
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা, সংস্কারপ্রক্রিয়া এবং বর্তমান রাজনৈতিক সংকট ও এর সমাধান নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সাখাওয়াত ফাহাদ।
সাখাওয়াত ফাহাদ

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা, সংস্কার প্রক্রিয়া এবং বর্তমান রাজনৈতিক সংকট ও এর সমাধান নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সাখাওয়াত ফাহাদ।
আজকের পত্রিকা: শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, অন্তর্বর্তী সরকার গত পাঁচ মাসে তা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে?
জোনায়েদ সাকি: মানুষ পুরো রাষ্ট্রব্যবস্থাটার খোলনলচে বদলে দিতে চায়। মানুষ একটা গণতান্ত্রিক ব্যবস্থা চায়, যেখানে জবাবদিহিতা থাকবে। সুযোগের সমতা থাকবে, সবাই নিজেকে একটা বিকাশ বা উন্নতির দিকে নিয়ে যাওয়ার সুযোগ পাবে। একটা ব্যবস্থা যেখানে সবাইকে ধারণ করা হবে। এ রকম রাষ্ট্রব্যবস্থা তো রাতারাতি প্রতিষ্ঠা করা সম্ভব না। অনেকে ভেবেছিলেন একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। সংবিধান স্থগিত করে দেওয়া হবে, প্রতিষ্ঠানগুলো ভেঙে দিয়ে নতুন করে গঠন করা হবে। সেই রকম বাস্তবতাটা তৈরি হয়নি। তা না হওয়ার ফলে বিদ্যমান ব্যবস্থা রেখেই কয়েকটা পরিবর্তনে যেতে হবে। সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে। তারা প্রস্তাব তৈরি করছে এবং রিপোর্টও পেশ করেছে। সেসব নিয়ে সরকার রাজনৈতিক দল, শিক্ষার্থী, নানান শ্রেণি–পেশার অংশীজনসহ সকল স্টেকহোল্ডারের সঙ্গেই কথা বলবেন। এই কথা বলার মত দিয়ে একটা ন্যূনতম জাতীয় ঐকমত্য তৈরি হবে যে, কোন কোন সংস্কার বা পরিবর্তনগুলো সামনে আসবে। সেই পরিবর্তনগুলো তখন কীভাবে বাস্তবায়ন হবে, অনেকগুলো হচ্ছে নির্বাচনের আগেই হয়তো বাস্তবায়ন করা সম্ভব। আবার অনেকগুলো মৌলিক কাঠামোগত প্রশ্ন আছে, যেগুলো নির্বাচনের মধ্য দিয়ে সম্পন্ন করতে হবে। ফলে সংস্কার ব্যাপারটা যেমন নির্বাচনের জন্য দরকার, আবার সংস্কারের জন্যও নির্বাচন দরকার। এই পুরো প্রচেষ্টা চলমান আছে। মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়ে গেছে, এটা বলব না কিন্তু; এটা বলব মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথটা এগিয়ে চলেছে।
আজকের পত্রিকা: অভ্যুত্থানের সময় নিহতদের পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠছে। চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা যাচ্ছে না কেন?
জোনায়েদ সাকি: এটা অত্যন্ত দুঃখজনক, বিব্রতকর। জুলাই–আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, তাঁদের যথাযথ জাতীয় মর্যাদায় অধিষ্ঠিত করা এবং তাঁদের পরিবারের দায়িত্ব গ্রহণ করা, আহতদের চিকিৎসা নয়, তাদের পুরো ভবিষ্যতের দায়িত্ব গ্রহণ করা—এটা সরকারের অগ্রাধিকার হতে হবে। যাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই অভ্যুত্থান তৈরি হয়েছে এবং এই সরকারও গঠিত হয়েছে, তারা নিঃসন্দেহে অগ্রাধিকারের তালিকায় থাকা দরকার। বাংলাদেশের চিকিৎসাব্যবস্থার দুর্বলতাগুলো আমরা জানি, কিন্তু এই দুর্বলতার কথা বলে আহতদের যদি আহাজারি করতে হয়, তাহলে সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা জায়গা হবে। অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। কাজ করছে না, একেবারে তা নয়। কিন্তু তারপরও আহতের সংখ্যা এতই বেশি যে অনেকেই আওতার বাইরে থাকছেন। ফলে আরও অধিকতর মনোযোগ, প্রতিনিয়ত তত্ত্বাবধান দরকার।
আজকের পত্রিকা: আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে, এমন অভিযোগ উঠছে। আপনার কি মনে হয়, সরকারের কথা সংশ্লিষ্টরা শুনছে না?
জোনায়েদ সাকি: তিনটা দিক আছে। প্রথমত, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান অংশ ‘পুলিশ’। এই বাহিনীটাকে জনগণের বিরুদ্ধে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। তাদের নৈতিক জায়গাটা ভেঙে পড়েছিল। একটা দেশে পুলিশ কতটা অনাস্থার জায়গায়, সেটা পুলিশ নিজেরাই অনুভব করছে। তারা জনগণের মুখোমুখি হতে পারছে না। দ্বিতীয়ত, এই ভেঙে পড়া বাহিনীকে পুনর্গঠনের কাজটা শক্ত কাজ এবং মনে রাখা দরকার—এর মধ্যে অনেক ব্যক্তিরাই আছেন, যারা সরাসরি পতিত সরকারের একেবারেই এমন দোসর ছিলেন—যারা আইন, নিয়মকানুন, প্রাতিষ্ঠানিক বিধিমালা—এগুলো সব পায়ে দলিয়ে জনগণের ওপর অত্যাচার করেছে। ফলে এই লোকগুলোকে চিহ্নিত করা এবং পুরো প্রতিষ্ঠানটাকে আবার পুনর্গঠনের কাজটা কিছুটা সময়সাপেক্ষ।
যারা পতিত সরকারের দোসর ছিল, তারা ঠিকঠাক মতন কাজ করছেন কি না—সেটা প্রশ্ন হিসেবে থেকেই যাচ্ছে। অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা, সরকারকে ব্যর্থ দেখানোর চেষ্টাও দেখা গেছে। শেষ দিকটা হচ্ছে, এতগুলো বাস্তবতার মোকাবিলা করেই পুনর্গঠন করতে হবে এবং পুলিশকে কার্যকর করতে হবে। পুলিশ এবং জনগণের মধ্যে ন্যূনতম যে আস্থার জায়গা দরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য সেই জায়গাটাতে আমাদের পৌঁছাতে হবে।
আজকের পত্রিকা: গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান ঘটেছে, এমন অভিযোগ অনেকের। এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কী?
জোনায়েদ সাকি: যাদের সাম্প্রদায়িক গোষ্ঠী বলা হচ্ছে, তারা হঠাৎ করে আসেনি। তারা আগে থেকেই এখানে অবস্থান করছিল। বর্তমান সরকারের দিক থেকে যেহেতু তুলনামূলকভাবে দমন–পীড়নের মাধ্যমে শাসন কিংবা রাষ্ট্র পরিচালনা কম করা হচ্ছে, তুলনামূলক স্বাধীন পরিস্থিতি আছে ফলে সবাই সারফেসে এসেছে। সমাজে প্রকৃত বাস্তবতা, যা তা সামনে আসাই উত্তম এবং সেই অনুযায়ীই সমাজের বাকিদের ভূমিকার জায়গাটা তৈরি করতে হবে। বাংলাদেশের মানুষ একটা উদার গণতান্ত্রিক জায়গা চায়, শান্তিপূর্ণ সহাবস্থান চায়।
বিভিন্ন রাজনৈতিক বিশ্বাস কিংবা জীবনচর্চা, ধর্ম, জাতি, লিঙ্গীয় পরিচয়ের পার্থক্য আছে, ফলে বহু রকম যে পার্থক্য, সেটা বাস্তব এবং তা থাকবে। কিন্তু সেই পার্থক্যের মধ্যে আমরা কীভাবে সহাবস্থান করতে পারব, একটা মিলনাত্মক সমাজের মধ্যে থাকতে পারব—সেইটা আমাদের লক্ষ্য। রাষ্ট্রের দায়িত্ব সেই অবস্থাটা বজায় রাখা। আইনপ্রয়োগকারী সংস্থা দিয়ে কাউকে হয়তো দমন করতে পারেন, কিছুটা সময়ের জন্য লুকিয়ে রাখতে পারেন, বাস্তবতাকে তাতে বাস্তবতার বদল ঘটে না। বরং এ ধরনের পদ্ধতিতে যেটা হয়, যাদের আপনি দমন করতে চাইছেন, তারাই তলে তলে আরও বেড়ে ওঠে।
আজকের পত্রিকা: জুলাই ঘোষণাপত্র নিয়ে আপনাদের অবস্থান কী?
