নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আরামবাগ মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল নিয়ে আরামবাগ মাঠে এসেছেন। এ সময় আওয়ামী লীগের একাধিক মিছিলকে নয়াপল্টন সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়।
জনসভায় যোগ দিতে সকাল থেকেই ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসেছেন। দুপুর ২টার পরে নয়াপল্টনের বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে মিছিল নিয়ে আসতে দেখা যায়। এ সময় নেতা-কর্মীরা বিএনপির বিরুদ্ধে নানা স্লোগান দেন। বিএনপির কার্যালয় ছিল তালাবদ্ধ। সামনে সারিবদ্ধভাবে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের অনুসারীরা বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে বিশাল মিছিল নিয়ে আরামবাগের দিকে যান।
নয়াপল্টন এলাকায় ময়মনসিংহ আওয়ামী লীগের কর্মী সাব্বির হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকারকে পতন করতে বিএনপি যে অরাজকতা করছে এর প্রতিবাদে আজকে ঢাকার সমাবেশে এসেছি। নয়াপল্টন এলাকায় আমাদের নেতা-কর্মীদের অবস্থান দেখেও ভালো লাগছে। কারণ গত সপ্তাহে এখান থেকে বিএনপি অরাজকতা করেছিল। কিন্তু আজ তাঁদের দেখা যাচ্ছে না।’
এদিকে ফকিরাপুল, শাহজাহানপুর, দৈনিক বাংলা, মতিঝিল, কমলাপুরসহ আশপাশের এলাকা দিয়েও মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরামবাগের দিকে যান।
অল্প কিছুক্ষণের মধ্যেই সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরামবাগ মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল নিয়ে আরামবাগ মাঠে এসেছেন। এ সময় আওয়ামী লীগের একাধিক মিছিলকে নয়াপল্টন সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়।
জনসভায় যোগ দিতে সকাল থেকেই ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসেছেন। দুপুর ২টার পরে নয়াপল্টনের বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে মিছিল নিয়ে আসতে দেখা যায়। এ সময় নেতা-কর্মীরা বিএনপির বিরুদ্ধে নানা স্লোগান দেন। বিএনপির কার্যালয় ছিল তালাবদ্ধ। সামনে সারিবদ্ধভাবে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের অনুসারীরা বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে বিশাল মিছিল নিয়ে আরামবাগের দিকে যান।
নয়াপল্টন এলাকায় ময়মনসিংহ আওয়ামী লীগের কর্মী সাব্বির হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকারকে পতন করতে বিএনপি যে অরাজকতা করছে এর প্রতিবাদে আজকে ঢাকার সমাবেশে এসেছি। নয়াপল্টন এলাকায় আমাদের নেতা-কর্মীদের অবস্থান দেখেও ভালো লাগছে। কারণ গত সপ্তাহে এখান থেকে বিএনপি অরাজকতা করেছিল। কিন্তু আজ তাঁদের দেখা যাচ্ছে না।’
এদিকে ফকিরাপুল, শাহজাহানপুর, দৈনিক বাংলা, মতিঝিল, কমলাপুরসহ আশপাশের এলাকা দিয়েও মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরামবাগের দিকে যান।
অল্প কিছুক্ষণের মধ্যেই সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
১০ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১১ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
১১ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
১১ ঘণ্টা আগে