নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দলীয় গঠনতন্ত্রের দিক থেকে আওয়ামী লীগের সঙ্গে নয় বরং বিএনপির সঙ্গেই জাতীয় পার্টির (জাপা) মিল রয়েছে। সুতরাং জাপাকে কোনোভাবেই আওয়ামী লীগের বি টিম বলা যাবে না।
আজ শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি নামে একটি অলাভজনক সংস্থা।
জাপা মহাসচিব বলেন, ‘বিএনপি আওয়ামী লীগ গত কয়েক বছরে কম স্বৈরাচারী কাজ করেনি। আজ প্রতিটা জায়গায় দলীয় লোক। কোনো অফিসে প্রমোশন হয় না দলীয় লোক না হলে। এটা কি স্বৈরাচারী আচরণ না?’
জোটে থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জাপা নেতা বলেন, ‘অনেকেই বলে জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম। কিন্তু সবখানেই জোটের নির্বাচনের নিয়ম রয়েছে। সেই হিসেবে জাতীয় পার্টি তিনবার আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছে। আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, কিন্তু জাপা সেই গঠনতন্ত্রে নাই। এমন অনেক কিছুই আছে, যা আমাদের সঙ্গে আওয়ামী লীগের মেলে না বরং বিএনপির সঙ্গেই আমাদের মিলে। সুতরাং আমরা আওয়ামী লীগের বি টিম নই।’
১৯৮৮ সালে এরশাদ সরকার প্রথম লবিস্ট নিয়োগ করে, এমন তথ্যের বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘আমি এই প্রথম এমন কথা শুনলাম। আওয়ামী লীগও এ ধরনের কোনো তথ্য আমাদের দেয় নাই। আওয়ামী লীগ কিংবা বিএনপি লবিস্ট নিয়োগ করেছে এটা তো স্বীকৃত।’
অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থার গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে নির্বাচন কমিশন আইন নিয়ে ছায়া সংসদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

দলীয় গঠনতন্ত্রের দিক থেকে আওয়ামী লীগের সঙ্গে নয় বরং বিএনপির সঙ্গেই জাতীয় পার্টির (জাপা) মিল রয়েছে। সুতরাং জাপাকে কোনোভাবেই আওয়ামী লীগের বি টিম বলা যাবে না।
আজ শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি নামে একটি অলাভজনক সংস্থা।
জাপা মহাসচিব বলেন, ‘বিএনপি আওয়ামী লীগ গত কয়েক বছরে কম স্বৈরাচারী কাজ করেনি। আজ প্রতিটা জায়গায় দলীয় লোক। কোনো অফিসে প্রমোশন হয় না দলীয় লোক না হলে। এটা কি স্বৈরাচারী আচরণ না?’
জোটে থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জাপা নেতা বলেন, ‘অনেকেই বলে জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম। কিন্তু সবখানেই জোটের নির্বাচনের নিয়ম রয়েছে। সেই হিসেবে জাতীয় পার্টি তিনবার আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছে। আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, কিন্তু জাপা সেই গঠনতন্ত্রে নাই। এমন অনেক কিছুই আছে, যা আমাদের সঙ্গে আওয়ামী লীগের মেলে না বরং বিএনপির সঙ্গেই আমাদের মিলে। সুতরাং আমরা আওয়ামী লীগের বি টিম নই।’
১৯৮৮ সালে এরশাদ সরকার প্রথম লবিস্ট নিয়োগ করে, এমন তথ্যের বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘আমি এই প্রথম এমন কথা শুনলাম। আওয়ামী লীগও এ ধরনের কোনো তথ্য আমাদের দেয় নাই। আওয়ামী লীগ কিংবা বিএনপি লবিস্ট নিয়োগ করেছে এটা তো স্বীকৃত।’
অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থার গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে নির্বাচন কমিশন আইন নিয়ে ছায়া সংসদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দুই দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ২৩ ও ২৪ জানুয়ারি তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধা ভ্রমণ করবেন।
৩ ঘণ্টা আগে
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার (১৬ জানুয়ারি) দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে
কোনো একক দলের নয়, শেষ পর্যন্ত দেশ ও জনগণের নেত্রী হয়ে উঠেছিলেন সম্প্রতি প্রয়াত বিএনপির প্রধান খালেদা জিয়া। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় এটিই ছিল বক্তাদের কথার অন্যতম মূল সুর। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শোকসভার আয়োজন করা হয়।
৪ ঘণ্টা আগে
টানাপোড়েন ও নানা নাটকীয়তার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের নির্বাচনী জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটির এই জোটে না থাকার স্পস্ট আভাস গত বৃহস্পতিবার রাতেই পাওয়া গিয়েছিল।
৪ ঘণ্টা আগে