নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে এস আলম গ্রুপের গাড়ি ব্যবহার করা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে তিনি এস আলমের গাড়ি ব্যবহারকে ‘অনিচ্ছাকৃত ভুল’ উল্লেখ করে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন। এদিকে এস আলমের গাড়ি ব্যবহার নিয়ে সালাহউদ্দিন আহমদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিএনপি।
আজ সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সূত্র জানায়, চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত এস আলম গ্রুপের গাড়ি ব্যবহারের জন্য স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে এবং নরসিংদীতে দখলবাজিসহ বিভিন্ন অভিযোগে যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে শোকজ করা হয়েছে।
আজ সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমদ বলেন, ‘দীর্ঘ ১০ বছর পর আমার নিজ নির্বাচনী জেলায় সংবর্ধনায় অংশ নিয়েছিলাম। আমি বিমানবন্দর থেকে নেমে কোন গাড়িতে করে যাব, সেটা তো আমি ঠিক করতে পারিনি। যারা সংবর্ধনার আয়োজন করেছিল, চকরিয়া জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ঠিক করে দিয়েছে।’
তিনি বলেন, ‘বিমানবন্দরে নামার পর আমাদের নেতা-কর্মীরা বলেছে—এই গাড়িতে ওঠেন। এখন সেই গাড়িটি কার, তা খোঁজ নেওয়ার চিন্তাভাবনার মধ্যে ছিলাম না। ১০ বছর পর নিজ জেলায় যাচ্ছি, তাই আবেগাপ্লুত ছিলাম। মনের মধ্যে বাসনা ছিল, কখন মা-বাবার কবর জিয়ারত করব।’
এর আগে গতকাল রোববার এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের পরিবারের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিটের তিন নেতাকে শোকজ নোটিশ দেয় বিএনপি। তাঁরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া। পরে আজ চট্টগ্রাম বিএনপির সেই তিন নেতার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়।

চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে এস আলম গ্রুপের গাড়ি ব্যবহার করা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে তিনি এস আলমের গাড়ি ব্যবহারকে ‘অনিচ্ছাকৃত ভুল’ উল্লেখ করে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন। এদিকে এস আলমের গাড়ি ব্যবহার নিয়ে সালাহউদ্দিন আহমদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিএনপি।
আজ সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সূত্র জানায়, চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত এস আলম গ্রুপের গাড়ি ব্যবহারের জন্য স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে এবং নরসিংদীতে দখলবাজিসহ বিভিন্ন অভিযোগে যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে শোকজ করা হয়েছে।
আজ সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমদ বলেন, ‘দীর্ঘ ১০ বছর পর আমার নিজ নির্বাচনী জেলায় সংবর্ধনায় অংশ নিয়েছিলাম। আমি বিমানবন্দর থেকে নেমে কোন গাড়িতে করে যাব, সেটা তো আমি ঠিক করতে পারিনি। যারা সংবর্ধনার আয়োজন করেছিল, চকরিয়া জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ঠিক করে দিয়েছে।’
তিনি বলেন, ‘বিমানবন্দরে নামার পর আমাদের নেতা-কর্মীরা বলেছে—এই গাড়িতে ওঠেন। এখন সেই গাড়িটি কার, তা খোঁজ নেওয়ার চিন্তাভাবনার মধ্যে ছিলাম না। ১০ বছর পর নিজ জেলায় যাচ্ছি, তাই আবেগাপ্লুত ছিলাম। মনের মধ্যে বাসনা ছিল, কখন মা-বাবার কবর জিয়ারত করব।’
এর আগে গতকাল রোববার এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের পরিবারের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিটের তিন নেতাকে শোকজ নোটিশ দেয় বিএনপি। তাঁরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া। পরে আজ চট্টগ্রাম বিএনপির সেই তিন নেতার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়।

দেশে ফেরার পর প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্ত্রী জোবাইদা রহমান ও তার একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তারেক রহমান।
২ মিনিট আগে
জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন।
১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমানের নামে থাকা অর্ধশতাধিক ভুয়া অ্যাকাউন্ট ও পেজ বিএনপির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) দপ্তর সরিয়ে ফেলেছে বলে জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান তিনি। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন।
১ ঘণ্টা আগে