নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানোর জন্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে আল্লাহর কাছে বিচার দিলেন লক্ষ্মীপুরের কৃষক দলের নেতা বোরহান উদ্দিন। দুই চোখ হারানো বোরহান বলেন, ‘আমাদের কি অপরাধ ছিল? আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছিলাম। এরপরও কেন আপনারা গুলি করেছিলেন?’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ম্যাডাম হাসিনা। আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি। আল্লাহ আপনার বিচার করবে।’
গত ১৮ জুলাই লক্ষ্মীপুরে বিএনপির কেন্দ্রঘোষিত পদযাত্রার কর্মসূচি পালন করতে গিয়ে দুই চোখ হারান কৃষক দলের নেতা বোরহান। ওই দিন পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিতে কৃষক দলের আরেক নেতা সজীব হোসেনের মৃত্যু হয়। অনেকে আহত হন, দৃষ্টিশক্তি হারান অনেকে।
আজ বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করে বিএনপি। বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ওই অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ও তাঁদের স্বজনেরা অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে পুত্র হত্যার বিচার চান সজীবের বাবা আবু তাহের।
ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে আছি, দল আপনাদের সঙ্গে আছে।’
তিনি বলেন, ‘এক যুগেরও বেশি সময় ধরে আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। লড়াই করতে গিয়ে আমাদের নেতা-কর্মীরা গুম-খুনের শিকার হয়েছেন, প্রতিদিনই মামলা-হামলা ও গ্রেপ্তারের শিকার হচ্ছেন তারা। লক্ষ্মীপুরে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে আমাদের ভাইয়ের প্রাণ গেছে, চোখ অন্ধ করে দিয়েছে। এখন আমাদের আমাদের সামনে একটাই পথ এই সরকারকে সরাতে হবে।’
ফখরুল বলেন, ‘দেশের মানুষ আমাদের সঙ্গে আছে, তাঁরা আজকে রাস্তায় নেমে এসেছে, তাঁরা আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাবে।’

পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানোর জন্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে আল্লাহর কাছে বিচার দিলেন লক্ষ্মীপুরের কৃষক দলের নেতা বোরহান উদ্দিন। দুই চোখ হারানো বোরহান বলেন, ‘আমাদের কি অপরাধ ছিল? আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছিলাম। এরপরও কেন আপনারা গুলি করেছিলেন?’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ম্যাডাম হাসিনা। আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি। আল্লাহ আপনার বিচার করবে।’
গত ১৮ জুলাই লক্ষ্মীপুরে বিএনপির কেন্দ্রঘোষিত পদযাত্রার কর্মসূচি পালন করতে গিয়ে দুই চোখ হারান কৃষক দলের নেতা বোরহান। ওই দিন পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিতে কৃষক দলের আরেক নেতা সজীব হোসেনের মৃত্যু হয়। অনেকে আহত হন, দৃষ্টিশক্তি হারান অনেকে।
আজ বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করে বিএনপি। বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ওই অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ও তাঁদের স্বজনেরা অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে পুত্র হত্যার বিচার চান সজীবের বাবা আবু তাহের।
ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে আছি, দল আপনাদের সঙ্গে আছে।’
তিনি বলেন, ‘এক যুগেরও বেশি সময় ধরে আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। লড়াই করতে গিয়ে আমাদের নেতা-কর্মীরা গুম-খুনের শিকার হয়েছেন, প্রতিদিনই মামলা-হামলা ও গ্রেপ্তারের শিকার হচ্ছেন তারা। লক্ষ্মীপুরে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে আমাদের ভাইয়ের প্রাণ গেছে, চোখ অন্ধ করে দিয়েছে। এখন আমাদের আমাদের সামনে একটাই পথ এই সরকারকে সরাতে হবে।’
ফখরুল বলেন, ‘দেশের মানুষ আমাদের সঙ্গে আছে, তাঁরা আজকে রাস্তায় নেমে এসেছে, তাঁরা আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাবে।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
৩ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
৫ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
৫ ঘণ্টা আগে
দলের ঘোষিত আটটি অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতির কাঠামো কূটনৈতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের জানিয়েছে বিএনপি। দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও মসজিদ-মাদ্রাসাভিত্তিক ধর্মীয় নেতাদের জনকল্যাণমুখী কর্মকাণ্ড কীভাবে এগিয়ে নেবে, তা
৬ ঘণ্টা আগে