টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘একটি দল স্থানীয় নির্বাচন চাইছে। তারাই আবার কিছুদিন আগে বলেছে আগামী রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। যারা জাতীয় সংসদ নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, তারা ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার চেষ্টা করছে।’
আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহমেদ আযম এসব বলেন। সেখানে তিনি উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগ দেন।
বিএনপির এই নেতা বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথা বলত। এ সরকারও আগে সংস্কার পরে গণতন্ত্রের কথা বলছে। মানুষের প্রত্যাশা গণতন্ত্রে ফেরত যাওয়া, ন্যায়বিচার পাওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়ায় আমরা মাঠে আছি। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে সারা দেশে ও আমাদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।’
দেশে আবার নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে উল্লেখ করে আহমেদ আযম বলেন, ‘অর্থনীতিতে আন্তর্জাতিক রেটিং কমে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ অনেক কমে যাচ্ছে, দেশীয় বিনিয়োগ শূন্যের কোঠায়। আবার আমরা অর্থনৈতিক সংকটের দিকে অগ্রসর হচ্ছি।’
উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত বর্ধিত সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর সভাপতিত্ব করেন। এতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ বক্তব্য দেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘একটি দল স্থানীয় নির্বাচন চাইছে। তারাই আবার কিছুদিন আগে বলেছে আগামী রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। যারা জাতীয় সংসদ নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, তারা ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার চেষ্টা করছে।’
আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহমেদ আযম এসব বলেন। সেখানে তিনি উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগ দেন।
বিএনপির এই নেতা বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথা বলত। এ সরকারও আগে সংস্কার পরে গণতন্ত্রের কথা বলছে। মানুষের প্রত্যাশা গণতন্ত্রে ফেরত যাওয়া, ন্যায়বিচার পাওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়ায় আমরা মাঠে আছি। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে সারা দেশে ও আমাদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।’
দেশে আবার নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে উল্লেখ করে আহমেদ আযম বলেন, ‘অর্থনীতিতে আন্তর্জাতিক রেটিং কমে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ অনেক কমে যাচ্ছে, দেশীয় বিনিয়োগ শূন্যের কোঠায়। আবার আমরা অর্থনৈতিক সংকটের দিকে অগ্রসর হচ্ছি।’
উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত বর্ধিত সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর সভাপতিত্ব করেন। এতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ বক্তব্য দেন।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও তথাকথিত রাজনৈতিক শূন্যতার প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। সংগঠনটির নাম হতে পারে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন বা নিউ পলিটিক্যাল অ্যাকশন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্ণ নামের পাশাপাশি সংক্ষেপে ‘এনপিএ’ নামেই সংগঠনটির প্রচারণা চালানো হবে।
১২ ঘণ্টা আগে
প্রায় চূড়ান্ত পর্যায়ে গিয়েও শেষ মুহূর্তে আটকে গেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের অসন্তোষে জোট নিয়ে আবার অনিশ্চয়তার আভাস মিলছে। এতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘনিয়ে এলেও জোটের ভেতরে আসন বণ্টন নিয়ে ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না।
১২ ঘণ্টা আগে
নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে কী কী কাজ করবে, ভোটের আগে ইশতেহার আকারে তা জনগণের কাছে তুলে ধরে রাজনৈতিক দলগুলো। প্রধান তিনটি দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো ইশতেহার ঘোষণা করেনি। তবে দলগুলোর নেতারা জানিয়েছেন কী থাকতে পারে তাদের এবারের ইশতেহারে।
১২ ঘণ্টা আগে
নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে কী কী কাজ করবে, ভোটের আগে ইশতেহার আকারে তা জনগণের কাছে তুলে ধরে রাজনৈতিক দলগুলো। প্রধান তিনটি দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো ইশতেহার ঘোষণা করেনি। তবে দলগুলোর নেতারা জানিয়েছেন কী থাকতে পারে তাদের এবারের ইশতেহারে।
১২ ঘণ্টা আগে