেক অংশ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংবাদকর্মী, পুলিশসহ ১০-১২ জন আহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আছেন যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন রকি হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম এবং পুলিশ সদস্য (ডিএসবি) মো. খোরশেদ হোসেন।
গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন জানান, বিএনপি নেতা সেলিমের আমন্ত্রণে ১২-১৩ জন সাংবাদিক বিএনপির একাংশের একটি মতবিনিময় সভার সংবাদ সংগ্রহে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠান শেষে একদল ব্যক্তি এসে তাঁদের ওপর হামলা চালান। এ সময় সাংবাদিকেরা পরিচয়পত্র দেখালেও তাঁদের মারধর করা হয়। তখন সংবাদকর্মী রকি ছবি ওঠাতে শুরু করলে তাঁর ক্যামেরা ভাঙচুর ও ছিনিয়ে নেওয়া হয়। গুরুতর আহত রকিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি নেতা সেলিম জানান, তিনি আমন্ত্রিত সাংবাদিকদের নিয়ে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে অবস্থানকালে ৪০-৫০ জন শাহ রিয়াজুল হান্নানের নামে স্লোগান দিতে দিতে প্যান্ডেলের ভেতরের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পরে তাঁরা কার্যালয়ে ঢুকে সাংবাদিকসহ তাঁর ওপর হামলা চালান। এ ব্যাপারে তিনি আইনি পদক্ষেপ নেবেন।
জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাঁরা যদি দলীয় নেতা-কর্মী হয়ে থাকেন তবে তাঁদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের কাপাসিয়ার উপজেলা বিএনপির একাংশের মতবিনিময় সভায় আরেক অংশ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংবাদকর্মী, পুলিশসহ ১০-১২ জন আহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আছেন যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন রকি হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম এবং পুলিশ সদস্য (ডিএসবি) মো. খোরশেদ হোসেন।
গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন জানান, বিএনপি নেতা সেলিমের আমন্ত্রণে ১২-১৩ জন সাংবাদিক বিএনপির একাংশের একটি মতবিনিময় সভার সংবাদ সংগ্রহে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠান শেষে একদল ব্যক্তি এসে তাঁদের ওপর হামলা চালান। এ সময় সাংবাদিকেরা পরিচয়পত্র দেখালেও তাঁদের মারধর করা হয়। তখন সংবাদকর্মী রকি ছবি ওঠাতে শুরু করলে তাঁর ক্যামেরা ভাঙচুর ও ছিনিয়ে নেওয়া হয়। গুরুতর আহত রকিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি নেতা সেলিম জানান, তিনি আমন্ত্রিত সাংবাদিকদের নিয়ে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে অবস্থানকালে ৪০-৫০ জন শাহ রিয়াজুল হান্নানের নামে স্লোগান দিতে দিতে প্যান্ডেলের ভেতরের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পরে তাঁরা কার্যালয়ে ঢুকে সাংবাদিকসহ তাঁর ওপর হামলা চালান। এ ব্যাপারে তিনি আইনি পদক্ষেপ নেবেন।
জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাঁরা যদি দলীয় নেতা-কর্মী হয়ে থাকেন তবে তাঁদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দুই দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ২৩ ও ২৪ জানুয়ারি তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধা ভ্রমণ করবেন।
২ ঘণ্টা আগে
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার (১৬ জানুয়ারি) দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
কোনো একক দলের নয়, শেষ পর্যন্ত দেশ ও জনগণের নেত্রী হয়ে উঠেছিলেন সম্প্রতি প্রয়াত বিএনপির প্রধান খালেদা জিয়া। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় এটিই ছিল বক্তাদের কথার অন্যতম মূল সুর। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শোকসভার আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগে
টানাপোড়েন ও নানা নাটকীয়তার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের নির্বাচনী জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটির এই জোটে না থাকার স্পস্ট আভাস গত বৃহস্পতিবার রাতেই পাওয়া গিয়েছিল।
৩ ঘণ্টা আগে