জোনায়েদ সাকি: জুলাই–আগস্ট অভ্যুত্থানের প্রেক্ষাপট, অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে জন আকাঙ্ক্ষা এবং বাংলাদেশ ভবিষ্যতে কোন দিকে যাবে, সেটার একটা দিকনির্দেশনা অভ্যুত্থানের মধ্যে ছিল। সেগুলো যদি কোনো একটা রাজনৈতিক দলিলে সন্নিবেশিত হয়, যেটা ভবিষ্যতে আমাদের জন্য একটি রেফারেন্স পয়েন্ট হতে পারে, সেটা তো জরুরি মনে করি। কিন্তু সেটা সবাই মিলে তৈরি হওয়া দরকার। এ রকম একটা জায়গা কেউ এককভাবে তৈরি করাটা ঠিক হবে না। যখন আপনি একটা জাতীয় কিংবা সম্মিলিত ঘোষণা আকারে গ্রহণ করতে চাইবেন, তখন সেটাতে সকলের মতামতের ভিত্তিতেই হতে হবে।
কী ধরনের ঘোষণা হবে, সেটাও নির্ধারণ করতে হবে। এটা কি কোন ঘোষণা হবে, নাকি প্রোক্লেমেশন যে অর্থে ব্যবহৃত হয় রাজনৈতিকভাবে, আইনের দিক থেকে। প্রোক্লেমেশন হয়েছিল ১৯৭১ সালের ১০ এপ্রিল। সেটার মধ্য দিয়ে আমাদের এই রাষ্ট্র পত্তন হয়েছিল। আমরা কি আরেকটা নতুন রাষ্ট্র পত্তন করতে চাচ্ছি? সেইটা প্রশ্ন আকারে আসবে। প্রোক্লেমেশনের যে আইনি ভিত্তি, সেটা নিয়ে এখন ঐক্য তৈরি হবে কি না—রাজনৈতিকভাবে সেটাও একটা প্রশ্ন। ফলে ওই আইনি দিকের বাইরে যদি একটা ঘোষণা থাকে যে ঘোষণা ভবিষ্যতের রাজনীতি রেফারেন্স এবং অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা সংবলিত জনগণের দলিল হিসেবে থাকবে, সে ক্ষেত্রে এটা তৈরি হতে আমি বাধা দেখি না। কিন্তু প্রয়োজনীয় যে সময় এবং উদ্যোগ সেটা দরকার।
আজকের পত্রিকা: গত ৫ আগস্টের আগের সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলনের সময় দলগুলোর মধ্যে একধরনের ঐক্য ছিল। এখন কয়েকটি দল ও সংগঠনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। এই বিরোধকে কীভাবে মূল্যায়ন করেন?
জোনায়েদ সাকি: গণতান্ত্রিক ব্যবস্থা মানে অনেক রাজনৈতিক দল থাকবে। আর অনেক রাজনৈতিক দল থাকা মানে রাজনৈতিকভাবে যে মতপার্থক্য আছে, সেটাও কাজ করবে। সেটা প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় রূপ নেবে—এমনি বিরোধেও রূপ নিতে পারে। এটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই কিন্তু ঘটে। একটা গণতান্ত্রিক ব্যবস্থার শক্তির পরীক্ষা হয়, এই প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এবং বিরোধকে কীভাবে ব্যবস্থা ধারণ করে। যত বেশি ধারণ করতে পারে, গণতান্ত্রিক ব্যবস্থা তত শক্তিশালী হয়। আমরা এখন একটি গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে চাইছি।
এটা মনে রাখা দরকার যে এই ঐতিহাসিক দায়িত্ব আমাদের আছে যে একটা রাজনৈতিক ব্যবস্থা নির্মাণ করতে হবে, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে পৌঁছাতে হবে এবং সেটাকে কার্যকর করে তুলতে আমাদের ঐক্যের জায়গাটা দরকার। এই নতুন বন্দোবস্ত বা ব্যবস্থাটা আমাদের সবার জন্যই প্রযোজ্য। ফলে রুলস অব দ্য গেম তৈরির যে ঐতিহাসিক দায় তা আমাদের সবার জন্যই প্রযোজ্য। সে জন্য আমাদের ঐক্য দরকার আবার রাজনৈতিক কারণেই প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতাও খুব স্বাভাবিক। কিন্তু এই দুটো একসঙ্গে যদি চলে তাহলে এমন অনেক সময় হয়, ঐক্যের জায়গাটা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেটা সতর্ক থাকা দরকার।
আজকের পত্রিকা: এই বিরোধ থেকে দলগুলোর মধ্যে সংঘাত হতে পারে, এমন আশঙ্কা কি আপনি দেখেন?
জোনায়েদ সাকি: বিরোধের দিকটা যেমন আছে, তেমনি ঐক্যের আওয়াজটাও আছে। আমরা শুরু থেকেই কথা বলছি এবং স্পষ্টভাবে ঐক্যের জায়গাটাকে মানুষের মধ্যে হাজির করার চেষ্টা করছি। মানুষের মধ্যে সেই ঐক্যের আগ্রহের ধারাটাও আছে বলেই এখনো ঐক্য ভেঙে পড়েনি। কাজেই যারা ঐক্যের দিকটি খেয়াল রাখবেন না, দায়িত্বের জায়গাটাকে ভুলে যাবেন, নিজেদের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতাকেই বড় করে তুলবেন, তাঁরা তো আসলে মানুষের কাছে দায়ী থাকবেন এবং মানুষ তাঁদের গ্রহণ করবে না। কেউ যদি মনে করে, আমরা যা বলছি সেটাই একমাত্র জন–আকাঙ্ক্ষা, সবচেয়ে ভালো কর্মসূচি এবং সেটাই বাস্তবায়ন, গ্রহণ করতে হবে তাহলে সেই আচরণটা গণতান্ত্রিক হবে না। গণতান্ত্রিক ব্যবস্থা মানেই হচ্ছে, অন্যকে স্বীকার করে নিয়েই আপনাকে এগোতে হবে।
আজকের পত্রিকা: শিক্ষার্থীদের প্রতিনিধি থাকায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ দলটির এ অবস্থানের সমালোচনা করেছেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সরকারে ও সাংবিধানিক পদে নিয়োগে তদবির ও চাপ প্রয়োগ করছে দলগুলো। এমন বক্তব্য সরকারের অবস্থানকে দুর্বল করে কি না?
জোনায়েদ সাকি: অনেকেই তো অনেক রকম বক্তব্য দিচ্ছেন, সব বক্তব্য নিয়ে তো আর বক্তব্য দেওয়া সব সময় আমি ঠিক সমীচীন মনে করি না। একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সরকারের ভূমিকা কী রকম? মানুষ মনে করে যে সরকার নিজে কোনো পক্ষ নয়। রাজনৈতিকভাবে সকল পক্ষের মধ্যে একটা কার্যকর নিরপেক্ষতা বজায় রেখে তারা আগামী যে রাজনৈতিক উত্তরণের কাজটি করবেন, সেটা সংস্কার এবং নির্বাচন সব দিক থেকে। ফলে এই সরকারের ভূমিকা যাতে পক্ষপাতদুষ্ট হচ্ছে, এমন কোনো পরিস্থিতি না হয়—সেটাই মানুষ আকাঙ্ক্ষা করে। সেটা কখন হতে পারে?
যেহেতু শিক্ষার্থীরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, তারা একটা রাজনৈতিক দল করবে, রাজনৈতিক দল ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু রাজনৈতিক দল গঠনটা তো জনগণের ভেতর থেকে হওয়া উচিত। ক্ষমতা কাজে লাগিয়ে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হলে তো এটা নতুন দলের জন্যও ইতিবাচক হবে না। শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে, যাতে মানুষের মধ্যে এমন ধারণা তৈরি না হয়। ফলে রাজনৈতিক দল গঠন করলে বর্তমানে যারা শিক্ষার্থীদের প্রতিনিধি আকারে সরকারের দায়িত্ব নিয়েছেন, তাঁরা কী করবেন তাঁদের ভাবা দরকার। তাঁদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তাঁরা আসলে কোথায় অবস্থান করবেন। রাজনৈতিক দল হয়ে যাওয়ার পরে সেই দলের সমর্থকেরা যখন সরকারে থাকেন, তখন অন্য দলের সমর্থকেরাও বলেন, সরকারে তো আমাদের প্রতিনিধিত্ব নেই। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেখানে পক্ষপাতের প্রশ্নও উঠতে পারে।
আজকের পত্রিকা: জাতীয় নাগরিক কমিটি থেকে একটি নতুন দল আগামী ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই দলে আপনার সংগঠনেরও কয়েকজন আছে। এ বিষয়টি কীভাবে দেখেন?
জোনায়েদ সাকি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি কিন্তু কোনো রাজনৈতিক দল না। দুটোই প্ল্যাটফর্ম। আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছে, যেখানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ছিল, এখনো আছে। জাতীয় নাগরিক কমিটি যখন গঠন করা হয় তখনো একই কথা বলা হয়েছিল, এটা একটা কমন প্ল্যাটফর্ম হবে, যেখানে বিভিন্ন দলের প্রতিনিধিরাও থাকতে পারেন। এখন এটা থেকে যখন একটা রাজনৈতিক দল গঠিত হবে, তখন এখান থেকে অনেকেই হয়তো সেই রাজনৈতিক দলে যেতে পারেন। কিন্তু সবাই যাবেন, এমনটা হয়তো নয়। ফলে রাজনৈতিক দল গঠনের পরে আসলে বোঝা যাবে, কারা আসলে ঠিক কমন প্ল্যাটফর্মে থাকতে চান এবং কারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে যেতে চান।
আজকের পত্রিকা: অন্তর্বর্তী সরকার দুই দফা সর্বদলীয় বৈঠক করেছে? এমন বৈঠক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাজে লাগছে কি? কীভাবে?
জোনায়েদ সাকি: অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে কয়েকবার বসেছে, সেগুলো নির্দিষ্ট ইস্যুভিত্তিক। আমরা যেটা শুরু থেকে বলেছিলাম, একটা কাঠামো তৈরি করলে সরকারের জন্য ভালো হতো। জাতীয় ঐকমত্য তৈরির যে দায়িত্বটা আমাদের আছে, সেটা বজায় রাখতেও সুবিধা হতো। একটা ‘জাতীয় রাজনৈতিক কাউন্সিল’ গঠন করা যায় কি না। আন্দোলনের যত স্টেকহোল্ডার আছে শিক্ষার্থী, রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে নিয়ে সরকার একটা জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করলে যেটা নিয়মিত বিরতিতে সভা করবে, দৈনন্দিন যে রাষ্ট্র পরিচালনা, তাতে তারা মতামত দিতে পারবে—অন্যদিকে রাজনৈতিক উত্তরণের যে কাজ, সেই কাজেও একটা ঐকমত্য তৈরির জায়গাটা সুবিধাজনক হবে। সেটা আসলে করা এখনো হয়নি। একটা জায়গা দেখা যাচ্ছে যে যত আলোচনা হওয়া দরকার সেটা হচ্ছে না। ফলে একটা দূরত্বের জায়গা তৈরি হচ্ছে। এই দূরত্বটা যাতে বেশি না হয়ে যায়। তাহলে আমরা যে উত্তরণের জায়গায় যেতে চাচ্ছি, তা ক্ষতিগ্রস্ত হতে পারে।
আজকের পত্রিকা: চারটি সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে। এসব প্রতিবেদনের প্রধান কোন কোন প্রস্তাবের সঙ্গে আপনি একমত?
জোনায়েদ সাকি: দুটি বড় ক্ষেত্রে নজর দিতে হবে, বিদ্যমান সংবিধান একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারছে কি না। আমাদের দেশে জাতি, ধর্ম, লিঙ্গীয় পরিচয়, রাজনৈতিক বিশ্বাস কিংবা জীবনচর্চা নির্বিশেষে প্রত্যেকে নাগরিক হিসেবে বিবেচিত হবেন এবং আমরা একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ তৈরি করতে পারব। এইটা আমাদের নিশ্চিত করতে হবে। সংবিধানের দৃষ্টিভঙ্গি, দর্শন বা আদর্শ সেই জায়গাটা সেভাবেই থাকা দরকার। অবশ্যই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১০ এপ্রিলের প্রথম ঘোষণাপত্র, আমাদের প্রথম সংবিধান, জাতীয় ঐকমত্য, সেইটার ভিত্তিতেই আমাদের ’২৪–এর অভ্যুত্থানকে ধারণ করা দরকার। দ্বিতীয় হচ্ছে, ক্ষমতা কাঠামো, যেটা ছিল মূলত আমাদের বড় সমস্যার জায়গায়। ক্ষমতা কাঠামোটা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে সব ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। তাকে সংবিধানের ঊর্ধ্বেই জায়গা দেওয়া হয়েছে, ন্যূনতম কোনো জবাবদিহির জায়গা নেই। এটার বিপরীত জায়গাটা আমাদের তৈরি করতে হবে। জবাবদিহিপূর্ণ একটা সরকারব্যবস্থা যদি তৈরি হয়, সরকার যারাই হবে, জনগণের কাছে যাতে তাদের জবাবদিহি করতে হয়। সেই ব্যবস্থাটা সৃষ্টি করা দরকার।
আজকের পত্রিকা: কোন কোন প্রস্তাব দেশের দীর্ঘমেয়াদি স্বার্থের দিক থেকে ক্ষতিকর হতে পারে?
জোনায়েদ সাকি: যেগুলোতে ঐকমত্য হবে, সেগুলো সকলের মতামতের ভিত্তিতেই হবে। ফলে প্রস্তাব নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু আছে। প্রস্তাব নিয়ে উদ্বিগ্ন হওয়ার চেয়ে আমাদের উচিত ন্যূনতম যে জাতীয় ঐকমত্য হবে, সেখানে দাঁড়ানো এবং ঐকমত্য কীভাবে বাস্তবায়ন হবে—এটা খুব গুরুত্বপূর্ণ। আগামী সংসদ নির্বাচনটা যদি একটা সাধারণ সংসদ হয়, তাহলে এই ঐকমত্যের জায়গাটা বাস্তবায়ন করতে হবে সংশোধনী আকারে। সংশোধনী করলে আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারেন। কারণ, আদালত সংবিধানের অভিভাবক। তাই এই সংস্কার প্রস্তাবগুলোতে একটা জাতীয় ঐকমত্য দরকার। এটা যে জনগণের অভিপ্রায়, সেটা আমাদের প্রকাশ করার জন্য সংসদ নির্বাচনটাকে একটা সংবিধান সংস্কার সভার নির্বাচন আকারে দেখা দরকার।
গণপরিষদ হিসেবেও গঠন করা যেতে পারে। গণপরিষদের একটা বিষয় হচ্ছে, অনেকে মনে করেন সংবিধান স্থগিত করে গণপরিষদ গঠন করতে হবে। কিন্তু সংবিধান সংস্কার সভা যদি আমরা করি, তাহলে সে ক্ষেত্রে সংবিধান স্থগিত না করেই সংবিধানের যে সংস্কারগুলো হবে, সেটা একটা জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় হিসেবেই গণ্য হবে। ফলে সংস্কারকৃত সংবিধানটির সুরক্ষা দেওয়া আদালতের কাজ হবে। এই জায়গা থেকেই আমাদের পদ্ধতিটা নিয়ে চিন্তা করা দরকার।
আজকের পত্রিকা: শেখ হাসিনার সরকারের সময় দুর্নীতি, গুম, খুন ও অর্থ পাচারসহ বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগে অনেকের বিরুদ্ধে অনেকটা একই ধাঁচে মামলা হচ্ছে। আপনার কি মনে হয়, এ অভিযোগগুলো আদালতে প্রমাণ করা যাবে?
জোনায়েদ সাকি: মামলার ধরনগুলো থেকে বোঝা যাচ্ছে যে পুরোনো কায়দাটা বজায় রাখা হয়েছে। যারা মামলা করছেন, নিচ্ছেন, পুলিশ এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলো তারা আগের মতোই কাজ করছেন। এখানে নতুন ব্যবস্থা আসা দরকার। না হলে অনেক দুর্বলতা নিয়েই এই বিচারের প্রশ্নটা এগোবে। অথচ মানুষ ন্যায়বিচার চায়। ন্যায়বিচার আমাদের নতুন যাত্রার প্রধান ভিত্তি হওয়া দরকার। বাংলাদেশের মানুষ লুটপাট, দুর্নীতি, গুম, খুন এবং শেষ পর্যন্ত জুলাই আগস্টের নির্বিচারে হত্যাকাণ্ড এই সবকিছুর বিচার চায়। শুধু এগুলোর জন্য নয়, একটা ন্যায়বিচারের কাঠামো তৈরি করতে হবে, যাতে আমাদের পুরোনো বিচারগুলোও ঠিকঠাক হয়। মানুষ আস্থা আনতে পারে। এখানে অপরাধীদেরও আস্থার জায়গাটা দরকার। তাহলেই আপনি সমাজে একটা রাজনৈতিক ব্যবস্থাকে কার্যকর করতে পারবেন। তবে যে প্রথাগত পদ্ধতিতে চলছে এবং এটাই যদি বহাল থাকে, তাহলে আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না।
আজকের পত্রিকা: শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের আচরণকে কীভাবে দেখেন?
জোনায়েদ সাকি: ৫ আগস্টের আগে এবং পরে ভারতের যে ভূমিকা, সেটা পরিষ্কারভাবেই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে যাচ্ছে না। তারা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে কোনো রকম গুরুত্ব না দিয়েই তাদের নিজেদের সংকীর্ণ স্বার্থে একটি বিশেষ দলকে ক্ষমতায় রাখতে যেভাবে তারা তাদের অবস্থান ঘোষণা করেছে, সেইটা মানুষ গ্রহণ করেনি। জুলাই–আগস্ট অভ্যুত্থান পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমাদের দেশের রাজনীতি আমরাই নিয়ন্ত্রণ করব। ভারত এখানে আমাদের রাজনীতি নির্ধারণের জায়গায় যাবে না। ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই, কিন্তু সেটা আমাদের স্বার্থের ভিত্তিতে। শুধু ভারতের বিষয়ে নয়, সারা দুনিয়ার সঙ্গেই। ভারত যত দ্রুত এর সঙ্গে মানিয়ে নেবে, নতুন বাস্তবতায় ভারত সুসম্পর্ক করতে চাইবে, তত উভয় দেশের জন্য স্বস্তিকর।
আজকের পত্রিকা: গণ-অভ্যুত্থানের পর মাজার, মন্দিরসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে, এই বিষয়গুলোর বিষয়ে আপনার পর্যবেক্ষণ কী?
জোনায়েদ সাকি: ৫ আগস্টের পর থেকে একদিকে আমাদের হিন্দু সম্প্রদায়ের ওপরে কিছু হামলার ঘটনা, মাজারে হামলা, মেয়েদের ওপরে হামলা, হয়রানি, পাহাড়ে অন্যান্য জাতির ওপরে হামলা দেখেছি, এটা যেমন বাস্তবতা; আবার একই সঙ্গে এসব ঘটনাকে শত গুণ রং চড়িয়ে ভারতীয় মিডিয়াতে এর একটা প্রচার দেখেছি। এটা নিয়ে ভারতের একধরনের রাজনীতিও চলছে। তারা সারা দুনিয়ার সামনে বিশেষ করে পশ্চিমা বিশ্বে বাংলাদেশকে এভাবে উপস্থাপন করতে চাইছে। এই যে অসত্য প্রচার করা হচ্ছে, সেটাকে আমাদের সত্য দিয়েই মোকাবিলা করতে হবে। সত্য মোকাবিলা করতে হলে যতগুলো ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ঘটনার সুনির্দিষ্ট তদন্ত করতে হবে।
ভারতের মিডিয়ার একাংশ এবং তাদের শাসক দল যেভাবে শত গুণ বাড়িয়ে প্রচার করছে। তাদের নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্য আছে। বাংলাদেশে এটা যারা করছে, তারা যে বাংলাদেশের স্বার্থ দেখে না, জনগণের স্বার্থ দেখে না, ভারতীয় কতিপয় গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে—তা পরিষ্কার রাজনৈতিকভাবে। সরকারের দিক থেকে যখন প্রতিরোধ থাকে এবং বন্ধ করার ব্যাপারে অঙ্গীকার থাকে, তখন এই ঘটনাগুলো কিন্তু ঘটে না।
জনগণের প্রতিরোধের পাশাপাশি যদি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিতে পারে, তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটবে না। যেখানে ভারতীয় মিডিয়া এই ঘটনাগুলো ফলাও করে প্রচার করছে, সেখানে বাংলাদেশে বসে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তারা কারা? অনেকের আছে ধর্মীয় সেন্টিমেন্ট থেকে এখানে উপস্থিত আছে, কিন্তু এর উসকানিদাতা বা পেছনের কারিগর যারা, তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যেই এই কাজ করছে। মানুষের ধর্ম চেতনাকে ব্যবহার করছে একদল, অপর দল বা নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে।
আজকের পত্রিকা: আওয়ামী লীগকে বাইরে রেখে ভবিষ্যতে জাতীয় নির্বাচন হলে, তা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হিসেবে বিবেচিত হওয়ার সুযোগ আছে কি?
জোনায়েদ সাকি: আওয়ামী লীগ পুনর্গঠিত হবে, নাকি তাদের নির্বাচন থেকে বিরত থাকা হবে, নাকি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হয়ে যাবে—এই প্রশ্নগুলোর আগে বিচার প্রক্রিয়াটা দ্রুত শুরু হওয়া দরকার। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ দল হিসেবে তার দায় কতটুকু এবং তার ভবিষ্যৎ নির্ধারণ হবে। জনগণই ঠিক করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে। তবে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক হওয়ার জন্য আবার ন্যায়বিচারের জন্য এখনো প্রক্রিয়াটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাচ্ছে না, মানুষ আরও দ্রুত পদক্ষেপ আশা করছে।
আজকের পত্রিকা: ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কতটুকু আশাবাদী আপনি? ছাত্ররাজনীতি ইতিবাচক ধারায় ফেরার সম্ভাবনা কতটা?
জোনায়েদ সাকি: প্রথমত, ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের যে গণতান্ত্রিক চর্চা, সেটা থাকা দরকার। দ্বিতীয়ত, ছাত্ররাজনীতিকে অভিযুক্ত করা হয়, ছাত্ররাজনীতিকে ব্যবহার করে বা ছায়াতলে নানা ধরনের দখলদারিত্ব, সন্ত্রাস—এসব ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়গুলোতে দখলদারিত্ব প্রতিষ্ঠা হয়েছে সরকারের সহযোগিতাতেই। সরকার সেটা করতে পারে প্রশাসনের সহযোগিতাতেই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে হস্তক্ষেপ করা হবে না—এই বিষয়েও একটা জাতীয় ঐকমত্য প্রয়োজন। প্রশাসন যদি চায়, এখানে এমন পরিবেশ বজায় রাখতে হবে, যেখানে কেউ দখলদারির পরিবেশ কায়েম করতে পারবে না—তাহলে সেটা সম্ভব।
আজকের পত্রিকা: বাম জোট কেন ছাড়লেন?
জোনায়েদ সাকি: আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট শাসন, তার বিরুদ্ধে একটা বৃহত্তর আন্দোলনের কথা ২০১৪ সালের পর থেকেই বলে আসছি। বিশেষভাবে বাম জোটে ’১৬-১৭–এর দিকে এই আলোচনা তুলেছিলাম যে এখানে জনগণের বৃহত্তম ঐক্য গড়ে তোলার প্রশ্নটিকে সামনে আনতে হবে, না হলে ফ্যাসিবাদকে পরাজিত করা সম্ভব হবে না। বাম গণতান্ত্রিক জোটে জনগণের বৃহত্তর ঐক্যের ডাকের বিষয়টা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। কেননা, বৃহত্তর শব্দের মধ্য দিয়ে তারা ভেবেছে, বিএনপির সঙ্গে হয়তো ঐক্য হয়ে যাবে। অনেকেই সেখানে বলেছিলেন, দ্বিদলীয় বৃত্তের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আমরা বলেছিলাম, একদলীয় একটা শাসন চলছে। এর বিরুদ্ধে জনগণের ঐক্য করতে গেলে জনগণের সে বৃহত্তর সংগঠিত অংশগুলো আছে, তার মধ্যে কোনো–না কোনো একটা ঐক্যের ব্যবস্থা করতে হবে। এটা সব সময় এক মঞ্চে এসে হবে না, যুগপৎ ধারায় হতে পারে, আবার যার যার অবস্থান থেকেও হতে পারে। একটা চূড়ান্ত রাজনৈতিক পার্থক্যের মধ্যেও ঐক্য হতে পারে। কারণ, পার্থক্য আছে বলেই ঐক্যের প্রশ্নটা আসে। কাজেই আমরা বলেছিলাম, যারা পারব, এক মঞ্চে আসব, যেমন পরবর্তীতে গণতন্ত্র মঞ্চ গঠন করেছি। অনেকের সঙ্গে যুগপৎ করেছি। ষাট, আশির দশকে এমন ধারায় আন্দোলন হয়েছে। সেই কাঠামোটাকেই আমরা তৈরি করতে চেয়েছি জনগণের বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে। এটা বাম জোটের কর্মপদ্ধতিতে বাস্তবায়ন করা যায়নি। ফলে আমরা একটা পর্যায়ে বাম জোট ছেড়ে গণতন্ত্র মঞ্চ তৈরি করেছি। আমরা মনে করি, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের কৌশলে আমরা আমাদের যে রাজনৈতিক অঙ্গীকার, সেটা বাস্তবায়নের জন্য আমরা দৃঢ় ছিলাম, সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিয়েছি।
আজকের পত্রিকা: বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলেন। এ দলটির সঙ্গে আপনাদের আদর্শগত মিল কতটুকু?
জোনায়েদ সাকি: বিএনপির সঙ্গে আমরা ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ঐক্যের প্রয়োজনটা বোধ করেছি। আবার আদর্শের দিক থেকে, কর্মসূচিগত অনেক পার্থক্যের জায়গা আছে। তবে রাষ্ট্র পুনর্গঠনের যে জায়গায় আছি, এখানে কিন্তু আমাদের সকলকে সঙ্গে নিয়েই কাজ করতে হচ্ছে। আমাদের পার্থক্য সত্ত্বেও এমন একটা রুলস অব দি গেমে পৌঁছাতে হচ্ছে, যেখানে আমরা সবাই তার অংশীদার। এখানে ন্যূনতম জাতীয় ঐকমত্য তৈরি করা সেটার জন্য কাজ করছি। এটা আমাদের দলের দায়িত্ব মনে করি। কারণ, এটা একটা জাতীয় ঘটনা। এই ঐক্য এবং সংগ্রাম দুটিই এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে বহাল আছে।
আজকের পত্রিকা: গণতন্ত্র মঞ্চ কি নির্বাচনী জোট হিসেবে থাকবে? না দলগুলো এককভাবে ভোটে আসবে?
জোনায়েদ সাকি: এখন পর্যন্ত এক মঞ্চে আছি, আশা করি এই মঞ্চ টিকে থাকবে। এই মঞ্চ আরও বিকশিত হবে। সেই অর্থে নির্বাচন, সংগ্রাম যথাসম্ভব ঐক্যবদ্ধভাবেই মোকাবিলা করতে চাই।
আজকের পত্রিকা: আপনি সামনের নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছেন। আপনার দল গণসংহতি আন্দোলনকে আপনি আগামী কোন অবস্থানে দেখতে চান?
জোনায়েদ সাকি: আমরা একটা গণতান্ত্রিক, গণমানুষের রাজনৈতিক দল, মুক্তিকামী গণতন্ত্রের আদর্শিক জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। মানুষকে ঐক্যবদ্ধ করছি এবং রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি অনুযায়ী পরিবর্তন ঘটানোর কাজ করে যাচ্ছি। যাতে সব মানুষের মর্যাদা, অধিকার এবং তাদের স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করতে পারি। সেই জায়গাগুলোতে আমাদের একটা অগ্রগতি আছে, আমরা ধারাবাহিক সংগ্রাম করার মধ্য দিয়ে মানুষের কিছুটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছি। গণতান্ত্রিক পরিবেশের অভাবে আমাদের দল এখনো কাঙ্ক্ষিত বিকাশের জায়গায় যেতে পারেনি। কিন্তু আমরা প্রতিদিন একটু একটু করে বিকশিত হচ্ছি। আমরা মনে করি, বিকাশের ধারায় আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি, দল হিসেবে আমরা হাজির হতে পারব। এই দলকে আমরা একসময় রাষ্ট্রক্ষমতা পরিচালনার জায়গাতে নিয়ে যেতে পারব।
আজকের পত্রিকা: সরকারের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াতে কোনো পরিবর্তনের সম্ভাবনা কতটুকু?
জোনায়েদ সাকি: অন্তর্বর্তী সরকার তার যে দায়িত্ব দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা এবং রাজনৈতিক উত্তরণের কাজ। এইটা একটা বিরাট গণ–অভ্যুত্থানের ওপর দাঁড়িয়ে আমরা এই পর্বে এসেছি। এই গণ–অভ্যুত্থানই আমাদের শক্তি। এই প্রক্রিয়াটা আমাদের সম্পন্ন করতে হবে। আমার যে জায়গায় ভরসা রাখতে চাই, রাজনৈতিক প্রক্রিয়াটাই এখানে সফল হবে। অন্য কোন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা, সংস্কার প্রক্রিয়া এবং বর্তমান রাজনৈতিক সংকট ও এর সমাধান নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সাখাওয়াত ফাহাদ।
আজকের পত্রিকা: শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, অন্তর্বর্তী সরকার গত পাঁচ মাসে তা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে?
জোনায়েদ সাকি: মানুষ পুরো রাষ্ট্রব্যবস্থাটার খোলনলচে বদলে দিতে চায়। মানুষ একটা গণতান্ত্রিক ব্যবস্থা চায়, যেখানে জবাবদিহিতা থাকবে। সুযোগের সমতা থাকবে, সবাই নিজেকে একটা বিকাশ বা উন্নতির দিকে নিয়ে যাওয়ার সুযোগ পাবে। একটা ব্যবস্থা যেখানে সবাইকে ধারণ করা হবে। এ রকম রাষ্ট্রব্যবস্থা তো রাতারাতি প্রতিষ্ঠা করা সম্ভব না। অনেকে ভেবেছিলেন একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। সংবিধান স্থগিত করে দেওয়া হবে, প্রতিষ্ঠানগুলো ভেঙে দিয়ে নতুন করে গঠন করা হবে। সেই রকম বাস্তবতাটা তৈরি হয়নি। তা না হওয়ার ফলে বিদ্যমান ব্যবস্থা রেখেই কয়েকটা পরিবর্তনে যেতে হবে। সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে। তারা প্রস্তাব তৈরি করছে এবং রিপোর্টও পেশ করেছে। সেসব নিয়ে সরকার রাজনৈতিক দল, শিক্ষার্থী, নানান শ্রেণি–পেশার অংশীজনসহ সকল স্টেকহোল্ডারের সঙ্গেই কথা বলবেন। এই কথা বলার মত দিয়ে একটা ন্যূনতম জাতীয় ঐকমত্য তৈরি হবে যে, কোন কোন সংস্কার বা পরিবর্তনগুলো সামনে আসবে। সেই পরিবর্তনগুলো তখন কীভাবে বাস্তবায়ন হবে, অনেকগুলো হচ্ছে নির্বাচনের আগেই হয়তো বাস্তবায়ন করা সম্ভব। আবার অনেকগুলো মৌলিক কাঠামোগত প্রশ্ন আছে, যেগুলো নির্বাচনের মধ্য দিয়ে সম্পন্ন করতে হবে। ফলে সংস্কার ব্যাপারটা যেমন নির্বাচনের জন্য দরকার, আবার সংস্কারের জন্যও নির্বাচন দরকার। এই পুরো প্রচেষ্টা চলমান আছে। মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়ে গেছে, এটা বলব না কিন্তু; এটা বলব মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথটা এগিয়ে চলেছে।
আজকের পত্রিকা: অভ্যুত্থানের সময় নিহতদের পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠছে। চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা যাচ্ছে না কেন?
জোনায়েদ সাকি: এটা অত্যন্ত দুঃখজনক, বিব্রতকর। জুলাই–আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, তাঁদের যথাযথ জাতীয় মর্যাদায় অধিষ্ঠিত করা এবং তাঁদের পরিবারের দায়িত্ব গ্রহণ করা, আহতদের চিকিৎসা নয়, তাদের পুরো ভবিষ্যতের দায়িত্ব গ্রহণ করা—এটা সরকারের অগ্রাধিকার হতে হবে। যাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই অভ্যুত্থান তৈরি হয়েছে এবং এই সরকারও গঠিত হয়েছে, তারা নিঃসন্দেহে অগ্রাধিকারের তালিকায় থাকা দরকার। বাংলাদেশের চিকিৎসাব্যবস্থার দুর্বলতাগুলো আমরা জানি, কিন্তু এই দুর্বলতার কথা বলে আহতদের যদি আহাজারি করতে হয়, তাহলে সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা জায়গা হবে। অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। কাজ করছে না, একেবারে তা নয়। কিন্তু তারপরও আহতের সংখ্যা এতই বেশি যে অনেকেই আওতার বাইরে থাকছেন। ফলে আরও অধিকতর মনোযোগ, প্রতিনিয়ত তত্ত্বাবধান দরকার।
আজকের পত্রিকা: আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে, এমন অভিযোগ উঠছে। আপনার কি মনে হয়, সরকারের কথা সংশ্লিষ্টরা শুনছে না?
জোনায়েদ সাকি: তিনটা দিক আছে। প্রথমত, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান অংশ ‘পুলিশ’। এই বাহিনীটাকে জনগণের বিরুদ্ধে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। তাদের নৈতিক জায়গাটা ভেঙে পড়েছিল। একটা দেশে পুলিশ কতটা অনাস্থার জায়গায়, সেটা পুলিশ নিজেরাই অনুভব করছে। তারা জনগণের মুখোমুখি হতে পারছে না। দ্বিতীয়ত, এই ভেঙে পড়া বাহিনীকে পুনর্গঠনের কাজটা শক্ত কাজ এবং মনে রাখা দরকার—এর মধ্যে অনেক ব্যক্তিরাই আছেন, যারা সরাসরি পতিত সরকারের একেবারেই এমন দোসর ছিলেন—যারা আইন, নিয়মকানুন, প্রাতিষ্ঠানিক বিধিমালা—এগুলো সব পায়ে দলিয়ে জনগণের ওপর অত্যাচার করেছে। ফলে এই লোকগুলোকে চিহ্নিত করা এবং পুরো প্রতিষ্ঠানটাকে আবার পুনর্গঠনের কাজটা কিছুটা সময়সাপেক্ষ।
যারা পতিত সরকারের দোসর ছিল, তারা ঠিকঠাক মতন কাজ করছেন কি না—সেটা প্রশ্ন হিসেবে থেকেই যাচ্ছে। অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা, সরকারকে ব্যর্থ দেখানোর চেষ্টাও দেখা গেছে। শেষ দিকটা হচ্ছে, এতগুলো বাস্তবতার মোকাবিলা করেই পুনর্গঠন করতে হবে এবং পুলিশকে কার্যকর করতে হবে। পুলিশ এবং জনগণের মধ্যে ন্যূনতম যে আস্থার জায়গা দরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য সেই জায়গাটাতে আমাদের পৌঁছাতে হবে।
আজকের পত্রিকা: গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান ঘটেছে, এমন অভিযোগ অনেকের। এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কী?
জোনায়েদ সাকি: যাদের সাম্প্রদায়িক গোষ্ঠী বলা হচ্ছে, তারা হঠাৎ করে আসেনি। তারা আগে থেকেই এখানে অবস্থান করছিল। বর্তমান সরকারের দিক থেকে যেহেতু তুলনামূলকভাবে দমন–পীড়নের মাধ্যমে শাসন কিংবা রাষ্ট্র পরিচালনা কম করা হচ্ছে, তুলনামূলক স্বাধীন পরিস্থিতি আছে ফলে সবাই সারফেসে এসেছে। সমাজে প্রকৃত বাস্তবতা, যা তা সামনে আসাই উত্তম এবং সেই অনুযায়ীই সমাজের বাকিদের ভূমিকার জায়গাটা তৈরি করতে হবে। বাংলাদেশের মানুষ একটা উদার গণতান্ত্রিক জায়গা চায়, শান্তিপূর্ণ সহাবস্থান চায়।
বিভিন্ন রাজনৈতিক বিশ্বাস কিংবা জীবনচর্চা, ধর্ম, জাতি, লিঙ্গীয় পরিচয়ের পার্থক্য আছে, ফলে বহু রকম যে পার্থক্য, সেটা বাস্তব এবং তা থাকবে। কিন্তু সেই পার্থক্যের মধ্যে আমরা কীভাবে সহাবস্থান করতে পারব, একটা মিলনাত্মক সমাজের মধ্যে থাকতে পারব—সেইটা আমাদের লক্ষ্য। রাষ্ট্রের দায়িত্ব সেই অবস্থাটা বজায় রাখা। আইনপ্রয়োগকারী সংস্থা দিয়ে কাউকে হয়তো দমন করতে পারেন, কিছুটা সময়ের জন্য লুকিয়ে রাখতে পারেন, বাস্তবতাকে তাতে বাস্তবতার বদল ঘটে না। বরং এ ধরনের পদ্ধতিতে যেটা হয়, যাদের আপনি দমন করতে চাইছেন, তারাই তলে তলে আরও বেড়ে ওঠে।
আজকের পত্রিকা: জুলাই ঘোষণাপত্র নিয়ে আপনাদের অবস্থান কী?
জোনায়েদ সাকি: জুলাই–আগস্ট অভ্যুত্থানের প্রেক্ষাপট, অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে জন আকাঙ্ক্ষা এবং বাংলাদেশ ভবিষ্যতে কোন দিকে যাবে, সেটার একটা দিকনির্দেশনা অভ্যুত্থানের মধ্যে ছিল। সেগুলো যদি কোনো একটা রাজনৈতিক দলিলে সন্নিবেশিত হয়, যেটা ভবিষ্যতে আমাদের জন্য একটি রেফারেন্স পয়েন্ট হতে পারে, সেটা তো জরুরি মনে করি। কিন্তু সেটা সবাই মিলে তৈরি হওয়া দরকার। এ রকম একটা জায়গা কেউ এককভাবে তৈরি করাটা ঠিক হবে না। যখন আপনি একটা জাতীয় কিংবা সম্মিলিত ঘোষণা আকারে গ্রহণ করতে চাইবেন, তখন সেটাতে সকলের মতামতের ভিত্তিতেই হতে হবে।
কী ধরনের ঘোষণা হবে, সেটাও নির্ধারণ করতে হবে। এটা কি কোন ঘোষণা হবে, নাকি প্রোক্লেমেশন যে অর্থে ব্যবহৃত হয় রাজনৈতিকভাবে, আইনের দিক থেকে। প্রোক্লেমেশন হয়েছিল ১৯৭১ সালের ১০ এপ্রিল। সেটার মধ্য দিয়ে আমাদের এই রাষ্ট্র পত্তন হয়েছিল। আমরা কি আরেকটা নতুন রাষ্ট্র পত্তন করতে চাচ্ছি? সেইটা প্রশ্ন আকারে আসবে। প্রোক্লেমেশনের যে আইনি ভিত্তি, সেটা নিয়ে এখন ঐক্য তৈরি হবে কি না—রাজনৈতিকভাবে সেটাও একটা প্রশ্ন। ফলে ওই আইনি দিকের বাইরে যদি একটা ঘোষণা থাকে যে ঘোষণা ভবিষ্যতের রাজনীতি রেফারেন্স এবং অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা সংবলিত জনগণের দলিল হিসেবে থাকবে, সে ক্ষেত্রে এটা তৈরি হতে আমি বাধা দেখি না। কিন্তু প্রয়োজনীয় যে সময় এবং উদ্যোগ সেটা দরকার।
আজকের পত্রিকা: গত ৫ আগস্টের আগের সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলনের সময় দলগুলোর মধ্যে একধরনের ঐক্য ছিল। এখন কয়েকটি দল ও সংগঠনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। এই বিরোধকে কীভাবে মূল্যায়ন করেন?
জোনায়েদ সাকি: গণতান্ত্রিক ব্যবস্থা মানে অনেক রাজনৈতিক দল থাকবে। আর অনেক রাজনৈতিক দল থাকা মানে রাজনৈতিকভাবে যে মতপার্থক্য আছে, সেটাও কাজ করবে। সেটা প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় রূপ নেবে—এমনি বিরোধেও রূপ নিতে পারে। এটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই কিন্তু ঘটে। একটা গণতান্ত্রিক ব্যবস্থার শক্তির পরীক্ষা হয়, এই প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এবং বিরোধকে কীভাবে ব্যবস্থা ধারণ করে। যত বেশি ধারণ করতে পারে, গণতান্ত্রিক ব্যবস্থা তত শক্তিশালী হয়। আমরা এখন একটি গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে চাইছি।
এটা মনে রাখা দরকার যে এই ঐতিহাসিক দায়িত্ব আমাদের আছে যে একটা রাজনৈতিক ব্যবস্থা নির্মাণ করতে হবে, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে পৌঁছাতে হবে এবং সেটাকে কার্যকর করে তুলতে আমাদের ঐক্যের জায়গাটা দরকার। এই নতুন বন্দোবস্ত বা ব্যবস্থাটা আমাদের সবার জন্যই প্রযোজ্য। ফলে রুলস অব দ্য গেম তৈরির যে ঐতিহাসিক দায় তা আমাদের সবার জন্যই প্রযোজ্য। সে জন্য আমাদের ঐক্য দরকার আবার রাজনৈতিক কারণেই প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতাও খুব স্বাভাবিক। কিন্তু এই দুটো একসঙ্গে যদি চলে তাহলে এমন অনেক সময় হয়, ঐক্যের জায়গাটা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেটা সতর্ক থাকা দরকার।
আজকের পত্রিকা: এই বিরোধ থেকে দলগুলোর মধ্যে সংঘাত হতে পারে, এমন আশঙ্কা কি আপনি দেখেন?
