নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের মানুষ আজ এক ঐতিহাসিক আন্দোলনের সূচনা করেছে। সে আন্দোলন নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আন্দোলন। আর আওয়ামী লীগের আন্দোলন রাজনৈতিক জমিদারি জারি রাখা। অসাংবিধানিক ও অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই ন্যায়সংগত উল্লেখ করে মানুষ আগামীকাল শনিবার থেকে আর প্রতিবাদ নয়, বরং প্রতিরোধের আন্দোলন শুরু করবে বলে জানিয়েছেন যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জোট গণতন্ত্র মঞ্চের নেতারা।
আজ শুক্রবার সরকার পদত্যাগের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর মৎস্য ভবন মোড়ে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে এসব কথা জানিয়েছেন রাজনৈতিক জোটটির নেতারা।
সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘মানুষ আগামীকাল থেকে প্রতিরোধ করা শুরু করবে। সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনে থাকা সব শক্তি আগামীকাল বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর সব প্রবেশপথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করবে। শান্তিপূর্ণ অবস্থানে গুন্ডা, পুলিশ দিয়ে বাধা দেওয়া, হামলার চেষ্টা করবেন না। করলে গণপ্রতিরোধ গড়ে উঠবে।’
জোনায়েদ সাকি আরও বলেন, ‘এক দফা বাস্তবায়ন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এই এক দফা বাস্তবায়িত হলেই আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে পারব।’
বিরোধীদের সমাবেশের দিন পাল্টা কর্মসূচি দিয়ে সরকার রাজপথ রক্তাক্ত করতে চায় উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘শান্তি সমাবেশ অন্যদিন করেন না কেন? আমরা যেদিন কর্মসূচি করি সেদিনই কেন করেন? গন্ডগোল করার জন্য? সাবধান। সন্ত্রাস করতে আসলে জনগণ ছেড়ে দেবে না। সরকার চরম সংঘর্ষের দিকে সবাইকে ঠেলে দিতে চাচ্ছে।’ তিনি অভিযোগ করে আরও বলেন, ‘সরকার শুধু দুর্নীতিবাজ, লুটপাটকারীদের অবস্থা দেখে। সাধারণ মানুষের অবস্থা দেখে না।’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এই সত্য প্রধানমন্ত্রী মেনে নিতে পারছেন না। সময় পাল্টে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দিন পাল্টে গেছে। আগে বাস, ট্রেন, লঞ্চ বন্ধ করে দিত। এবার একটা ঘোড়াও বন্ধ করতে পারেনি। সময় সব সময় একরকম থাকে না। আগে মানুষ দেখা হলে জিজ্ঞেস করত, শেখ হাসিনা কবে যাবে? এখন জিজ্ঞেস করে, কত দূর?’
অবিলম্বে সরকারকে যথাযথ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘শেখ হাসিনা কি আইয়ুব খান বা এরশাদের মতো বিদায় নিতে চান? এই সিদ্ধান্ত সরকারি দলকে নিতে হবে। এখনো রাস্তা খোলা আছে। কীভাবে পদত্যাগ করবেন এবং কীভাবে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করবেন—এ দুই প্রশ্নে সিদ্ধান্ত নেন। তাহলে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার রাস্তা খোলা থাকবে। যদি রাজনৈতিক সিদ্ধান্ত না নিতে পারেন, তবে তাদের বিদায় দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না।’
আওয়ামী লীগ ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘শ্রমিকের পেটে তারা লাথি মেরেছে। প্রধানমন্ত্রী কালো টাকার ব্যবসায়ীদের কাছে আত্মসমর্পণ করেছেন। মুক্তিযুদ্ধকে তারা একটা রাজনৈতিক পণ্যে পরিণত করেছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ মানুষের শরীর নষ্ট করে, মেয়াদ উত্তীর্ণ সরকার দেশ নষ্ট করে।’
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি যত তাড়াতাড়ি ক্ষমতা থেকে যাবেন, ততই আপনার জন্য ভালো। আপনাকে না নামিয়ে যারা রাজপথে আছেন, তাঁরা রাজপথ ছেড়ে যাবেন না।’
সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন আহমেদ স্বপন প্রমুখ।

দেশের মানুষ আজ এক ঐতিহাসিক আন্দোলনের সূচনা করেছে। সে আন্দোলন নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আন্দোলন। আর আওয়ামী লীগের আন্দোলন রাজনৈতিক জমিদারি জারি রাখা। অসাংবিধানিক ও অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই ন্যায়সংগত উল্লেখ করে মানুষ আগামীকাল শনিবার থেকে আর প্রতিবাদ নয়, বরং প্রতিরোধের আন্দোলন শুরু করবে বলে জানিয়েছেন যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জোট গণতন্ত্র মঞ্চের নেতারা।
