নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছয় দফাকে কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয় না বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু। আজ শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণফোরাম সভাপতি জননেতা মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘উৎপাদনহীন খাতে বরাদ্দের নামে মহা লুটপাট করছে কিন্তু বেকার-যুবকদের জন্য কোনো কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেই। উন্নয়নের যে কল্পকাহিনী সরকার শোনাচ্ছে এগুলো জনগণের উন্নয়ন নয়, সুবিধাভোগী দুর্নীতিবাজদের উন্নয়ন।’
সরকারকে উদ্দেশ্য করে মোহসীন মন্টু বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দুঃশাসনের রাজত্ব কায়েম করে মুক্তিযুদ্ধের অঙ্গীকার থেকে বহুদূর চলে গেছেন। ছয় দফাকে কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয় না। পাকিস্তান আমলে ভোট-ভাতের অধিকার নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি ৫০ বছর পরেও ভোটের অধিকারের জন্য লড়াই করছি।
প্রধান বক্তার বক্তব্যে গণফোরাম নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, ‘ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সরকার প্রতিনিয়ত সংবিধান পরিপন্থী কর্মকাণ্ড পরিচালনা করে ত্রাসের রাজত্ব কায়েম করছে। মুক্তিযুদ্ধ করেছিলাম ধনী-গরিবের বৈষম্য কমাতে কিন্তু এরা দুর্নীতির মাধ্যমে আরও বৈষম্য সৃষ্টি করছে। এই সরকার একের পর এক ইস্যু তৈরি করে জনগণের চোখে ধুলো দিচ্ছে। আইয়ুব-ইয়াহিয়াকেও উন্নয়নের ঢাকঢোল বাজাতে দেখেছি কিন্তু ক্ষমতা চিরস্থায়ী করতে পারেনি।’
বিশেষ অতিথির বক্তব্যে গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘পাকিস্তানিরা দেশকে মেধা শূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। নিজ ছাত্র ও অন্যান্য সন্ত্রাসীদের দ্বারা শিক্ষকেরা লাঞ্ছিত হচ্ছে এর অন্যতম কারণ রাষ্ট্রের বিচারহীনতা। ইতিহাস বিকৃতকারী সরকার হিসেবে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে।’
সম্মেলনের উদ্বোধনকালে গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মহসীন রশিদ বলেন, রাষ্ট্রের অরাজকতা ভয়াবহ সংকটের দিকে ধাবিত করছে।
গণফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব মো. তাজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন গণফোরাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানীসহ প্রমুখ। গণফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে হাবিবুর রহমান বুলুকে সভাপতি ও জনাব মো. তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

ছয় দফাকে কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয় না বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু। আজ শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণফোরাম সভাপতি জননেতা মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘উৎপাদনহীন খাতে বরাদ্দের নামে মহা লুটপাট করছে কিন্তু বেকার-যুবকদের জন্য কোনো কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেই। উন্নয়নের যে কল্পকাহিনী সরকার শোনাচ্ছে এগুলো জনগণের উন্নয়ন নয়, সুবিধাভোগী দুর্নীতিবাজদের উন্নয়ন।’
সরকারকে উদ্দেশ্য করে মোহসীন মন্টু বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দুঃশাসনের রাজত্ব কায়েম করে মুক্তিযুদ্ধের অঙ্গীকার থেকে বহুদূর চলে গেছেন। ছয় দফাকে কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয় না। পাকিস্তান আমলে ভোট-ভাতের অধিকার নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি ৫০ বছর পরেও ভোটের অধিকারের জন্য লড়াই করছি।
প্রধান বক্তার বক্তব্যে গণফোরাম নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, ‘ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সরকার প্রতিনিয়ত সংবিধান পরিপন্থী কর্মকাণ্ড পরিচালনা করে ত্রাসের রাজত্ব কায়েম করছে। মুক্তিযুদ্ধ করেছিলাম ধনী-গরিবের বৈষম্য কমাতে কিন্তু এরা দুর্নীতির মাধ্যমে আরও বৈষম্য সৃষ্টি করছে। এই সরকার একের পর এক ইস্যু তৈরি করে জনগণের চোখে ধুলো দিচ্ছে। আইয়ুব-ইয়াহিয়াকেও উন্নয়নের ঢাকঢোল বাজাতে দেখেছি কিন্তু ক্ষমতা চিরস্থায়ী করতে পারেনি।’
বিশেষ অতিথির বক্তব্যে গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘পাকিস্তানিরা দেশকে মেধা শূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। নিজ ছাত্র ও অন্যান্য সন্ত্রাসীদের দ্বারা শিক্ষকেরা লাঞ্ছিত হচ্ছে এর অন্যতম কারণ রাষ্ট্রের বিচারহীনতা। ইতিহাস বিকৃতকারী সরকার হিসেবে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে।’
সম্মেলনের উদ্বোধনকালে গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মহসীন রশিদ বলেন, রাষ্ট্রের অরাজকতা ভয়াবহ সংকটের দিকে ধাবিত করছে।
গণফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব মো. তাজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন গণফোরাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানীসহ প্রমুখ। গণফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে হাবিবুর রহমান বুলুকে সভাপতি ও জনাব মো. তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারাসহ ৫১ জন। গতকাল শনিবার প্রথম দিন ৭০টি আবেদনের শুনানিতে ৫২টি মঞ্জুর করেছে নির্বাচন
১ ঘণ্টা আগে
নামের আগে ‘মাননীয়’ বলতে বারণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বনানীর হোটেল শেরাটনে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই অনুরোধ করেন। তারেক রহমান বলেন, ‘আমার নামের আগে “মাননীয়” বলবেন না।’
৩ ঘণ্টা আগে
বর্তমানে দেশে সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই বলে অভিযোগ করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। আজ শনিবার রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এ কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশানের কার্যালয়ে দুজনের সাক্ষাৎ হয়।
৪ ঘণ্টা আগে