নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির প্রেসিডিয়ামে আরও চারজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির রওশনপন্থীরা। আজ বৃহস্পতিবার বিকেলে পার্টির নবনিযুক্ত মুখপাত্র ও দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদের সিদ্ধান্ত মোতাবেক পূর্বের কমিটি থেকে বাদ পড়া চারজনকে প্রেসিডিয়াম সদস্য করা হলো।
তাঁরা হলেন—অধ্যাপক দেলোয়ার হোসেন খান (চাঁদপুর), গোলাম সরোয়ার মিলন (মানিকগঞ্জ), ফখরুজ্জামান জাহাঙ্গীর (রংপুর) ও জাফর ইকবাল সিদ্দিকী (নীলফামারী)।
এ ছাড়া পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে যাঁদের অব্যাহতি কিংবা বহিষ্কার করা হয়েছিল, তাঁদের সবাইকে স্ব স্ব পদে বহাল রাখার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে দুপুরে গুলশানে দলের চেয়ারম্যান বেগম রওশন এরশাদের বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তীকালীন মহাসচিব কাজী মামুনুর রশীদ জানান, জাতীয় পার্টি আগামী উপজেলা নির্বাচনে অংশ নেবে। সেই লক্ষ্যে দলকে সুসংহত করার প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
কাজী মামুনুর রশীদ বলেন, ‘আগামী উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। তার আগে আমাদের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে, ২রা মার্চ। আমরা সম্মেলন বাস্তবায়নের জন্য দু-এক দিনের মধ্যেই সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করব।’
এ ছাড়া আগামী ৭ তারিখ মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তরের সম্মেলন এবং ৩ তারিখ মোহাম্মদপুরের টাউনহলে ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে হয়েছে বলে জানান কাজী মামুনুর রশীদ।
এ সময় সাদ এরশাদ, জাতীয় পার্টির মুখপাত্র সুনীল শুভ রায়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব জাহাঙ্গীর আলম পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়ামে আরও চারজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির রওশনপন্থীরা। আজ বৃহস্পতিবার বিকেলে পার্টির নবনিযুক্ত মুখপাত্র ও দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদের সিদ্ধান্ত মোতাবেক পূর্বের কমিটি থেকে বাদ পড়া চারজনকে প্রেসিডিয়াম সদস্য করা হলো।
তাঁরা হলেন—অধ্যাপক দেলোয়ার হোসেন খান (চাঁদপুর), গোলাম সরোয়ার মিলন (মানিকগঞ্জ), ফখরুজ্জামান জাহাঙ্গীর (রংপুর) ও জাফর ইকবাল সিদ্দিকী (নীলফামারী)।
এ ছাড়া পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে যাঁদের অব্যাহতি কিংবা বহিষ্কার করা হয়েছিল, তাঁদের সবাইকে স্ব স্ব পদে বহাল রাখার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে দুপুরে গুলশানে দলের চেয়ারম্যান বেগম রওশন এরশাদের বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তীকালীন মহাসচিব কাজী মামুনুর রশীদ জানান, জাতীয় পার্টি আগামী উপজেলা নির্বাচনে অংশ নেবে। সেই লক্ষ্যে দলকে সুসংহত করার প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
কাজী মামুনুর রশীদ বলেন, ‘আগামী উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। তার আগে আমাদের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে, ২রা মার্চ। আমরা সম্মেলন বাস্তবায়নের জন্য দু-এক দিনের মধ্যেই সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করব।’
এ ছাড়া আগামী ৭ তারিখ মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তরের সম্মেলন এবং ৩ তারিখ মোহাম্মদপুরের টাউনহলে ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে হয়েছে বলে জানান কাজী মামুনুর রশীদ।
এ সময় সাদ এরশাদ, জাতীয় পার্টির মুখপাত্র সুনীল শুভ রায়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব জাহাঙ্গীর আলম পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।

রাত সোয়া ৮টায় বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। গভীর রাতে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
১৩ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
১৪ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
১৪ ঘণ্টা আগে