Ajker Patrika

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ঢোকার মুখে যুবদলের এক কর্মীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৫: ১৭
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ঢোকার মুখে যুবদলের এক কর্মীসহ আটক ৩

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় তল্লাশি করছে পুলিশ। আজ শুক্রবার বিএনপির কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে পল্টনের নাইটিঙ্গেল মোড়ে মহিলা দলের দুজন সদস্য ও কয়েকজন বিএনপির কর্মী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাওয়ার উদ্দেশে প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। মোড়ে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। এ সময় তিনজনকে আটক করে পুলিশ। এর মধ্যে একজন বিএনপির রূপগঞ্জ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক বলে পরিচয় দেন। তাঁর নাম সরফরাজ (২৮)। অন্যরা হলেন আল আমিন ও নাজমুল। নাজমুলের দাবি, তিনি বিএনপির কর্মী নন, পথচারী ছিলেন। আর আল আমিন নিজেকে গাড়িচালক হিসেবে দাবি করেন। 

যুবদলের কর্মী গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবুল হাসান বলেন, গত বুধবার নয়াপল্টন এলাকায় সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে আশপাশে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। 

নয়াপল্টনের পাশের এলাকায় এসে যারা বিএনপি পরিচয় দিয়ে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের আটক করছে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত