প্রতিনিধি, ঢাবি

খালেদা জিয়ার নির্দেশ ও তাঁর পুত্র তারেক রহমানের প্রত্যক্ষ মদদে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা হয়েছিল বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শনিবার বেলা ১২টায় রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. হাফিজুর রহমান (মিল্টন) হলে আয়োজিত ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও আহতদের স্বাস্থ্যসেবা সুরক্ষায় আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, এ হামলা তাঁদের নির্দেশ ছাড়া হতে পারে না। কারণ ওই সময় খালেদা জিয়া ছিলেন সরকার প্রধান। ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে সংসদে আলোচনাও করতে দেয়নি।
বিএসএমএমইউ'র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথি ও মুখ্য আলোচকের বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএসএমএমইউ'র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন।
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ষড়যন্ত্রকারীরা প্রত্যেকটি হামলা করার জন্য আগস্ট মাসকেই বেছে নেয়। ষড়যন্ত্রকারীরা এখনো বসে নেই। তাঁরা সুযোগ খুঁজছে। তাই আমাদের সকলের সতর্ক থাকা উচিত। কারণ, ১৯৭৫ সালে ১৫ আগস্টে যারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করেছিল তারাই আবার ২০০৪ সালের আগস্ট মাসের ২১ তারিখে একই কাজ করেছে। আমাদের মাঝে মীর জাফররা এখনো ঘাপটি মেরে আছে।
বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বিচার কাজ শেষ করে অবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান আরেফিন সিদ্দিক।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ২১ আগস্টের হামলা ঘটনার পুনরাবৃত্তি রোধে ন্যায়বিচারের পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও সজাগ হওয়ার প্রয়োজন। আইনগত ব্যবস্থা ছাড়াও দলের ভেতর থেকে প্রতিহিংসার উপাদান দূর করতে হবে।
আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিলের সদস্য, ডিন, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

খালেদা জিয়ার নির্দেশ ও তাঁর পুত্র তারেক রহমানের প্রত্যক্ষ মদদে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা হয়েছিল বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শনিবার বেলা ১২টায় রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. হাফিজুর রহমান (মিল্টন) হলে আয়োজিত ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও আহতদের স্বাস্থ্যসেবা সুরক্ষায় আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, এ হামলা তাঁদের নির্দেশ ছাড়া হতে পারে না। কারণ ওই সময় খালেদা জিয়া ছিলেন সরকার প্রধান। ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে সংসদে আলোচনাও করতে দেয়নি।
বিএসএমএমইউ'র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথি ও মুখ্য আলোচকের বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএসএমএমইউ'র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন।
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ষড়যন্ত্রকারীরা প্রত্যেকটি হামলা করার জন্য আগস্ট মাসকেই বেছে নেয়। ষড়যন্ত্রকারীরা এখনো বসে নেই। তাঁরা সুযোগ খুঁজছে। তাই আমাদের সকলের সতর্ক থাকা উচিত। কারণ, ১৯৭৫ সালে ১৫ আগস্টে যারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করেছিল তারাই আবার ২০০৪ সালের আগস্ট মাসের ২১ তারিখে একই কাজ করেছে। আমাদের মাঝে মীর জাফররা এখনো ঘাপটি মেরে আছে।
বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বিচার কাজ শেষ করে অবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান আরেফিন সিদ্দিক।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ২১ আগস্টের হামলা ঘটনার পুনরাবৃত্তি রোধে ন্যায়বিচারের পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও সজাগ হওয়ার প্রয়োজন। আইনগত ব্যবস্থা ছাড়াও দলের ভেতর থেকে প্রতিহিংসার উপাদান দূর করতে হবে।
আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিলের সদস্য, ডিন, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
৬ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
৮ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
৮ ঘণ্টা আগে
দলের ঘোষিত আটটি অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতির কাঠামো কূটনৈতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের জানিয়েছে বিএনপি। দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও মসজিদ-মাদ্রাসাভিত্তিক ধর্মীয় নেতাদের জনকল্যাণমুখী কর্মকাণ্ড কীভাবে এগিয়ে নেবে, তা
৯ ঘণ্টা আগে