নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজনৈতিক সংস্কার, বৈষম্যবিরোধিতা এবং নতুন সংবিধানের দাবিতে দেশের ৬৪ জেলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ স্লোগানে মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১ জুলাই) রাত ১২টায় রাজধানীর বাংলামোটর মোড় থেকে এনসিপি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে রংপুর অভিমুখে এই কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেন এনসিপির সদস্যসচিব আক্তার হোসেন, দলের মুখ্য সংগঠক হান্নান মাসউদ, মুস্তাক আহমেদ শিশির, মনসুর আব্দুল্লাহসহ এনসিপির শতাধিক নেতা-কর্মী।
উদ্বোধনী অনুষ্ঠানে সদস্যসচিব আক্তার হোসেন বলেন, আপনারা জানেন, জুলাই আমাদের কাছে খুনের মাস, যন্ত্রণার মাস, আবার জুলাই আমাদের কাছে বিজয়ের মাস। এই মাসে দেশের মানুষ সব বিভেদ ভুলে আওয়ামী লীগের বিরুদ্ধে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি জুলাইয়ের চেতনাকে দেশের প্রতিটি মানুষের কাছে ছড়িয়ে দেবে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি—আপনারা এই চেতনাকে বাস্তবায়ন করুন। এটি আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান।
দলের মুখ্য সংগঠক হান্নান মাসউদ বলেন, আমরা যে লড়াইটি করেছি তা প্রায় এক বছর ধরে। গত বছরের আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তনের যে আশা, যে স্বপ্ন জাগ্রত হয়েছে, তা এখন বাস্তবায়নের সময়। কিন্তু অন্তর্বর্তী সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। জুলাইকে ধারণ করতে হলে দেশকে সংস্কার করতে হবে।
এ সময় এনসিপির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টায় শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি শুরু হবে। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পরে সকাল ১১টায় গাইবান্ধার সাদুল্লাপুর থেকে শহীদ মিনার পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। পথে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সংলাপ, লিফলেট বিতরণ এবং জনসংযোগ করা হবে। পদযাত্রা শেষে গাইবান্ধা শহীদ মিনারে একটি পথসভা অনুষ্ঠিত হবে, যেখানে স্থানীয় নেতারা ’জুলাই বার্তা’ তুলে ধরবেন।
এরপর বিকেল ৩টার দিকে রংপুর শহরে শুরু হবে আরেকটি বর্ণাঢ্য পদযাত্রা। এটি পার্কের মোড় থেকে শুরু হয়ে লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানির মোড়, টাউন হল, ডিসির মোড়, ধাপ, মেডিকেল মোড় হয়ে শেষ হবে চেকপোস্টে। প্রতিটি মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য ও স্লোগানের মাধ্যমে জনসচেতনতা গড়ে তোলা হবে। সেই সঙ্গে লিফলেট বিতরণ ও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন দলের নেতৃবৃন্দ।
পদযাত্রার সমাপনী বক্তব্য দেওয়া হবে চেকপোস্ট মোড়ে। পরে সন্ধ্যা ৭টায় রংপুরের পীরগাছায় অনুষ্ঠিত হবে দিনের শেষ পথসভা। সেখানে জুলাইয়ের আন্দোলন, যৌক্তিক সংস্কারসহ আগামী দিনের রাজনৈতিক অঙ্গীকার নিয়ে আলোচনা করা হবে।

রাজনৈতিক সংস্কার, বৈষম্যবিরোধিতা এবং নতুন সংবিধানের দাবিতে দেশের ৬৪ জেলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ স্লোগানে মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১ জুলাই) রাত ১২টায় রাজধানীর বাংলামোটর মোড় থেকে এনসিপি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে রংপুর অভিমুখে এই কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেন এনসিপির সদস্যসচিব আক্তার হোসেন, দলের মুখ্য সংগঠক হান্নান মাসউদ, মুস্তাক আহমেদ শিশির, মনসুর আব্দুল্লাহসহ এনসিপির শতাধিক নেতা-কর্মী।
