
‘মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’—গ্রেপ্তার হওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। কাজী হাবিবুল আউয়ালকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘এটা তো উনার মত। উনার মতামতের ওপর আমাদের তো বক্তব্য দেওয়ার কিছু নাই। এখন তো অনেকে ভালো ভালো কথা বলবেই। সব আকাম-কুকাম করে এখন ভালো-ভালো কথা বলে তো লাভ নাই।’
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়। আমীর খসরু ছাড়াও দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বৈঠকে অংশ নেন।
সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘ঐকমত্যের পরিপ্রেক্ষিতে যেসব সংস্কার করা সম্ভব, সেসব সংস্কার হবে-এ ব্যাপারে সব রাজনৈতিক দলই একমত। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। কারণ প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা-ভাবনা আছে, দর্শন আছে, ভবিষ্যৎ আছে। সুতরাং এখানে সব জায়গায় ঐকমত্য হওয়ার সুযোগ নাই।’
সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কোন কোন বিষয় বিএনপির জন্য গুরুত্বপূর্ণ, অন্য কোনো বিষয় আর কারও জন্য গুরুত্বপূর্ণ। এই মতভিন্নতা থাকবেই। এজন্য যে বিষয়গুলোতে ঐকমত্য হবে, সেগুলোতে সংস্কার হয়ে যাবে। আর বাকিগুলো প্রত্যেকটি দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে।’
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘আইনগতভাবে তার (ইশরাক হোসেন) মেয়রের দায়িত্ব নেওয়ার কথা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি-আইনের শাসনে যদি আমরা বিশ্বাস করে থাকি, তাহলে ইশরাকের দায়িত্ব নেওয়াটা খুব স্বাভাবিক এবং আমরা সরকারের এই সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’
আগামী নির্বাচনে জোট শরিকদের আসন ছাড় নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে খসরু বলেন, ‘এখন তো আমরা এই প্রক্রিয়ায় আসি নাই। নির্বাচনী তফসিল ঘোষণা হবে। নির্বাচনী কার্যক্রম শুরু হলে তখন এই প্রক্রিয়া হবে। আমরা সেই জায়গায় এখনো আসি নাই। যখনই নির্বাচনী কার্যক্রম শুরু হবে, তখন এই আলোচনা হবে। এ নিয়ে সবার সঙ্গে আলাপ-আলোচনা করা হবে।’

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। তাঁদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেওয়া হবে। এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে।
২ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার রাত ৯টার দিকে রংপুর কালেক্টরেট মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রংপুর বিভাগীয় সমাবেশে তিনি এই আহ্বান জানান।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফরে আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
৬ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারা দেশের মানুষ জানে—বগুড়ার মাটি, বিএনপির ঘাঁটি। আপনারা আগামী ১২ তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করে দেবেন যে—বগুড়া কেবল বিএনপির ঘাঁটিই নয়, এটি বিএনপির এক শক্ত ঘাঁটি।
৬ ঘণ্টা আগে