ঢাবি প্রতিনিধি

সাম্প্রদায়িক শক্তি বিষধর সাপ, যেকোনো সময় এ সাপ ছোবল মারতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশি বিদেশি চক্রের সহযোগিতায় একাত্তরের পরাজিত শক্তি পঁচাত্তরের হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। সেই শক্তি বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছরে বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে। এদের ডালপালা এখন অনেক দূর চলে গেছে। মাঝে মাঝে মনে হয় এ শক্তি নিষ্ক্রিয়। আসলে তলে তলে এরা সক্রিয়। এ সাম্প্রদায়িক শক্তি বিষধর সাপ, সুযোগ পেলেই ছোবল মারে। এবারের দুর্গাপূজাতে সেই দৃশ্য দেখেছি।
সেতুমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ১২ বছরে দেশের ৩০-৩৫ হাজার পূজামণ্ডপের কোথাও কোন ধরনের হামলা হয়নি। এবারের নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে সাম্প্রদায়িক শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি।
অনুষ্ঠানে শেখ রাসেলের জীবনীর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হালিম।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বডুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

সাম্প্রদায়িক শক্তি বিষধর সাপ, যেকোনো সময় এ সাপ ছোবল মারতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশি বিদেশি চক্রের সহযোগিতায় একাত্তরের পরাজিত শক্তি পঁচাত্তরের হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। সেই শক্তি বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছরে বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে। এদের ডালপালা এখন অনেক দূর চলে গেছে। মাঝে মাঝে মনে হয় এ শক্তি নিষ্ক্রিয়। আসলে তলে তলে এরা সক্রিয়। এ সাম্প্রদায়িক শক্তি বিষধর সাপ, সুযোগ পেলেই ছোবল মারে। এবারের দুর্গাপূজাতে সেই দৃশ্য দেখেছি।
সেতুমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ১২ বছরে দেশের ৩০-৩৫ হাজার পূজামণ্ডপের কোথাও কোন ধরনের হামলা হয়নি। এবারের নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে সাম্প্রদায়িক শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি।
অনুষ্ঠানে শেখ রাসেলের জীবনীর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হালিম।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বডুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও তথাকথিত রাজনৈতিক শূন্যতার প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। সংগঠনটির নাম হতে পারে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন বা নিউ পলিটিক্যাল অ্যাকশন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্ণ নামের পাশাপাশি সংক্ষেপে ‘এনপিএ’ নামেই সংগঠনটির প্রচারণা চালানো হবে।
৬ ঘণ্টা আগে
প্রায় চূড়ান্ত পর্যায়ে গিয়েও শেষ মুহূর্তে আটকে গেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের অসন্তোষে জোট নিয়ে আবার অনিশ্চয়তার আভাস মিলছে। এতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘনিয়ে এলেও জোটের ভেতরে আসন বণ্টন নিয়ে ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে কী কী কাজ করবে, ভোটের আগে ইশতেহার আকারে তা জনগণের কাছে তুলে ধরে রাজনৈতিক দলগুলো। প্রধান তিনটি দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো ইশতেহার ঘোষণা করেনি। তবে দলগুলোর নেতারা জানিয়েছেন কী থাকতে পারে তাদের এবারের ইশতেহারে।
৬ ঘণ্টা আগে
নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে কী কী কাজ করবে, ভোটের আগে ইশতেহার আকারে তা জনগণের কাছে তুলে ধরে রাজনৈতিক দলগুলো। প্রধান তিনটি দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো ইশতেহার ঘোষণা করেনি। তবে দলগুলোর নেতারা জানিয়েছেন কী থাকতে পারে তাদের এবারের ইশতেহারে।
৬ ঘণ্টা আগে