নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের সঙ্গে আলোচনা করে কোন লাভ নেই। কাজেই এ নিয়ে সময় নষ্ট করার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। তাঁর ভাষায় ‘আলাপ হবে বিলাপ। কাজেই অযথা সময় নষ্ট করে লাভ নেই। তাঁর সঙ্গে আলাপের কি আছে। আলাপ তো প্রতিদিনই করছি। তারা তাদের কথা বলছে, আমরা আমাদের কথা বলছি।’
এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না এবং সরকারের পতন অবশ্যম্ভাবী জানিয়ে গয়েশ্বর বলেন, ‘কথা পরিষ্কার-আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাব না। শেখ হাসিনা যাবে। রাজপথে যান, ঘরে ঘুমান, আন্দোলন করেন বা না করেন, শেখ হাসিনাকে যেতে হবে।
‘নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আগে নিজেরা সামলান। শ্রীলঙ্কার ওয়াসার এমডিকে দেখেছেন কীভাবে বেঁধে পচা পানি খাইয়েছে! এখানে কী হবে সেটা ভাবেন?’
‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জাতীয় ঐক্য ও অবৈধ সরকারের পদত্যাগ আজ সময়ের দাবি’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় সময় থাকতে সরে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘এখন দেশের যা অবস্থা, আমি মনে করি শেখ হাসিনাকে ঘড়ির দিকে তাকানো উচিত। উনি বোধ হয় একটা গুরুত্বপূর্ণ সময় মিস করছেন। উনি এই সময়টা যদি কাজে না লাগান, অনেক বিপদ হতে পারে। শ্রীলঙ্কার মানুষ অনেক ভদ্র। কিন্তু আমাদের দেশের মানুষ অত ভদ্র না। কাজেই যখন এই সরকারের পতন ঘটবে, তখন কি ঘটবে, সেটা একটা দুশ্চিন্তার বিষয়।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অসম্মান করা হয়েছে অভিযোগ করে রেজা কিবরিয়া বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বাদ দেন, রাষ্ট্রপতি বাদ দেন। তিনি (খালেদা জিয়া) একজন বীর উত্তমের বিধবা স্ত্রী। তাঁকে দেশে অসম্মান করা হয়। মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হলে বেগম খালেদা জিয়াকে সম্মান করতে হয়।’
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমদ খানের পরিচালনায় সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সরকারের সঙ্গে আলোচনা করে কোন লাভ নেই। কাজেই এ নিয়ে সময় নষ্ট করার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। তাঁর ভাষায় ‘আলাপ হবে বিলাপ। কাজেই অযথা সময় নষ্ট করে লাভ নেই। তাঁর সঙ্গে আলাপের কি আছে। আলাপ তো প্রতিদিনই করছি। তারা তাদের কথা বলছে, আমরা আমাদের কথা বলছি।’
এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না এবং সরকারের পতন অবশ্যম্ভাবী জানিয়ে গয়েশ্বর বলেন, ‘কথা পরিষ্কার-আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাব না। শেখ হাসিনা যাবে। রাজপথে যান, ঘরে ঘুমান, আন্দোলন করেন বা না করেন, শেখ হাসিনাকে যেতে হবে।
‘নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আগে নিজেরা সামলান। শ্রীলঙ্কার ওয়াসার এমডিকে দেখেছেন কীভাবে বেঁধে পচা পানি খাইয়েছে! এখানে কী হবে সেটা ভাবেন?’
‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জাতীয় ঐক্য ও অবৈধ সরকারের পদত্যাগ আজ সময়ের দাবি’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় সময় থাকতে সরে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘এখন দেশের যা অবস্থা, আমি মনে করি শেখ হাসিনাকে ঘড়ির দিকে তাকানো উচিত। উনি বোধ হয় একটা গুরুত্বপূর্ণ সময় মিস করছেন। উনি এই সময়টা যদি কাজে না লাগান, অনেক বিপদ হতে পারে। শ্রীলঙ্কার মানুষ অনেক ভদ্র। কিন্তু আমাদের দেশের মানুষ অত ভদ্র না। কাজেই যখন এই সরকারের পতন ঘটবে, তখন কি ঘটবে, সেটা একটা দুশ্চিন্তার বিষয়।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অসম্মান করা হয়েছে অভিযোগ করে রেজা কিবরিয়া বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বাদ দেন, রাষ্ট্রপতি বাদ দেন। তিনি (খালেদা জিয়া) একজন বীর উত্তমের বিধবা স্ত্রী। তাঁকে দেশে অসম্মান করা হয়। মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হলে বেগম খালেদা জিয়াকে সম্মান করতে হয়।’
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমদ খানের পরিচালনায় সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

কমিটিতে সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পিসহ ২৮ জন সহসভাপতি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ ২৫ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, সহসভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক পদে রয়েছেন তারেক আজাদ।
৫ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
১০ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
১১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
১৪ ঘণ্টা আগে