জোনায়েদ সাকি: বিরোধের দিকটা যেমন আছে, তেমনি ঐক্যের আওয়াজটাও আছে। আমরা শুরু থেকেই কথা বলছি এবং স্পষ্টভাবে ঐক্যের জায়গাটাকে মানুষের মধ্যে হাজির করার চেষ্টা করছি। মানুষের মধ্যে সেই ঐক্যের আগ্রহের ধারাটাও আছে বলেই এখনো ঐক্য ভেঙে পড়েনি। কাজেই যারা ঐক্যের দিকটি খেয়াল রাখবেন না, দায়িত্বের জায়গাটাকে ভুলে যাবেন, নিজেদের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতাকেই বড় করে তুলবেন, তাঁরা তো আসলে মানুষের কাছে দায়ী থাকবেন এবং মানুষ তাঁদের গ্রহণ করবে না। কেউ যদি মনে করে, আমরা যা বলছি সেটাই একমাত্র জন–আকাঙ্ক্ষা, সবচেয়ে ভালো কর্মসূচি এবং সেটাই বাস্তবায়ন, গ্রহণ করতে হবে তাহলে সেই আচরণটা গণতান্ত্রিক হবে না। গণতান্ত্রিক ব্যবস্থা মানেই হচ্ছে, অন্যকে স্বীকার করে নিয়েই আপনাকে এগোতে হবে।
আজকের পত্রিকা: শিক্ষার্থীদের প্রতিনিধি থাকায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ দলটির এ অবস্থানের সমালোচনা করেছেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সরকারে ও সাংবিধানিক পদে নিয়োগে তদবির ও চাপ প্রয়োগ করছে দলগুলো। এমন বক্তব্য সরকারের অবস্থানকে দুর্বল করে কি না?
জোনায়েদ সাকি: অনেকেই তো অনেক রকম বক্তব্য দিচ্ছেন, সব বক্তব্য নিয়ে তো আর বক্তব্য দেওয়া সব সময় আমি ঠিক সমীচীন মনে করি না। একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সরকারের ভূমিকা কী রকম? মানুষ মনে করে যে সরকার নিজে কোনো পক্ষ নয়। রাজনৈতিকভাবে সকল পক্ষের মধ্যে একটা কার্যকর নিরপেক্ষতা বজায় রেখে তারা আগামী যে রাজনৈতিক উত্তরণের কাজটি করবেন, সেটা সংস্কার এবং নির্বাচন সব দিক থেকে। ফলে এই সরকারের ভূমিকা যাতে পক্ষপাতদুষ্ট হচ্ছে, এমন কোনো পরিস্থিতি না হয়—সেটাই মানুষ আকাঙ্ক্ষা করে। সেটা কখন হতে পারে?
যেহেতু শিক্ষার্থীরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, তারা একটা রাজনৈতিক দল করবে, রাজনৈতিক দল ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু রাজনৈতিক দল গঠনটা তো জনগণের ভেতর থেকে হওয়া উচিত। ক্ষমতা কাজে লাগিয়ে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হলে তো এটা নতুন দলের জন্যও ইতিবাচক হবে না। শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে, যাতে মানুষের মধ্যে এমন ধারণা তৈরি না হয়। ফলে রাজনৈতিক দল গঠন করলে বর্তমানে যারা শিক্ষার্থীদের প্রতিনিধি আকারে সরকারের দায়িত্ব নিয়েছেন, তাঁরা কী করবেন তাঁদের ভাবা দরকার। তাঁদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তাঁরা আসলে কোথায় অবস্থান করবেন। রাজনৈতিক দল হয়ে যাওয়ার পরে সেই দলের সমর্থকেরা যখন সরকারে থাকেন, তখন অন্য দলের সমর্থকেরাও বলেন, সরকারে তো আমাদের প্রতিনিধিত্ব নেই। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেখানে পক্ষপাতের প্রশ্নও উঠতে পারে।
আজকের পত্রিকা: জাতীয় নাগরিক কমিটি থেকে একটি নতুন দল আগামী ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই দলে আপনার সংগঠনেরও কয়েকজন আছে। এ বিষয়টি কীভাবে দেখেন?
জোনায়েদ সাকি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি কিন্তু কোনো রাজনৈতিক দল না। দুটোই প্ল্যাটফর্ম। আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছে, যেখানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ছিল, এখনো আছে। জাতীয় নাগরিক কমিটি যখন গঠন করা হয় তখনো একই কথা বলা হয়েছিল, এটা একটা কমন প্ল্যাটফর্ম হবে, যেখানে বিভিন্ন দলের প্রতিনিধিরাও থাকতে পারেন। এখন এটা থেকে যখন একটা রাজনৈতিক দল গঠিত হবে, তখন এখান থেকে অনেকেই হয়তো সেই রাজনৈতিক দলে যেতে পারেন। কিন্তু সবাই যাবেন, এমনটা হয়তো নয়। ফলে রাজনৈতিক দল গঠনের পরে আসলে বোঝা যাবে, কারা আসলে ঠিক কমন প্ল্যাটফর্মে থাকতে চান এবং কারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে যেতে চান।
আজকের পত্রিকা: অন্তর্বর্তী সরকার দুই দফা সর্বদলীয় বৈঠক করেছে? এমন বৈঠক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাজে লাগছে কি? কীভাবে?
জোনায়েদ সাকি: অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে কয়েকবার বসেছে, সেগুলো নির্দিষ্ট ইস্যুভিত্তিক। আমরা যেটা শুরু থেকে বলেছিলাম, একটা কাঠামো তৈরি করলে সরকারের জন্য ভালো হতো। জাতীয় ঐকমত্য তৈরির যে দায়িত্বটা আমাদের আছে, সেটা বজায় রাখতেও সুবিধা হতো। একটা ‘জাতীয় রাজনৈতিক কাউন্সিল’ গঠন করা যায় কি না। আন্দোলনের যত স্টেকহোল্ডার আছে শিক্ষার্থী, রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে নিয়ে সরকার একটা জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করলে যেটা নিয়মিত বিরতিতে সভা করবে, দৈনন্দিন যে রাষ্ট্র পরিচালনা, তাতে তারা মতামত দিতে পারবে—অন্যদিকে রাজনৈতিক উত্তরণের যে কাজ, সেই কাজেও একটা ঐকমত্য তৈরির জায়গাটা সুবিধাজনক হবে। সেটা আসলে করা এখনো হয়নি। একটা জায়গা দেখা যাচ্ছে যে যত আলোচনা হওয়া দরকার সেটা হচ্ছে না। ফলে একটা দূরত্বের জায়গা তৈরি হচ্ছে। এই দূরত্বটা যাতে বেশি না হয়ে যায়। তাহলে আমরা যে উত্তরণের জায়গায় যেতে চাচ্ছি, তা ক্ষতিগ্রস্ত হতে পারে।
আজকের পত্রিকা: চারটি সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে। এসব প্রতিবেদনের প্রধান কোন কোন প্রস্তাবের সঙ্গে আপনি একমত?
জোনায়েদ সাকি: দুটি বড় ক্ষেত্রে নজর দিতে হবে, বিদ্যমান সংবিধান একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারছে কি না। আমাদের দেশে জাতি, ধর্ম, লিঙ্গীয় পরিচয়, রাজনৈতিক বিশ্বাস কিংবা জীবনচর্চা নির্বিশেষে প্রত্যেকে নাগরিক হিসেবে বিবেচিত হবেন এবং আমরা একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ তৈরি করতে পারব। এইটা আমাদের নিশ্চিত করতে হবে। সংবিধানের দৃষ্টিভঙ্গি, দর্শন বা আদর্শ সেই জায়গাটা সেভাবেই থাকা দরকার। অবশ্যই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১০ এপ্রিলের প্রথম ঘোষণাপত্র, আমাদের প্রথম সংবিধান, জাতীয় ঐকমত্য, সেইটার ভিত্তিতেই আমাদের ’২৪–এর অভ্যুত্থানকে ধারণ করা দরকার। দ্বিতীয় হচ্ছে, ক্ষমতা কাঠামো, যেটা ছিল মূলত আমাদের বড় সমস্যার জায়গায়। ক্ষমতা কাঠামোটা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে সব ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। তাকে সংবিধানের ঊর্ধ্বেই জায়গা দেওয়া হয়েছে, ন্যূনতম কোনো জবাবদিহির জায়গা নেই। এটার বিপরীত জায়গাটা আমাদের তৈরি করতে হবে। জবাবদিহিপূর্ণ একটা সরকারব্যবস্থা যদি তৈরি হয়, সরকার যারাই হবে, জনগণের কাছে যাতে তাদের জবাবদিহি করতে হয়। সেই ব্যবস্থাটা সৃষ্টি করা দরকার।
আজকের পত্রিকা: কোন কোন প্রস্তাব দেশের দীর্ঘমেয়াদি স্বার্থের দিক থেকে ক্ষতিকর হতে পারে?
