নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি ইফতার খাওয়ার পার্টি করে আর আওয়ামী লীগ ইফতার বিতরণের পার্টি করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতারি ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ইফতার পার্টি করে আর আওয়ামী লীগ ইফতারসামগ্রী বিতরণ করে। তাঁরা ইফতারি খাওয়ার পার্টি করে আর আমরা ইফতারি দেওয়ার পার্টি করি। এটাই বিএনপি ও আওয়ামী লীগের মাঝে পার্থক্য। সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা সারা ঢাকা শহরে ছড়িয়ে দিতে হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘৪১ ভাগেরও বেশি ভোট দিয়ে মানুষ শেখ হাসিনাকে জয়ী করেছে। যেটা অনেক উন্নত দেশেও পরে না। এর পরেও বলবে ইন্ডিয়া নিয়ে এসেছে। ইন্ডিয়া কোথায়? আমাদের দেশের মানুষ ভোট দিয়েছে। ইন্ডিয়াসহ যেসব বন্ধুদেশ আছে, তারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেনি, তাঁরা আমাদের ভোট বানচালের ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমাদের পাশে দাঁড়িয়েছে।’
দ্রব্যমূল্য বেড়ে যাওয়া নিয়ে মানুষের মাঝে প্রশ্ন আছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যদিও এখন কিছু কিছু পণ্যের দাম কমে যাচ্ছে। পেঁয়াজ ৩০ টাকার মধ্যে নেমে এসেছে। দাম আরও কমবে এবং সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে আসবে।
ওবায়দুল কাদের বলেন, ‘পাকিস্তান আমল থেকে যে অপপ্রচার শুনেছি, কোনো রাজনৈতিক ইস্যু যখন থাকে না, তখন একটাই ইস্যু আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়ে আসে, আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আনত আর এখন শেখ হাসিনার বিরুদ্ধে আনে—সেটা হচ্ছে ভারতবিরোধিতার ইস্যু।’
অবাক করা এক দল বিএনপি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এক নেতা বলে বাংলাদেশকে স্বাধীন করার জন্য আপনারা সহযোগিতা করেছেন। আরেকজন বলে ভারতীয় পণ্য বর্জন করুন। এখন এই দলের নেতায় নেতায় মতের কোনো মিল নেই। মঈন খান বলে এক কথা, রিজভী বলে আরেক কথা। আবার সিঙ্গাপুর থেকে ফখরুল সাহেব বলেন আরেক কথা।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান প্রমুখ। ইফতার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।

বিএনপি ইফতার খাওয়ার পার্টি করে আর আওয়ামী লীগ ইফতার বিতরণের পার্টি করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতারি ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ইফতার পার্টি করে আর আওয়ামী লীগ ইফতারসামগ্রী বিতরণ করে। তাঁরা ইফতারি খাওয়ার পার্টি করে আর আমরা ইফতারি দেওয়ার পার্টি করি। এটাই বিএনপি ও আওয়ামী লীগের মাঝে পার্থক্য। সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা সারা ঢাকা শহরে ছড়িয়ে দিতে হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘৪১ ভাগেরও বেশি ভোট দিয়ে মানুষ শেখ হাসিনাকে জয়ী করেছে। যেটা অনেক উন্নত দেশেও পরে না। এর পরেও বলবে ইন্ডিয়া নিয়ে এসেছে। ইন্ডিয়া কোথায়? আমাদের দেশের মানুষ ভোট দিয়েছে। ইন্ডিয়াসহ যেসব বন্ধুদেশ আছে, তারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেনি, তাঁরা আমাদের ভোট বানচালের ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমাদের পাশে দাঁড়িয়েছে।’
দ্রব্যমূল্য বেড়ে যাওয়া নিয়ে মানুষের মাঝে প্রশ্ন আছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যদিও এখন কিছু কিছু পণ্যের দাম কমে যাচ্ছে। পেঁয়াজ ৩০ টাকার মধ্যে নেমে এসেছে। দাম আরও কমবে এবং সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে আসবে।
ওবায়দুল কাদের বলেন, ‘পাকিস্তান আমল থেকে যে অপপ্রচার শুনেছি, কোনো রাজনৈতিক ইস্যু যখন থাকে না, তখন একটাই ইস্যু আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়ে আসে, আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আনত আর এখন শেখ হাসিনার বিরুদ্ধে আনে—সেটা হচ্ছে ভারতবিরোধিতার ইস্যু।’
অবাক করা এক দল বিএনপি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এক নেতা বলে বাংলাদেশকে স্বাধীন করার জন্য আপনারা সহযোগিতা করেছেন। আরেকজন বলে ভারতীয় পণ্য বর্জন করুন। এখন এই দলের নেতায় নেতায় মতের কোনো মিল নেই। মঈন খান বলে এক কথা, রিজভী বলে আরেক কথা। আবার সিঙ্গাপুর থেকে ফখরুল সাহেব বলেন আরেক কথা।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান প্রমুখ। ইফতার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
৭ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
৮ ঘণ্টা আগে