নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুলের খালাসের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের বিক্ষোভ মিছিলে হামলা করে ইসলামী ছাত্রশিবির। এই হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্রজোট।
‘রাষ্ট্রীয় মদদে নব্য ফ্যাসিবাদী তৎপরতা রুখে দাঁড়াও’ স্লোগান প্রতিপাদ্য করে আজ ৩০ মে (শুক্রবার) বিকেল ৫টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ হয়।
উক্ত সমাবেশ সঞ্চালনা করে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ঢাবি শাখার সংগঠক তাহমিদ হোসেন। আরও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ, বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি নাজিয়া হোসাইন রাশা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক মোজাম্মেল হক, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক সাজিদুল ইসলাম ও ঢাবি ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হক।
ছাত্র কাউন্সিল নেতা তাহমিদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ডিপার্টমেন্ট থেকে শিবিরের এই ন্যক্কারজনক হামলার প্রতিবাদস্বরূপ বিবৃতি দিয়েছে। তারা শিবিরের এই সন্ত্রাসী হামলাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তাই জামায়াত-শিবির আওয়ামী লীগের মতোই একটা পরাজিত শক্তি।
ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হক বলেন, ‘আওয়ামী আমলের বিচারব্যবস্থাকে আমরা প্রহসনের বিচার বলতাম। ইন্টেরিম সরকারের সময়ে এসে সেই বিচার একই কায়দায় নাটকীয় বিচারে রূপ নিয়েছে। জামায়াত এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে সংখ্যাধিক প্রতিনিধি ঢুকিয়ে এই বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করে। এ টি এম আজহারুলের মুক্তির পর বিভিন্ন ছাত্রসংগঠন বিশেষত গণতান্ত্রিক ছাত্রজোট এর প্রতিবাদ জানায়। এই প্রতিবাদ মিছিলে শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে হামলা করা হয়।’
শিবিরের মদদে ৫ আগস্টের পর থেকে বিভিন্ন সংগঠন বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে দাবি করে আরমানুল হক বলেন, ‘৫ আগস্টের পর থেকে বিভিন্ন নামে অনেকগুলো সংগঠন বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে আসছে। আর আগে স্টুডেন্ট ফর সভরেনটির ব্যানারে আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়, বিপ্লবী ছাত্র পরিষদ নামে শহীদ মিনারে গণঅধিকারের ওপর হামলা চালানো হয়। এসব সংগঠনের সঙ্গে শিবিরের সংশ্লিষ্টতা আছে, তা আমরা আগেই ধারণা করেছি। এখন সবার কাছে প্রমাণিত হয়েছে যে এসব সংগঠনের পেছনে রয়েছে শিবিরের প্রত্যক্ষ মদদ।’

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুলের খালাসের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের বিক্ষোভ মিছিলে হামলা করে ইসলামী ছাত্রশিবির। এই হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্রজোট।
‘রাষ্ট্রীয় মদদে নব্য ফ্যাসিবাদী তৎপরতা রুখে দাঁড়াও’ স্লোগান প্রতিপাদ্য করে আজ ৩০ মে (শুক্রবার) বিকেল ৫টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ হয়।
উক্ত সমাবেশ সঞ্চালনা করে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ঢাবি শাখার সংগঠক তাহমিদ হোসেন। আরও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ, বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি নাজিয়া হোসাইন রাশা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক মোজাম্মেল হক, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক সাজিদুল ইসলাম ও ঢাবি ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হক।
ছাত্র কাউন্সিল নেতা তাহমিদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ডিপার্টমেন্ট থেকে শিবিরের এই ন্যক্কারজনক হামলার প্রতিবাদস্বরূপ বিবৃতি দিয়েছে। তারা শিবিরের এই সন্ত্রাসী হামলাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তাই জামায়াত-শিবির আওয়ামী লীগের মতোই একটা পরাজিত শক্তি।
ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হক বলেন, ‘আওয়ামী আমলের বিচারব্যবস্থাকে আমরা প্রহসনের বিচার বলতাম। ইন্টেরিম সরকারের সময়ে এসে সেই বিচার একই কায়দায় নাটকীয় বিচারে রূপ নিয়েছে। জামায়াত এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে সংখ্যাধিক প্রতিনিধি ঢুকিয়ে এই বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করে। এ টি এম আজহারুলের মুক্তির পর বিভিন্ন ছাত্রসংগঠন বিশেষত গণতান্ত্রিক ছাত্রজোট এর প্রতিবাদ জানায়। এই প্রতিবাদ মিছিলে শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে হামলা করা হয়।’
শিবিরের মদদে ৫ আগস্টের পর থেকে বিভিন্ন সংগঠন বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে দাবি করে আরমানুল হক বলেন, ‘৫ আগস্টের পর থেকে বিভিন্ন নামে অনেকগুলো সংগঠন বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে আসছে। আর আগে স্টুডেন্ট ফর সভরেনটির ব্যানারে আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়, বিপ্লবী ছাত্র পরিষদ নামে শহীদ মিনারে গণঅধিকারের ওপর হামলা চালানো হয়। এসব সংগঠনের সঙ্গে শিবিরের সংশ্লিষ্টতা আছে, তা আমরা আগেই ধারণা করেছি। এখন সবার কাছে প্রমাণিত হয়েছে যে এসব সংগঠনের পেছনে রয়েছে শিবিরের প্রত্যক্ষ মদদ।’

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
৭ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
৮ ঘণ্টা আগে