নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির প্রেসিডিয়ামে আরও চারজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির রওশনপন্থীরা। আজ বৃহস্পতিবার বিকেলে পার্টির নবনিযুক্ত মুখপাত্র ও দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদের সিদ্ধান্ত মোতাবেক পূর্বের কমিটি থেকে বাদ পড়া চারজনকে প্রেসিডিয়াম সদস্য করা হলো।
তাঁরা হলেন—অধ্যাপক দেলোয়ার হোসেন খান (চাঁদপুর), গোলাম সরোয়ার মিলন (মানিকগঞ্জ), ফখরুজ্জামান জাহাঙ্গীর (রংপুর) ও জাফর ইকবাল সিদ্দিকী (নীলফামারী)।
এ ছাড়া পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে যাঁদের অব্যাহতি কিংবা বহিষ্কার করা হয়েছিল, তাঁদের সবাইকে স্ব স্ব পদে বহাল রাখার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে দুপুরে গুলশানে দলের চেয়ারম্যান বেগম রওশন এরশাদের বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তীকালীন মহাসচিব কাজী মামুনুর রশীদ জানান, জাতীয় পার্টি আগামী উপজেলা নির্বাচনে অংশ নেবে। সেই লক্ষ্যে দলকে সুসংহত করার প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
কাজী মামুনুর রশীদ বলেন, ‘আগামী উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। তার আগে আমাদের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে, ২রা মার্চ। আমরা সম্মেলন বাস্তবায়নের জন্য দু-এক দিনের মধ্যেই সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করব।’
এ ছাড়া আগামী ৭ তারিখ মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তরের সম্মেলন এবং ৩ তারিখ মোহাম্মদপুরের টাউনহলে ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে হয়েছে বলে জানান কাজী মামুনুর রশীদ।
এ সময় সাদ এরশাদ, জাতীয় পার্টির মুখপাত্র সুনীল শুভ রায়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব জাহাঙ্গীর আলম পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়ামে আরও চারজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির রওশনপন্থীরা। আজ বৃহস্পতিবার বিকেলে পার্টির নবনিযুক্ত মুখপাত্র ও দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদের সিদ্ধান্ত মোতাবেক পূর্বের কমিটি থেকে বাদ পড়া চারজনকে প্রেসিডিয়াম সদস্য করা হলো।
তাঁরা হলেন—অধ্যাপক দেলোয়ার হোসেন খান (চাঁদপুর), গোলাম সরোয়ার মিলন (মানিকগঞ্জ), ফখরুজ্জামান জাহাঙ্গীর (রংপুর) ও জাফর ইকবাল সিদ্দিকী (নীলফামারী)।
এ ছাড়া পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে যাঁদের অব্যাহতি কিংবা বহিষ্কার করা হয়েছিল, তাঁদের সবাইকে স্ব স্ব পদে বহাল রাখার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে দুপুরে গুলশানে দলের চেয়ারম্যান বেগম রওশন এরশাদের বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তীকালীন মহাসচিব কাজী মামুনুর রশীদ জানান, জাতীয় পার্টি আগামী উপজেলা নির্বাচনে অংশ নেবে। সেই লক্ষ্যে দলকে সুসংহত করার প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
কাজী মামুনুর রশীদ বলেন, ‘আগামী উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। তার আগে আমাদের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে, ২রা মার্চ। আমরা সম্মেলন বাস্তবায়নের জন্য দু-এক দিনের মধ্যেই সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করব।’
এ ছাড়া আগামী ৭ তারিখ মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তরের সম্মেলন এবং ৩ তারিখ মোহাম্মদপুরের টাউনহলে ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে হয়েছে বলে জানান কাজী মামুনুর রশীদ।
এ সময় সাদ এরশাদ, জাতীয় পার্টির মুখপাত্র সুনীল শুভ রায়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব জাহাঙ্গীর আলম পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দুই দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ২৩ ও ২৪ জানুয়ারি তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধা ভ্রমণ করবেন।
২ ঘণ্টা আগে
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার (১৬ জানুয়ারি) দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
কোনো একক দলের নয়, শেষ পর্যন্ত দেশ ও জনগণের নেত্রী হয়ে উঠেছিলেন সম্প্রতি প্রয়াত বিএনপির প্রধান খালেদা জিয়া। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় এটিই ছিল বক্তাদের কথার অন্যতম মূল সুর। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শোকসভার আয়োজন করা হয়।
৩ ঘণ্টা আগে
টানাপোড়েন ও নানা নাটকীয়তার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের নির্বাচনী জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটির এই জোটে না থাকার স্পস্ট আভাস গত বৃহস্পতিবার রাতেই পাওয়া গিয়েছিল।
৩ ঘণ্টা আগে