‘আমার বাচ্চাকে ছেড়ে দিন, তার পরীক্ষা, তাকে ছেড়ে দিন, না হলে তার জীবন নষ্ট হয়ে যাবে। তার জীবনটা বাঁচান।’ বুধবার সন্ধ্যায় বিএনপি কার্যালয় থেকে এক নারী ও তাঁর কিশোর ছেলেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বের করে নিয়ে আসার সময় এভাবে ওই নারী পুলিশকে কান্না করে অনুরোধ করেন। তবে পুলিশ তাঁর অনুরোধ শোনেননি, কিশোর ছেলেসহ ওই নারীকে প্রিজন ভ্যানে তুলে নেন।
পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে, ওই নারীর নাম সুরাইয়া জেরিন রনি। তিনি বগুড়া গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং বগুড়া জেলার মহিলা দলের যুগ্ম সম্পাদক। তাঁর ছেলের নাম রোমিও। ছেলে মিরপুর মণিপুরি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বার্ষিক পরীক্ষা চলছে। বাসায় কেউ না থাকায় ছেলেকে নিয়ে আজকে বিএনপির অনির্ধারিত সমাবেশে এসেছিলেন। সমাবেশ শেষে আবার বাসায় ফিরে যাওয়ার কথা ছিল। তবে তার আগেই পুলিশ ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রনি তাঁর ছেলেকে নিয়ে বিএনপির পার্টি অফিসে সবার সঙ্গে আশ্রয় নেয়। ডিবি পুলিশ সন্ধ্যায় অভিযান শুরু করার পর একে একে সবাইকে বের করে আনেন, তখন মা ছেলে হাত ধরে বের হন।
সরেজমিনে দেখা যায়, সুরাইয়া জেরিন ও তাঁর ছেলে একে অপরের হাত ধরে সন্ধ্যা সোয়া ৫টার দিকে বিএনপির নয়াপল্টনের কার্যালয় থেকে পুলিশের ব্যারিকেডের মধ্য দিয়ে সারিবদ্ধভাবে বের হন। পুলিশ তাদের প্রিজনভ্যানে উঠতে বলেন, তবে রোমিও তার মায়ের হাত ধরে দ্রুত প্রিজন ভ্যানে না উঠে বের হয়ে চলে যেতে শুরু করেন। এ সময় দুজন পুলিশ সদস্য তাদের দৌড়ে গতিরোধ করেন। প্রথমে আদের একটি প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করেন ডিবি পুলিশের দুজন সদস্য, তবে সেটিতে সব পুরুষ নেতা-কর্মী থাকায় তার পেছনের একটি প্রিজন ভ্যানে নেওয়া হয়, যেটিতে বিএনপির নারী কর্মীদের আগে থেকেই তোলা হয়েছে। মা ছেলেকে জোড় করে ডিবি পুলিশ ওই প্রিজন ভ্যানে তুলে দেন। প্রিজন ভ্যানে ঢুকে, সুরাইয়া জেরিন ছেলের জন্য চিৎকার করে কান্না শুরু করেন। তিনি কেঁদে কেঁদে বলেন, ‘আমার বাচ্চাকে ছেড়ে দিন, আমাকে নিয়ে যান, আমার বাচ্চার পরীক্ষা। তার বার্ষিক পরীক্ষা চলে, তার জীবন নষ্ট হয়ে যাবে, তাকে ছেড়ে দিন।’
তবে পুলিশ তাঁর এই অনুরোধ পাত্তা দেয়নি। সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে তাদের বহনকারী ভ্যানটি বিএনপির কার্যালয়ের সামনের সড়ক থেকে কাকরাইল হয়ে ডিবি অফিসে চলে যায়।
এর আগে বুধবার বেলা আড়াইটার দিকে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যা ৫টা পর্যন্ত সংঘর্ষ চলে। এতে মকবুল নামে বিএনপির একজন কর্মী পুলিশের গুলিতে মারা যান। এ ছাড়া সাংবাদিক, পুলিশ ও বিএনপি কর্মীসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এই ঘটনায় সন্ধ্যা ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বিএনপির নয়াপল্টন কার্যালয় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কার্যালয় থেকে হাত বোমা, ককটেল, ১৬০ বস্তা চাল, কার্টন কার্টন তেল, খাবার পানি উদ্ধার করা হয়। এ ছাড়া বিএনপি নেতা রুহুল কবীর রিজভী, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
ডিএমপির ডিবি পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বিএনপি কার্যালয় অভিযান শেষে সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের দলীয় কার্যালয়ে প্রবেশ করলাম। সেখানে দেখলাম অবিস্ফোরিত ককটেল রয়েছে। সেখানে অবিস্ফোরিত ১৫টি হাত বোমা, দুই লাখেরও অধিক টাকা পেলাম। লক্ষ লক্ষ পানির বোতল, খিচুড়ি, ১৬০ বস্তা চাল এবং খিচুড়ি পাক করা দেখেছি।’

কোন নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানের অভিযোগ এনে তিনি বলেছেন, ‘আগেই তো আপনাদের ঠকাচ্ছে। নির্বাচনের পরে তারা কি করবে? তারা শুধু ঠকাচ্ছেই না, আপনাদের দিয়ে তারা শিরক করাচ্ছেন।’
২৭ মিনিট আগে
শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মধ্যে দিয়ে শুরু হয়েছে এনসিপি (জাতীয় নাগরিক পার্টির) আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।
৩০ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার কার্যক্রম শুরু করেছে বিএনপি। প্রথম নির্বাচনী জনসভায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
১ ঘণ্টা আগে
বিএনপির নির্বাচনী জনসভার মঞ্চে হাজির হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান সমাবেশের মঞ্চে হাজির হন। বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঐতিহ্য ধরে রেখে সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার...
১ ঘণ্টা আগে