আজ শুক্রবার সরকার পদত্যাগের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর মৎস্য ভবন মোড়ে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে এসব কথা জানিয়েছেন রাজনৈতিক জোটটির নেতারা।
সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘মানুষ আগামীকাল থেকে প্রতিরোধ করা শুরু করবে। সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনে থাকা সব শক্তি আগামীকাল বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর সব প্রবেশপথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করবে। শান্তিপূর্ণ অবস্থানে গুন্ডা, পুলিশ দিয়ে বাধা দেওয়া, হামলার চেষ্টা করবেন না। করলে গণপ্রতিরোধ গড়ে উঠবে।’
জোনায়েদ সাকি আরও বলেন, ‘এক দফা বাস্তবায়ন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এই এক দফা বাস্তবায়িত হলেই আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে পারব।’
বিরোধীদের সমাবেশের দিন পাল্টা কর্মসূচি দিয়ে সরকার রাজপথ রক্তাক্ত করতে চায় উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘শান্তি সমাবেশ অন্যদিন করেন না কেন? আমরা যেদিন কর্মসূচি করি সেদিনই কেন করেন? গন্ডগোল করার জন্য? সাবধান। সন্ত্রাস করতে আসলে জনগণ ছেড়ে দেবে না। সরকার চরম সংঘর্ষের দিকে সবাইকে ঠেলে দিতে চাচ্ছে।’ তিনি অভিযোগ করে আরও বলেন, ‘সরকার শুধু দুর্নীতিবাজ, লুটপাটকারীদের অবস্থা দেখে। সাধারণ মানুষের অবস্থা দেখে না।’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এই সত্য প্রধানমন্ত্রী মেনে নিতে পারছেন না। সময় পাল্টে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দিন পাল্টে গেছে। আগে বাস, ট্রেন, লঞ্চ বন্ধ করে দিত। এবার একটা ঘোড়াও বন্ধ করতে পারেনি। সময় সব সময় একরকম থাকে না। আগে মানুষ দেখা হলে জিজ্ঞেস করত, শেখ হাসিনা কবে যাবে? এখন জিজ্ঞেস করে, কত দূর?’
অবিলম্বে সরকারকে যথাযথ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘শেখ হাসিনা কি আইয়ুব খান বা এরশাদের মতো বিদায় নিতে চান? এই সিদ্ধান্ত সরকারি দলকে নিতে হবে। এখনো রাস্তা খোলা আছে। কীভাবে পদত্যাগ করবেন এবং কীভাবে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করবেন—এ দুই প্রশ্নে সিদ্ধান্ত নেন। তাহলে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার রাস্তা খোলা থাকবে। যদি রাজনৈতিক সিদ্ধান্ত না নিতে পারেন, তবে তাদের বিদায় দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না।’
আওয়ামী লীগ ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘শ্রমিকের পেটে তারা লাথি মেরেছে। প্রধানমন্ত্রী কালো টাকার ব্যবসায়ীদের কাছে আত্মসমর্পণ করেছেন। মুক্তিযুদ্ধকে তারা একটা রাজনৈতিক পণ্যে পরিণত করেছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ মানুষের শরীর নষ্ট করে, মেয়াদ উত্তীর্ণ সরকার দেশ নষ্ট করে।’
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি যত তাড়াতাড়ি ক্ষমতা থেকে যাবেন, ততই আপনার জন্য ভালো। আপনাকে না নামিয়ে যারা রাজপথে আছেন, তাঁরা রাজপথ ছেড়ে যাবেন না।’
সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন আহমেদ স্বপন প্রমুখ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তাঁরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। একই দলের দুই শীর্ষস্থানীয় নেতার ভিন্ন অবস্থান সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে সৃষ্টি করেছে বিভ্রান
৯ ঘণ্টা আগে
পুরান ঢাকার বাংলাবাজারের সরু গলিতে সকাল থেকেই মানুষের ভিড়। দুই পাশে শতবর্ষী ভবন, মাঝে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ঝুলে পড়া তার—যেন সময় এখানে থমকে আছে। ঠিক এই গলিতে দাঁড়িয়ে ৬২ বছর বয়সী ব্যবসায়ী আবদুল করিম বলেন, ‘ভোট তো দিমু, কিন্তু বদল কি হইব? এইটাই প্রশ্ন।’
৯ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বিজয়ী করতে দৃঢ় ও কঠোর অবস্থানে গেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় শেষ পর্যন্ত গতকাল শনিবার এই আসনের দুই উপজেলা ও একটি পৌর শাখার দলীয়
৯ ঘণ্টা আগে