উদ্বোধনী অনুষ্ঠানে সদস্যসচিব আক্তার হোসেন বলেন, আপনারা জানেন, জুলাই আমাদের কাছে খুনের মাস, যন্ত্রণার মাস, আবার জুলাই আমাদের কাছে বিজয়ের মাস। এই মাসে দেশের মানুষ সব বিভেদ ভুলে আওয়ামী লীগের বিরুদ্ধে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি জুলাইয়ের চেতনাকে দেশের প্রতিটি মানুষের কাছে ছড়িয়ে দেবে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি—আপনারা এই চেতনাকে বাস্তবায়ন করুন। এটি আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান।
দলের মুখ্য সংগঠক হান্নান মাসউদ বলেন, আমরা যে লড়াইটি করেছি তা প্রায় এক বছর ধরে। গত বছরের আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তনের যে আশা, যে স্বপ্ন জাগ্রত হয়েছে, তা এখন বাস্তবায়নের সময়। কিন্তু অন্তর্বর্তী সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। জুলাইকে ধারণ করতে হলে দেশকে সংস্কার করতে হবে।
এ সময় এনসিপির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টায় শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি শুরু হবে। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পরে সকাল ১১টায় গাইবান্ধার সাদুল্লাপুর থেকে শহীদ মিনার পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। পথে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সংলাপ, লিফলেট বিতরণ এবং জনসংযোগ করা হবে। পদযাত্রা শেষে গাইবান্ধা শহীদ মিনারে একটি পথসভা অনুষ্ঠিত হবে, যেখানে স্থানীয় নেতারা ’জুলাই বার্তা’ তুলে ধরবেন।
এরপর বিকেল ৩টার দিকে রংপুর শহরে শুরু হবে আরেকটি বর্ণাঢ্য পদযাত্রা। এটি পার্কের মোড় থেকে শুরু হয়ে লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানির মোড়, টাউন হল, ডিসির মোড়, ধাপ, মেডিকেল মোড় হয়ে শেষ হবে চেকপোস্টে। প্রতিটি মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য ও স্লোগানের মাধ্যমে জনসচেতনতা গড়ে তোলা হবে। সেই সঙ্গে লিফলেট বিতরণ ও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন দলের নেতৃবৃন্দ।
পদযাত্রার সমাপনী বক্তব্য দেওয়া হবে চেকপোস্ট মোড়ে। পরে সন্ধ্যা ৭টায় রংপুরের পীরগাছায় অনুষ্ঠিত হবে দিনের শেষ পথসভা। সেখানে জুলাইয়ের আন্দোলন, যৌক্তিক সংস্কারসহ আগামী দিনের রাজনৈতিক অঙ্গীকার নিয়ে আলোচনা করা হবে।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও তথাকথিত রাজনৈতিক শূন্যতার প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। সংগঠনটির নাম হতে পারে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন বা নিউ পলিটিক্যাল অ্যাকশন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্ণ নামের পাশাপাশি সংক্ষেপে ‘এনপিএ’ নামেই সংগঠনটির প্রচারণা চালানো হবে।
১০ ঘণ্টা আগে
প্রায় চূড়ান্ত পর্যায়ে গিয়েও শেষ মুহূর্তে আটকে গেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের অসন্তোষে জোট নিয়ে আবার অনিশ্চয়তার আভাস মিলছে। এতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘনিয়ে এলেও জোটের ভেতরে আসন বণ্টন নিয়ে ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না।
১০ ঘণ্টা আগে
নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে কী কী কাজ করবে, ভোটের আগে ইশতেহার আকারে তা জনগণের কাছে তুলে ধরে রাজনৈতিক দলগুলো। প্রধান তিনটি দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো ইশতেহার ঘোষণা করেনি। তবে দলগুলোর নেতারা জানিয়েছেন কী থাকতে পারে তাদের এবারের ইশতেহারে।
১১ ঘণ্টা আগে
নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে কী কী কাজ করবে, ভোটের আগে ইশতেহার আকারে তা জনগণের কাছে তুলে ধরে রাজনৈতিক দলগুলো। প্রধান তিনটি দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো ইশতেহার ঘোষণা করেনি। তবে দলগুলোর নেতারা জানিয়েছেন কী থাকতে পারে তাদের এবারের ইশতেহারে।
১১ ঘণ্টা আগে