কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ার উপজেলা বিএনপির একাংশের মতবিনিময় সভায় আরেক অংশ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংবাদকর্মী, পুলিশসহ ১০-১২ জন আহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আছেন যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন রকি হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম এবং পুলিশ সদস্য (ডিএসবি) মো. খোরশেদ হোসেন।
গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন জানান, বিএনপি নেতা সেলিমের আমন্ত্রণে ১২-১৩ জন সাংবাদিক বিএনপির একাংশের একটি মতবিনিময় সভার সংবাদ সংগ্রহে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠান শেষে একদল ব্যক্তি এসে তাঁদের ওপর হামলা চালান। এ সময় সাংবাদিকেরা পরিচয়পত্র দেখালেও তাঁদের মারধর করা হয়। তখন সংবাদকর্মী রকি ছবি ওঠাতে শুরু করলে তাঁর ক্যামেরা ভাঙচুর ও ছিনিয়ে নেওয়া হয়। গুরুতর আহত রকিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি নেতা সেলিম জানান, তিনি আমন্ত্রিত সাংবাদিকদের নিয়ে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে অবস্থানকালে ৪০-৫০ জন শাহ রিয়াজুল হান্নানের নামে স্লোগান দিতে দিতে প্যান্ডেলের ভেতরের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পরে তাঁরা কার্যালয়ে ঢুকে সাংবাদিকসহ তাঁর ওপর হামলা চালান। এ ব্যাপারে তিনি আইনি পদক্ষেপ নেবেন।
জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাঁরা যদি দলীয় নেতা-কর্মী হয়ে থাকেন তবে তাঁদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের কাপাসিয়ার উপজেলা বিএনপির একাংশের মতবিনিময় সভায় আরেক অংশ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংবাদকর্মী, পুলিশসহ ১০-১২ জন আহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আছেন যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন রকি হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম এবং পুলিশ সদস্য (ডিএসবি) মো. খোরশেদ হোসেন।
গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন জানান, বিএনপি নেতা সেলিমের আমন্ত্রণে ১২-১৩ জন সাংবাদিক বিএনপির একাংশের একটি মতবিনিময় সভার সংবাদ সংগ্রহে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠান শেষে একদল ব্যক্তি এসে তাঁদের ওপর হামলা চালান। এ সময় সাংবাদিকেরা পরিচয়পত্র দেখালেও তাঁদের মারধর করা হয়। তখন সংবাদকর্মী রকি ছবি ওঠাতে শুরু করলে তাঁর ক্যামেরা ভাঙচুর ও ছিনিয়ে নেওয়া হয়। গুরুতর আহত রকিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি নেতা সেলিম জানান, তিনি আমন্ত্রিত সাংবাদিকদের নিয়ে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে অবস্থানকালে ৪০-৫০ জন শাহ রিয়াজুল হান্নানের নামে স্লোগান দিতে দিতে প্যান্ডেলের ভেতরের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পরে তাঁরা কার্যালয়ে ঢুকে সাংবাদিকসহ তাঁর ওপর হামলা চালান। এ ব্যাপারে তিনি আইনি পদক্ষেপ নেবেন।
জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাঁরা যদি দলীয় নেতা-কর্মী হয়ে থাকেন তবে তাঁদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১৩ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১৪ ঘণ্টা আগে