টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘একটি দল স্থানীয় নির্বাচন চাইছে। তারাই আবার কিছুদিন আগে বলেছে আগামী রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। যারা জাতীয় সংসদ নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, তারা ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার চেষ্টা করছে।’
আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহমেদ আযম এসব বলেন। সেখানে তিনি উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগ দেন।
বিএনপির এই নেতা বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথা বলত। এ সরকারও আগে সংস্কার পরে গণতন্ত্রের কথা বলছে। মানুষের প্রত্যাশা গণতন্ত্রে ফেরত যাওয়া, ন্যায়বিচার পাওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়ায় আমরা মাঠে আছি। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে সারা দেশে ও আমাদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।’
দেশে আবার নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে উল্লেখ করে আহমেদ আযম বলেন, ‘অর্থনীতিতে আন্তর্জাতিক রেটিং কমে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ অনেক কমে যাচ্ছে, দেশীয় বিনিয়োগ শূন্যের কোঠায়। আবার আমরা অর্থনৈতিক সংকটের দিকে অগ্রসর হচ্ছি।’
উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত বর্ধিত সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর সভাপতিত্ব করেন। এতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ বক্তব্য দেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘একটি দল স্থানীয় নির্বাচন চাইছে। তারাই আবার কিছুদিন আগে বলেছে আগামী রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। যারা জাতীয় সংসদ নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, তারা ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার চেষ্টা করছে।’
আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহমেদ আযম এসব বলেন। সেখানে তিনি উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগ দেন।
বিএনপির এই নেতা বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথা বলত। এ সরকারও আগে সংস্কার পরে গণতন্ত্রের কথা বলছে। মানুষের প্রত্যাশা গণতন্ত্রে ফেরত যাওয়া, ন্যায়বিচার পাওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়ায় আমরা মাঠে আছি। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে সারা দেশে ও আমাদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।’
দেশে আবার নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে উল্লেখ করে আহমেদ আযম বলেন, ‘অর্থনীতিতে আন্তর্জাতিক রেটিং কমে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ অনেক কমে যাচ্ছে, দেশীয় বিনিয়োগ শূন্যের কোঠায়। আবার আমরা অর্থনৈতিক সংকটের দিকে অগ্রসর হচ্ছি।’
উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত বর্ধিত সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর সভাপতিত্ব করেন। এতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ বক্তব্য দেন।

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১৫ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১৭ ঘণ্টা আগে