নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংস্কার ও নির্বাচনের ভেতরে যে বিরোধ জিইয়ে রাখা হয়েছে, তা দূর করতে ‘সংবিধান সংস্কার পরিষদ’ নির্বাচনের প্রস্তাব করেছে গণসংহতি আন্দোলন। আজ মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনে মতামত জমা দেওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের হাতে গতকাল গণসংহতি আন্দোলনের প্রতিনিধিদল তাদের মতামত হস্তান্তর করে।
এরপর গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল সাংবাদিকদের বলেন, ‘১৬৬টি সুপারিশের প্রত্যেকটি বিষয়ে আমরা মতামত জানিয়েছি। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ প্রস্তাবের ব্যাপারে আমাদের ঐকমত্য আছে। ১০ শতাংশের বিষয়ে আমাদের কোথাও আংশিক ঐকমত্য আছে বা বিরোধিতা আছে বা নতুন প্রস্তাবও আছে।’
আবুল হাসান রুবেল জানান, সংবিধানের সংস্কারের বিষয়টি জনগণের বহুদিনের আকাঙ্ক্ষা। জনগণের অভিপ্রায়কে স্বীকৃতি দিয়ে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন চাওয়া হয়েছে। তিনি বলেন, ‘কেন আমরা নতুন গণপরিষদ বলছি না বা জাতীয় সংসদের ভেতরে সংশোধনীর কথা বলছি না। আমরা বলছি যে, যে সংবিধান আছে তার খোলনলচে পাল্টে ফেলার দরকার নেই, ফেলে দেওয়ার দরকার নেই। কিন্তু দৃশ্যত ক্ষমতাকাঠামোর পরিবর্তন দরকার। সেদিক থেকে সংবিধানের সংস্কার জনগণের অভিপ্রায় আকারে যাতে আসে এ জন্য একটা টাইম ফ্রেমের মধ্যে কাজটা সম্পন্ন করা যেতে পারে। জাতীয় নির্বাচনের সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন হতে পারে।’
রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারে প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর ৩৮টি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানছে ঐক্য কমিশন। এরপর দলগুলোর সঙ্গে বসে তাদের মতামতের বিষয়ে আলোচনা করছে কমিশন।
বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ২২টি রাজনৈতিক দল ইতিমধ্যে মতামত দিয়েছে বলে জানিয়েছে কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী। কমিশন এরই মধ্যে এলডিপি, খেলাফতে মজলিশ, লেবার পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে সংলাপ করেছে। ঈদের পরে সাত ও আট এপ্রিল এবি পার্টি এবং নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপ করার কথা রয়েছে কমিশনের।

সংস্কার ও নির্বাচনের ভেতরে যে বিরোধ জিইয়ে রাখা হয়েছে, তা দূর করতে ‘সংবিধান সংস্কার পরিষদ’ নির্বাচনের প্রস্তাব করেছে গণসংহতি আন্দোলন। আজ মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনে মতামত জমা দেওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের হাতে গতকাল গণসংহতি আন্দোলনের প্রতিনিধিদল তাদের মতামত হস্তান্তর করে।
এরপর গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল সাংবাদিকদের বলেন, ‘১৬৬টি সুপারিশের প্রত্যেকটি বিষয়ে আমরা মতামত জানিয়েছি। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ প্রস্তাবের ব্যাপারে আমাদের ঐকমত্য আছে। ১০ শতাংশের বিষয়ে আমাদের কোথাও আংশিক ঐকমত্য আছে বা বিরোধিতা আছে বা নতুন প্রস্তাবও আছে।’
আবুল হাসান রুবেল জানান, সংবিধানের সংস্কারের বিষয়টি জনগণের বহুদিনের আকাঙ্ক্ষা। জনগণের অভিপ্রায়কে স্বীকৃতি দিয়ে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন চাওয়া হয়েছে। তিনি বলেন, ‘কেন আমরা নতুন গণপরিষদ বলছি না বা জাতীয় সংসদের ভেতরে সংশোধনীর কথা বলছি না। আমরা বলছি যে, যে সংবিধান আছে তার খোলনলচে পাল্টে ফেলার দরকার নেই, ফেলে দেওয়ার দরকার নেই। কিন্তু দৃশ্যত ক্ষমতাকাঠামোর পরিবর্তন দরকার। সেদিক থেকে সংবিধানের সংস্কার জনগণের অভিপ্রায় আকারে যাতে আসে এ জন্য একটা টাইম ফ্রেমের মধ্যে কাজটা সম্পন্ন করা যেতে পারে। জাতীয় নির্বাচনের সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন হতে পারে।’
রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারে প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর ৩৮টি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানছে ঐক্য কমিশন। এরপর দলগুলোর সঙ্গে বসে তাদের মতামতের বিষয়ে আলোচনা করছে কমিশন।
বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ২২টি রাজনৈতিক দল ইতিমধ্যে মতামত দিয়েছে বলে জানিয়েছে কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী। কমিশন এরই মধ্যে এলডিপি, খেলাফতে মজলিশ, লেবার পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে সংলাপ করেছে। ঈদের পরে সাত ও আট এপ্রিল এবি পার্টি এবং নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপ করার কথা রয়েছে কমিশনের।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ৯ জানুয়ারি সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমকে গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
তিনি বলেছেন, ‘আমরা আশা করছি, তারা (বিদ্রোহী প্রার্থী) প্রার্থিতা প্রত্যাহার করবেন। অনেকে এরই মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের কথা জানিয়েছেন। আমি মনে করি, প্রার্থিতা প্রত্যাহার করার সময়ের মধ্যে এই পরিস্থিতির উন্নতি হয়ে যাবে। নইলে দল তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।’
২ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন। আজ শুক্রবার রাত ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন তারেক রহমান।
৩ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে