
রাজধানীর নয়াপল্টনে গত বুধবার পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আজ শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়েছে। মাইক্রোবাসে করে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে তাঁদের আদালতে হাজির করা হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ বলেন, ‘মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে কোর্টে নেওয়া হয়েছে। আমরা কোনো রিমান্ড চাইনি। জামিনের বিষয়টি আদালত দেখবে।’
আজ শুক্রবার বিকেল ৪টার পরে মির্জা ফখরুল-আব্বাসকে আদালতে পাঠানোর পর গণমাধ্যমে এসব কথা বলেন ডিবির প্রধান।
ডিবির প্রধান বলেন, ‘তারা তো (বিএনপি) একটা শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়। এ জন্য তারা গতকাল ও আজ আমাদের সঙ্গে আলোচনা করেছে। তারা সমাবেশের জন্য গোলাপবাগ মাঠ চেয়েছে। আমাদের কমিশনার স্যার সেটা দিয়েছেন। তাদের তো আর কোনো সমস্যা থাকার কথা নয়। অতএব আমরা মনে করি, তাঁরা একটি সুশৃঙ্খল সমাবেশ করবে এবং আমাদের পর্যাপ্তসংখ্যক পুলিশ চতুর্পাশের এলাকাগুলোতে কাজ করবে।’
গতকাল যখন তাদের (বিএনপির প্রতিনিধিদল) সঙ্গে আমাদের কমিশনার স্যারের কথা হয়েছে, তখন তারা দুইটা ভেন্যুর বিষয়ে অনুমতি চেয়েছিল। একটি হলো কমলাপুর স্টেডিয়াম, আরেকটা মিরপুর বাঙলা কলেজ মাঠ। কিন্তু তারা আজকে যেটা আবেদন করল, সেখানে মিরপুর বাঙলা কলেজ মাঠও চাইল না, কমলাপুর স্টেডিয়ামও চাইল না। তারা চাইল গোলাপবাগ মাঠ। এই আবেদন জমা দেওয়ার পরে আমরা সেটা দেখেছি। তারপর গোলাপবাগ মাঠই তাদের দেওয়া হয়েছে।’
নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে আগের শর্তেই বিএনপিকে সমাবেশ করতে হবে উল্লেখ করে হারুন বলেন, ‘আমাদের পর্যাপ্তসংখ্যক পুলিশ রয়েছে। সাদা পোশাকেও তারা কাজ করবে। আমরা সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে যেভাবে নিরাপত্তাবলয় করেছিলাম, সেটাই গোলাপবাগ মাঠে দেব। আমাদের টিম এরই মধ্যে কাজ করছে এবং আশপাশের এলাকাগুলোতেও (গোলাপবাগ) তদন্ত করবে। যেন এই সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতার সুযোগ না থাকে।’
হামলার শঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ডিবির প্রধান বলেন, ‘আমাদের যে নিরাপত্তার পরিকল্পনা, সে অনুযায়ী কোনো হামলার পরিকল্পনা আছে বলে আমরা মনে করি না। তার পরও যদি হয়, তবে সেটা প্রতিহত করতে সমাবেশস্থল, আশপাশের এলাকাসহ সারা শহরে আমাদের পোশাকি পুলিশ ও সাদা পোশাকের পুলিশ কাজ করবে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেসব ‘দল, ব্যক্তি মানুষকে বিভ্রান্ত করতে চায়, আজ লড়াই এদের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে জয়লাভ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে সামনে এগিয়ে গিয়ে, তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশা আল্লাহ।
১ ঘণ্টা আগে
গণতন্ত্র কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, স্থানীয় সরকারব্যবস্থা থেকেই গণতান্ত্রিক চর্চা কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও স্থানীয় কমিউনিটি পর্যায়ে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়।
১ ঘণ্টা আগে
কোনো নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ এনে তিনি বলেছেন, ‘আগেই তো আপনাদের ঠকাচ্ছে। নির্বাচনের পরে তারা কী করবে? তারা শুধু ঠকাচ্ছেই না, আপনাদের দিয়ে তারা শিরক করাচ্ছে।’
২ ঘণ্টা আগে
শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মধ্যে দিয়ে শুরু হয়েছে এনসিপি (জাতীয় নাগরিক পার্টির) আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার।
২ ঘণ্টা আগে