
সরকারি দলের লোকেরাই পরিকল্পিতভাবে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বিরোধী দলগুলোর আন্দোলনে দিশেহারা হয়ে আন্দোলন দমন করতে সরকার পুরোনো কৌশলের শরণাপন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, ‘রাষ্ট্রীয় উদ্যোগে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে।’
আজ রোববার বিকেলে পল্টনের মেহেরবা প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন এ বাম নেতা।
সাইফুল হক বলেন, ‘এরই মধ্যে গণমাধ্যম থলের বিড়াল বের করে এনেছে। পুলিশের উপস্থিতিতে অত্যন্ত পরিকল্পিতভাবে যে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে, তা সবিস্তারে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিরোধীদলীয় নেতা-কর্মীদের যেন মিথ্যা মামলায় গ্রেপ্তার করা যায়, সে জন্য অনেকটা রাষ্ট্রীয় উদ্যোগে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে।’
চলমান গণ-আন্দোলন গণজাগরণে পরিণত হয়েছে উল্লেখ করে কর্মসূচি ঘোষণায় তিনি বলেন, ‘অচিরেই এই গণজাগরণ গণ-অভ্যুত্থানে রূপ নেবে। গণতন্ত্র মঞ্চ ঢাকায় পুরানা পল্টনে ৩১ জুলাই বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে। ১ আগস্ট বিভাগীয় শহরসহ জেলা স্তরে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করব।’
বিরোধী দলগুলোর আন্দোলন দমনের জন্য সরকারই অগ্নি-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘গতবার বিরোধীদের ওপর একটা সন্ত্রাসের লেবেল আঁকতে এই কৌশল কিছুটা কাজ করেছিল। এবারও তারা একই পদ্ধতি অবলম্বন করছে এবং শত শত বাস পোড়ানোর প্রজেক্ট হাতে নিয়েছে। আন্দোলনের নামে একটা সন্ত্রাস হচ্ছে বলে তারা আবারও দমনের একটা অজুহাত সৃষ্টি করছে।’
সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘তিনটা ছেলে মোটরসাইকেল চালিয়ে আসল, তারপর বাস আগুন লাগিয়ে দিয়েছে। পুলিশ পাশে দাঁড়িয়ে আছে। সবাই জানে এগুলো কারা করেছে। তা-ও খোদ প্রধানমন্ত্রী আজকে বলছেন, আবার সেই অগ্নি-সন্ত্রাস। যদি ঠিকঠাক তদন্ত হয়, তাহলে যতগুলো বাসে আগুন দেওয়া হয়েছে তার পেছনে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে। অগ্নি-সন্ত্রাস তো দূরের কথা কোনো ধরনের সন্ত্রাসের পরিকল্পনাই আমাদের নেই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

মাহদী আমীন প্রথম কর্মসূচি হিসেবে তুলে ধরেন ‘তারেক রহমানকে পরামর্শ দিন’ উদ্যোগ। তিনি জানান, এর আওতায় আজ থেকেই সারা দেশে পোস্টার ও ড্যাংলারের মাধ্যমে একটি বিশেষ কিউআর কোড ছড়িয়ে দেওয়া হচ্ছে।
৭ মিনিট আগে
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামি নির্বাচনে জয়ী হলে মিরপুরের বর্জ্যে ভরা খাল ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ ভাঙা রাস্তাঘাট ও লাইটপোস্ট মেরামত করা হবে। তিনি এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার পাশাপাশি মনিপুর হাইস্কুলসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশ্বমানের মানে উন্নীত
১ ঘণ্টা আগে
বিএনপি সরকার গঠন করলে প্রতি পরিবারকে যে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তার সুফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ বিষয়ে তিনি প্রশ্ন তুলে বলেছেন, ‘বিএনপির ফ্যামিলি কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? ২০০০ টাকার কার্ড নিতে ১০০০ টাকার ঘুষ...
১ ঘণ্টা আগে
মাগরিবের নামাজের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত খেলার মাঠের সমাবেশস্থলে পৌঁছায়। তারেক রহমান মঞ্চে উঠে জামাতে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজের পর সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। শুরুতে তিনি জেলার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
১ ঘণ্টা আগে