পাঁচ মাস দুই দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবশেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় এভারকেয়ার হাসপাতাল থেকে ছাড় পান তিনি। খালেদা জিয়া তাঁর বাসায় পৌঁছেছেন।
বাসায় আনার পর খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
লিভারে রক্তক্ষরণ বন্ধে বিদেশি চিকিৎসকদের করা ট্রান্সজুগলার ইন্ট্রাহেপাটিক পোরটোসিসটেমিক সান্টের (টিপস) পর খালেদা জিয়া অনেকটাই সুস্থ আছেন বলে জানান তিনি।
জাহিদ হোসেন বলেন, টিপসের পর তিনি (খালেদা জিয়া) অনেকটাই সুস্থ বোধ করছেন। যার জন্য তিনি আজকে বাসায় আসতে পেরেছেন। কিন্তু এই চিকিৎসা ক্ষণস্থায়ী। এই চিকিৎসা তাঁর পরবর্তী প্রয়োজনীয় চিকিৎসার জন্য মাঝের যে সময় (ব্রিদিং টাইম) দরকার, সেই সময়টা দিয়েছে। এ সময় থাকতেই যত তাড়াতাড়ি তাঁকে মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হবে, ততই তাঁর স্বাস্থ্যের জন্য ভালো হবে।
এ সময় খালেদা জিয়ার সুচিকিৎসার আবেদন জানিয়ে জাহিদ হোসেন বলেন, ‘উনি (খালেদা জিয়া) যে অবস্থায় আছেন, আমরা সবার কাছে আবেদন জানাতে চাই—দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নয়, উনি একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক, তিনি প্রথম নারী মুক্তিযোদ্ধা। ওনার সুচিকিৎসা ছাড়া আমরা তো আর কিছু চাচ্ছি না। উনি চাচ্ছেন, ওনার পরিবার চাচ্ছেন, দল চাচ্ছে, সবাই চাচ্ছে। সব ধরনের প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি।’

মাহদী আমীন প্রথম কর্মসূচি হিসেবে তুলে ধরেন ‘তারেক রহমানকে পরামর্শ দিন’ উদ্যোগ। তিনি জানান, এর আওতায় আজ থেকেই সারা দেশে পোস্টার ও ড্যাংলারের মাধ্যমে একটি বিশেষ কিউআর কোড ছড়িয়ে দেওয়া হচ্ছে।
৬ মিনিট আগে
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামি নির্বাচনে জয়ী হলে মিরপুরের বর্জ্যে ভরা খাল ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ ভাঙা রাস্তাঘাট ও লাইটপোস্ট মেরামত করা হবে। তিনি এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার পাশাপাশি মনিপুর হাইস্কুলসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশ্বমানের মানে উন্নীত
১ ঘণ্টা আগে
বিএনপি সরকার গঠন করলে প্রতি পরিবারকে যে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তার সুফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ বিষয়ে তিনি প্রশ্ন তুলে বলেছেন, ‘বিএনপির ফ্যামিলি কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? ২০০০ টাকার কার্ড নিতে ১০০০ টাকার ঘুষ...
১ ঘণ্টা আগে
মাগরিবের নামাজের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত খেলার মাঠের সমাবেশস্থলে পৌঁছায়। তারেক রহমান মঞ্চে উঠে জামাতে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজের পর সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। শুরুতে তিনি জেলার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
১ ঘণ্টা আগে