নিজস্ব প্রতিবেদক ঢাকা

বিএনপির নেতা তারেক রহমান ও খালেদা জিয়ার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলতে চাই, তারা উভয়ই সাজাপ্রাপ্ত আসামি। বাংলাদেশের আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামিরা নির্বাচন করতে পারবেন না, আর যেহেতু তারা দুজনে নির্বাচন করতে পারবেন না, সেই জন্য বিএনপির নির্বাচনের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বুধবার দুপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সেমিনার কক্ষে শুদ্ধ বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় সংবাদ উপস্থাপকদের ভূমিকা নিয়ে এনবিএডি’র এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।
নতুন করে নির্বাচন কমিশন গঠন হলো কিন্তু বিএনপি থেকে বিএনপির কোনো কিছুতেই আস্থা রাখতে পারছে না গণমাধ্যমের করা এমন এক প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেছেন, ‘বিএনপি আসলেই নির্বাচনকে ভয় পায়। তারা নির্বাচনে অংশ নিতে চায় না। তারা দেশে ২০১৪ সালের নির্বাচনে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে, ২০১৮ সালের অনুষ্ঠানে নির্বাচনেও চেষ্টা করেছে। এখন তারা নিজেরাই নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন। তারা এখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না।’
সম্প্রচারমন্ত্রী বলেন, ‘নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্য নিয়ে তারা আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ জন্য তারা নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলছেন। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা পেট্রলবোমা নিক্ষেপ করে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে নির্বাচন বানচাল করতে চেয়ে, এখন নিজেরাই নির্বাচনই করতে চাই না।’
ডা. জাফরউল্লাহ চৌধুরীকে অস্বীকার করেছেন, আপনি কীভাবে দেখছেন এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এত দিন আপনারা দেখেছেন, আমিও দেখেছি বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে ড. জাফরুল্লাহ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতেন। বিএনপির উপদেষ্টা হিসেবে সবাই জানতেন জাফরুল্লাহ চৌধুরীকে। তাঁর দেওয়া নামের তালিকা থেকে সিইসি নির্বাচিত হয়েছেন, এতে জাফরুল্লাহ সন্তুষ্ট হয়েছেন। এখন বিএনপি জাফরুল্লাহকে অস্বীকার করেছে। এখন কোনো কারণে মির্জা ফখরুলকে অস্বীকার করতে পারে বিএনপি।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন নিউজ ব্রডকাস্টারস্ অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশের (এনবিএডি) বিভিন্ন ইভেন্ট সম্পাদক ও সময় টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক জাফর সাদিক।
চিকিৎসক ও উপস্থাপক হাসান শাহরিয়ার কল্লোলের সঞ্চালনায় ও এনবিএবিডির সভাপতি ও এনটিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপকে মুমতাহিনা হাসনাত রীতুর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। এ ছাড়া বাংলাদেশে সম্প্রচারিত বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও রেডিওর বর্তমান ও সাবেক সংবাদ উপস্থাপক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও মালিক প্রতিনিধিসহ সংবাদ উপস্থাপকেরা।
সেমিনারে প্রত্যাশিত গণমাধ্যমকর্মী আইন ২০১৮-তে গণমাধ্যমকর্মীর সংজ্ঞায় সংবাদ উপস্থাপকদের অন্তর্ভুক্ত করা হয়নি। এ প্রেক্ষিতে নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশের (এনবিএবিডি) পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনার জন্য তিন দফা দাবি উত্থাপন করেন।
তিন দফা দাবি হলো-অবিলম্বে আইন পাশের পূর্বেই গণমাধ্যমকর্মী আইন, ২০১৮ তে সংবাদ উপস্থাপকদের গণমাধ্যমকর্মীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করতে হবে; পূর্ণকালীন কিংবা খণ্ডকালীন কর্মী এই বিবেচনার ঊর্ধ্বে উঠে সব সংবাদ উপস্থাপককে গণমাধ্যমকর্মী হিসেবে অবিলম্বে স্বীকৃতি দিতে হবে; গণমাধ্যমকর্মী আইনে স্বতন্ত্রভাবে সংবাদ উপস্থাপকদের প্রাপ্য সুযোগ-সুবিধার বিবরণ উল্লেখ করতে হবে।

বিএনপির নেতা তারেক রহমান ও খালেদা জিয়ার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলতে চাই, তারা উভয়ই সাজাপ্রাপ্ত আসামি। বাংলাদেশের আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামিরা নির্বাচন করতে পারবেন না, আর যেহেতু তারা দুজনে নির্বাচন করতে পারবেন না, সেই জন্য বিএনপির নির্বাচনের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বুধবার দুপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সেমিনার কক্ষে শুদ্ধ বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় সংবাদ উপস্থাপকদের ভূমিকা নিয়ে এনবিএডি’র এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।
