নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক আইন মানলে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর কোনো নেতাকেই ফাঁসি দেওয়া যেত না বলে মন্তব্য করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজ মঙ্গলবার আজহারের আপিল শুনানির জন্য দিন ধার্যের পর সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইনজীবী শিশির মনির বলেন, এখানে আবদুল কাদের মোল্লা, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, কামারুজ্জামানসহ সবার মামলার বিষয়ে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এ জন্যই প্রধান বিচারপতি মনে করছেন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া দরকার।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে কি না—এই প্রশ্ন উঠেছিল কাদের মোল্লার মামলায়। সেই মামলায় তখনকার আপিল বিভাগ সিদ্ধান্ত দিয়েছিলেন আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা নেই। এই প্রয়োজন নেই বলেছিলেন—এটাকে আমরা এখন রিভিউ করতে চাই। আমরা বলছি ন্যায়বিচারের জন্য আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা থাকতে হবে। আন্তর্জাতিক আইন ও মানদণ্ড যদি মানা হতো যাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে এবং এখন যার বিচারের বিষয়ে রিভিউ করা হয়েছে তাদের সবাইকেই খালাস দিতে হতো।’
শিশির মনির বলেন, একটি বিধান ছিল যদি তদন্ত কর্মকর্তার কাছে কোনো সাক্ষী জবানবন্দি দিয়ে থাকেন পরবর্তীকালে আদালতে না আসলেও ওই জবানবন্দি আদালতে সাক্ষ্য হিসেবে নেওয়া যাবে। ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে কোনো সাক্ষী তদন্ত কর্মকর্তার জবানবন্দি দেওয়ার পর আদালতে এসে সাক্ষ্য দেননি—তা গ্রহণ করা যায় না। যদি তা মানা যেত তাহলে অনেককেই সাজা দিতে পারতেন না। সেই প্রশ্ন এখানে নিষ্পত্তি করা হবে।

আন্তর্জাতিক আইন মানলে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর কোনো নেতাকেই ফাঁসি দেওয়া যেত না বলে মন্তব্য করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজ মঙ্গলবার আজহারের আপিল শুনানির জন্য দিন ধার্যের পর সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইনজীবী শিশির মনির বলেন, এখানে আবদুল কাদের মোল্লা, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, কামারুজ্জামানসহ সবার মামলার বিষয়ে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এ জন্যই প্রধান বিচারপতি মনে করছেন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া দরকার।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে কি না—এই প্রশ্ন উঠেছিল কাদের মোল্লার মামলায়। সেই মামলায় তখনকার আপিল বিভাগ সিদ্ধান্ত দিয়েছিলেন আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা নেই। এই প্রয়োজন নেই বলেছিলেন—এটাকে আমরা এখন রিভিউ করতে চাই। আমরা বলছি ন্যায়বিচারের জন্য আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা থাকতে হবে। আন্তর্জাতিক আইন ও মানদণ্ড যদি মানা হতো যাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে এবং এখন যার বিচারের বিষয়ে রিভিউ করা হয়েছে তাদের সবাইকেই খালাস দিতে হতো।’
শিশির মনির বলেন, একটি বিধান ছিল যদি তদন্ত কর্মকর্তার কাছে কোনো সাক্ষী জবানবন্দি দিয়ে থাকেন পরবর্তীকালে আদালতে না আসলেও ওই জবানবন্দি আদালতে সাক্ষ্য হিসেবে নেওয়া যাবে। ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে কোনো সাক্ষী তদন্ত কর্মকর্তার জবানবন্দি দেওয়ার পর আদালতে এসে সাক্ষ্য দেননি—তা গ্রহণ করা যায় না। যদি তা মানা যেত তাহলে অনেককেই সাজা দিতে পারতেন না। সেই প্রশ্ন এখানে নিষ্পত্তি করা হবে।

বৈষম্যহীন ব্যবস্থা এবং নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নতুন এক রাজনৈতিক শক্তির কথা বলেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। দুই সপ্তাহ ধরে ছাত্র ও সাধারণ নাগরিকদের সঙ্গে নিবিড় আলোচনার পর এই সম্ভাবনার কথা লিখলেন বলে জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
পেশার চেয়ে গোপন উৎসে ৫ গুণেরও বেশি আয় জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর। তাঁর স্থাবর কিংবা অস্থাবর কোনো সম্পদের মূল্যও বাড়েনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় তিনি এমন তথ্য তুলে ধরেছেন।
১০ ঘণ্টা আগে
ঢাকা-১৯ (সাভার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে ছিল দুর্নীতির একটিসহ ১৮টি মামলা। এর মধ্যে ৯টিতে খালাস পেয়েছেন তিনি। ৮টি মামলা এখনো বিচারাধীন। একটি মামলার তদন্ত চলছে। এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আফজাল হোসাইন সাতটি মামলার মধ্যে চারটিতে খালাস পেয়েছেন। দুটিতে চূড়ান
১০ ঘণ্টা আগে
সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারাসহ ৫১ জন। গতকাল শনিবার প্রথম দিন ৭০টি আবেদনের শুনানিতে ৫২টি মঞ্জুর করেছে নির্বাচন
১৩ ঘণ্টা আগে