নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের আলোচনা সভায় দু'পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এ সময় চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। আজ বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তাঁর উপস্থিতিতেই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্রদলের নেতা কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কথা-কাটাকাটির জের ধরে অনুষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ করে মুহূর্তেই উত্তপ্ত হয় প্রেসক্লাবের হলরুম। আলোচনা শুরুর ঘণ্টাখানেক পর বিকেল ৪টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রদলের দু'পক্ষ। এ সময় চেয়ার ছোড়াছুড়িতে বেশ কিছু চেয়ার ভেঙে যায়। হলরুমের একটি কাচের দরজাও খুলে ফেলা হয়।
এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন আমন্ত্রিত অতিথিরা। আগের দিন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রদলের ওপর হামলা চালিয়েছিল ছাত্রলীগ। পরের দিনই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়লো সংগঠনটির নেতা কর্মীরা। ঘটনার জন্য দু: খ প্রকাশ করে ক্ষমা চান ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন।
খোকন বলেন, আমরা সুশৃঙ্খল ছাত্রদলের পরিচয় দিতে পারিনি। এ জন্য ছাত্রদলের সভাপতি হিসেবে ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
ছাত্রদলের এমন আচরণে ক্ষুব্ধ নজরুল ইসলাম খান বলেন, ‘আপনারাতো কলেজ-বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা ছেলেপেলে। আপনাদের আচরণ এমন হবে কেন? আপনাদের ওপরে আমরা ভরসা করে বসে আছি। আপনারা যদি সুশৃঙ্খল না হয়ে দলটাকে শক্তিশালী না করেন, মরে গেলেতো মিলাদ পড়ানোরও কেউ থাকবে না। জিয়ার কথা কে স্মরণ করবে? খালেদা জিয়ার কথা কে স্মরণ করবে? যে তারেক রহমানকে আপনারা ভাইয়া বলে এত ভালোবাসেন, তাকে কে দেশে ফিরিয়ে আনবে?’
নজরুল ইসলাম খান আরও বলেন, ‘বিএনপি কখনো জোর করে ক্ষমতা দখল করে নাই। জনগণ বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছে। আবার ক্ষমতায় আনতে চায়। সুযোগ পেলেই নিয়ে আসবে। কিন্তু সেই নিয়ে আসলে আপনি চালাতে পারবেন তো? যদি সুশৃঙ্খল না হন, একটু আগে যা দেখলাম।’

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের আলোচনা সভায় দু'পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এ সময় চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। আজ বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তাঁর উপস্থিতিতেই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্রদলের নেতা কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কথা-কাটাকাটির জের ধরে অনুষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ করে মুহূর্তেই উত্তপ্ত হয় প্রেসক্লাবের হলরুম। আলোচনা শুরুর ঘণ্টাখানেক পর বিকেল ৪টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রদলের দু'পক্ষ। এ সময় চেয়ার ছোড়াছুড়িতে বেশ কিছু চেয়ার ভেঙে যায়। হলরুমের একটি কাচের দরজাও খুলে ফেলা হয়।
এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন আমন্ত্রিত অতিথিরা। আগের দিন মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রদলের ওপর হামলা চালিয়েছিল ছাত্রলীগ। পরের দিনই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়লো সংগঠনটির নেতা কর্মীরা। ঘটনার জন্য দু: খ প্রকাশ করে ক্ষমা চান ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন।
খোকন বলেন, আমরা সুশৃঙ্খল ছাত্রদলের পরিচয় দিতে পারিনি। এ জন্য ছাত্রদলের সভাপতি হিসেবে ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
ছাত্রদলের এমন আচরণে ক্ষুব্ধ নজরুল ইসলাম খান বলেন, ‘আপনারাতো কলেজ-বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা ছেলেপেলে। আপনাদের আচরণ এমন হবে কেন? আপনাদের ওপরে আমরা ভরসা করে বসে আছি। আপনারা যদি সুশৃঙ্খল না হয়ে দলটাকে শক্তিশালী না করেন, মরে গেলেতো মিলাদ পড়ানোরও কেউ থাকবে না। জিয়ার কথা কে স্মরণ করবে? খালেদা জিয়ার কথা কে স্মরণ করবে? যে তারেক রহমানকে আপনারা ভাইয়া বলে এত ভালোবাসেন, তাকে কে দেশে ফিরিয়ে আনবে?’
নজরুল ইসলাম খান আরও বলেন, ‘বিএনপি কখনো জোর করে ক্ষমতা দখল করে নাই। জনগণ বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছে। আবার ক্ষমতায় আনতে চায়। সুযোগ পেলেই নিয়ে আসবে। কিন্তু সেই নিয়ে আসলে আপনি চালাতে পারবেন তো? যদি সুশৃঙ্খল না হন, একটু আগে যা দেখলাম।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
৫ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
৭ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
৭ ঘণ্টা আগে
দলের ঘোষিত আটটি অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতির কাঠামো কূটনৈতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের জানিয়েছে বিএনপি। দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও মসজিদ-মাদ্রাসাভিত্তিক ধর্মীয় নেতাদের জনকল্যাণমুখী কর্মকাণ্ড কীভাবে এগিয়ে নেবে, তা
৮ ঘণ্টা আগে