নতুন করে নির্বাচন কমিশন গঠন হলো কিন্তু বিএনপি থেকে বিএনপির কোনো কিছুতেই আস্থা রাখতে পারছে না গণমাধ্যমের করা এমন এক প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেছেন, ‘বিএনপি আসলেই নির্বাচনকে ভয় পায়। তারা নির্বাচনে অংশ নিতে চায় না। তারা দেশে ২০১৪ সালের নির্বাচনে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে, ২০১৮ সালের অনুষ্ঠানে নির্বাচনেও চেষ্টা করেছে। এখন তারা নিজেরাই নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন। তারা এখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না।’
সম্প্রচারমন্ত্রী বলেন, ‘নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্য নিয়ে তারা আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ জন্য তারা নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলছেন। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা পেট্রলবোমা নিক্ষেপ করে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে নির্বাচন বানচাল করতে চেয়ে, এখন নিজেরাই নির্বাচনই করতে চাই না।’
ডা. জাফরউল্লাহ চৌধুরীকে অস্বীকার করেছেন, আপনি কীভাবে দেখছেন এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এত দিন আপনারা দেখেছেন, আমিও দেখেছি বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে ড. জাফরুল্লাহ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতেন। বিএনপির উপদেষ্টা হিসেবে সবাই জানতেন জাফরুল্লাহ চৌধুরীকে। তাঁর দেওয়া নামের তালিকা থেকে সিইসি নির্বাচিত হয়েছেন, এতে জাফরুল্লাহ সন্তুষ্ট হয়েছেন। এখন বিএনপি জাফরুল্লাহকে অস্বীকার করেছে। এখন কোনো কারণে মির্জা ফখরুলকে অস্বীকার করতে পারে বিএনপি।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন নিউজ ব্রডকাস্টারস্ অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশের (এনবিএডি) বিভিন্ন ইভেন্ট সম্পাদক ও সময় টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক জাফর সাদিক।
চিকিৎসক ও উপস্থাপক হাসান শাহরিয়ার কল্লোলের সঞ্চালনায় ও এনবিএবিডির সভাপতি ও এনটিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপকে মুমতাহিনা হাসনাত রীতুর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। এ ছাড়া বাংলাদেশে সম্প্রচারিত বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও রেডিওর বর্তমান ও সাবেক সংবাদ উপস্থাপক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও মালিক প্রতিনিধিসহ সংবাদ উপস্থাপকেরা।
সেমিনারে প্রত্যাশিত গণমাধ্যমকর্মী আইন ২০১৮-তে গণমাধ্যমকর্মীর সংজ্ঞায় সংবাদ উপস্থাপকদের অন্তর্ভুক্ত করা হয়নি। এ প্রেক্ষিতে নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশের (এনবিএবিডি) পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনার জন্য তিন দফা দাবি উত্থাপন করেন।
তিন দফা দাবি হলো-অবিলম্বে আইন পাশের পূর্বেই গণমাধ্যমকর্মী আইন, ২০১৮ তে সংবাদ উপস্থাপকদের গণমাধ্যমকর্মীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করতে হবে; পূর্ণকালীন কিংবা খণ্ডকালীন কর্মী এই বিবেচনার ঊর্ধ্বে উঠে সব সংবাদ উপস্থাপককে গণমাধ্যমকর্মী হিসেবে অবিলম্বে স্বীকৃতি দিতে হবে; গণমাধ্যমকর্মী আইনে স্বতন্ত্রভাবে সংবাদ উপস্থাপকদের প্রাপ্য সুযোগ-সুবিধার বিবরণ উল্লেখ করতে হবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদায় বেলায়’ শিরোনামের এই কবিতাটি দিয়ে ফেসবুকে দাদি বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন জাইমা রহমান। কবিতার সঙ্গে তিনি একটি ছবিও শেয়ার করেছেন। এতে দেখা যায়, দাদির সঙ্গে মুখোমুখি বসে আছেন জাইমা।
১ ঘণ্টা আগে
জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণার আগের দিন যে ৩০ জন নেতা এই সমঝোতা না করতে দলের আহ্বায়ককে স্মারকলিপি দিয়েছিলেন, তাঁদের মধ্যে প্রথম নামটি ছিল মুশফিকের। মুশফিক উস সালেহীনের পদত্যাগের মাধ্যমে জামায়াতের সঙ্গে সমঝোতাকে কেন্দ্র করে অন্তত ১০ জন কেন্দ্রীয় নেতা এনসিপি ছাড়লেন।
২ ঘণ্টা আগে
আলোচিত মডেল মেঘনা আলমের কোনো নেই কোনো গয়না, গাড়ি বা আসবাবপত্র। পেশায় রাজনৈতিক প্রশিক্ষক হলেও আয় করেন ব্যবসা থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া মনোনয়নপত্রে এমনই তথ্য উল্লেখ করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরও এক নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি হলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। তবে এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি ছাড়ছেন না মুরসালীন।
৪ ঘণ্টা আগে