জোনায়েদ সাকি: যেগুলোতে ঐকমত্য হবে, সেগুলো সকলের মতামতের ভিত্তিতেই হবে। ফলে প্রস্তাব নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু আছে। প্রস্তাব নিয়ে উদ্বিগ্ন হওয়ার চেয়ে আমাদের উচিত ন্যূনতম যে জাতীয় ঐকমত্য হবে, সেখানে দাঁড়ানো এবং ঐকমত্য কীভাবে বাস্তবায়ন হবে—এটা খুব গুরুত্বপূর্ণ। আগামী সংসদ নির্বাচনটা যদি একটা সাধারণ সংসদ হয়, তাহলে এই ঐকমত্যের জায়গাটা বাস্তবায়ন করতে হবে সংশোধনী আকারে। সংশোধনী করলে আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারেন। কারণ, আদালত সংবিধানের অভিভাবক। তাই এই সংস্কার প্রস্তাবগুলোতে একটা জাতীয় ঐকমত্য দরকার। এটা যে জনগণের অভিপ্রায়, সেটা আমাদের প্রকাশ করার জন্য সংসদ নির্বাচনটাকে একটা সংবিধান সংস্কার সভার নির্বাচন আকারে দেখা দরকার।
গণপরিষদ হিসেবেও গঠন করা যেতে পারে। গণপরিষদের একটা বিষয় হচ্ছে, অনেকে মনে করেন সংবিধান স্থগিত করে গণপরিষদ গঠন করতে হবে। কিন্তু সংবিধান সংস্কার সভা যদি আমরা করি, তাহলে সে ক্ষেত্রে সংবিধান স্থগিত না করেই সংবিধানের যে সংস্কারগুলো হবে, সেটা একটা জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় হিসেবেই গণ্য হবে। ফলে সংস্কারকৃত সংবিধানটির সুরক্ষা দেওয়া আদালতের কাজ হবে। এই জায়গা থেকেই আমাদের পদ্ধতিটা নিয়ে চিন্তা করা দরকার।
আজকের পত্রিকা: শেখ হাসিনার সরকারের সময় দুর্নীতি, গুম, খুন ও অর্থ পাচারসহ বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগে অনেকের বিরুদ্ধে অনেকটা একই ধাঁচে মামলা হচ্ছে। আপনার কি মনে হয়, এ অভিযোগগুলো আদালতে প্রমাণ করা যাবে?
জোনায়েদ সাকি: মামলার ধরনগুলো থেকে বোঝা যাচ্ছে যে পুরোনো কায়দাটা বজায় রাখা হয়েছে। যারা মামলা করছেন, নিচ্ছেন, পুলিশ এবং এই ধরনের প্রতিষ্ঠানগুলো তারা আগের মতোই কাজ করছেন। এখানে নতুন ব্যবস্থা আসা দরকার। না হলে অনেক দুর্বলতা নিয়েই এই বিচারের প্রশ্নটা এগোবে। অথচ মানুষ ন্যায়বিচার চায়। ন্যায়বিচার আমাদের নতুন যাত্রার প্রধান ভিত্তি হওয়া দরকার। বাংলাদেশের মানুষ লুটপাট, দুর্নীতি, গুম, খুন এবং শেষ পর্যন্ত জুলাই আগস্টের নির্বিচারে হত্যাকাণ্ড এই সবকিছুর বিচার চায়। শুধু এগুলোর জন্য নয়, একটা ন্যায়বিচারের কাঠামো তৈরি করতে হবে, যাতে আমাদের পুরোনো বিচারগুলোও ঠিকঠাক হয়। মানুষ আস্থা আনতে পারে। এখানে অপরাধীদেরও আস্থার জায়গাটা দরকার। তাহলেই আপনি সমাজে একটা রাজনৈতিক ব্যবস্থাকে কার্যকর করতে পারবেন। তবে যে প্রথাগত পদ্ধতিতে চলছে এবং এটাই যদি বহাল থাকে, তাহলে আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না।
আজকের পত্রিকা: শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের আচরণকে কীভাবে দেখেন?
জোনায়েদ সাকি: ৫ আগস্টের আগে এবং পরে ভারতের যে ভূমিকা, সেটা পরিষ্কারভাবেই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে যাচ্ছে না। তারা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে কোনো রকম গুরুত্ব না দিয়েই তাদের নিজেদের সংকীর্ণ স্বার্থে একটি বিশেষ দলকে ক্ষমতায় রাখতে যেভাবে তারা তাদের অবস্থান ঘোষণা করেছে, সেইটা মানুষ গ্রহণ করেনি। জুলাই–আগস্ট অভ্যুত্থান পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমাদের দেশের রাজনীতি আমরাই নিয়ন্ত্রণ করব। ভারত এখানে আমাদের রাজনীতি নির্ধারণের জায়গায় যাবে না। ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই, কিন্তু সেটা আমাদের স্বার্থের ভিত্তিতে। শুধু ভারতের বিষয়ে নয়, সারা দুনিয়ার সঙ্গেই। ভারত যত দ্রুত এর সঙ্গে মানিয়ে নেবে, নতুন বাস্তবতায় ভারত সুসম্পর্ক করতে চাইবে, তত উভয় দেশের জন্য স্বস্তিকর।
আজকের পত্রিকা: গণ-অভ্যুত্থানের পর মাজার, মন্দিরসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে, এই বিষয়গুলোর বিষয়ে আপনার পর্যবেক্ষণ কী?
জোনায়েদ সাকি: ৫ আগস্টের পর থেকে একদিকে আমাদের হিন্দু সম্প্রদায়ের ওপরে কিছু হামলার ঘটনা, মাজারে হামলা, মেয়েদের ওপরে হামলা, হয়রানি, পাহাড়ে অন্যান্য জাতির ওপরে হামলা দেখেছি, এটা যেমন বাস্তবতা; আবার একই সঙ্গে এসব ঘটনাকে শত গুণ রং চড়িয়ে ভারতীয় মিডিয়াতে এর একটা প্রচার দেখেছি। এটা নিয়ে ভারতের একধরনের রাজনীতিও চলছে। তারা সারা দুনিয়ার সামনে বিশেষ করে পশ্চিমা বিশ্বে বাংলাদেশকে এভাবে উপস্থাপন করতে চাইছে। এই যে অসত্য প্রচার করা হচ্ছে, সেটাকে আমাদের সত্য দিয়েই মোকাবিলা করতে হবে। সত্য মোকাবিলা করতে হলে যতগুলো ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ঘটনার সুনির্দিষ্ট তদন্ত করতে হবে।
ভারতের মিডিয়ার একাংশ এবং তাদের শাসক দল যেভাবে শত গুণ বাড়িয়ে প্রচার করছে। তাদের নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্য আছে। বাংলাদেশে এটা যারা করছে, তারা যে বাংলাদেশের স্বার্থ দেখে না, জনগণের স্বার্থ দেখে না, ভারতীয় কতিপয় গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে—তা পরিষ্কার রাজনৈতিকভাবে। সরকারের দিক থেকে যখন প্রতিরোধ থাকে এবং বন্ধ করার ব্যাপারে অঙ্গীকার থাকে, তখন এই ঘটনাগুলো কিন্তু ঘটে না।
জনগণের প্রতিরোধের পাশাপাশি যদি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিতে পারে, তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটবে না। যেখানে ভারতীয় মিডিয়া এই ঘটনাগুলো ফলাও করে প্রচার করছে, সেখানে বাংলাদেশে বসে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তারা কারা? অনেকের আছে ধর্মীয় সেন্টিমেন্ট থেকে এখানে উপস্থিত আছে, কিন্তু এর উসকানিদাতা বা পেছনের কারিগর যারা, তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যেই এই কাজ করছে। মানুষের ধর্ম চেতনাকে ব্যবহার করছে একদল, অপর দল বা নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে।
আজকের পত্রিকা: আওয়ামী লীগকে বাইরে রেখে ভবিষ্যতে জাতীয় নির্বাচন হলে, তা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হিসেবে বিবেচিত হওয়ার সুযোগ আছে কি?
জোনায়েদ সাকি: আওয়ামী লীগ পুনর্গঠিত হবে, নাকি তাদের নির্বাচন থেকে বিরত থাকা হবে, নাকি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হয়ে যাবে—এই প্রশ্নগুলোর আগে বিচার প্রক্রিয়াটা দ্রুত শুরু হওয়া দরকার। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ দল হিসেবে তার দায় কতটুকু এবং তার ভবিষ্যৎ নির্ধারণ হবে। জনগণই ঠিক করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে। তবে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক হওয়ার জন্য আবার ন্যায়বিচারের জন্য এখনো প্রক্রিয়াটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাচ্ছে না, মানুষ আরও দ্রুত পদক্ষেপ আশা করছে।
আজকের পত্রিকা: ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কতটুকু আশাবাদী আপনি? ছাত্ররাজনীতি ইতিবাচক ধারায় ফেরার সম্ভাবনা কতটা?
জোনায়েদ সাকি: প্রথমত, ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের যে গণতান্ত্রিক চর্চা, সেটা থাকা দরকার। দ্বিতীয়ত, ছাত্ররাজনীতিকে অভিযুক্ত করা হয়, ছাত্ররাজনীতিকে ব্যবহার করে বা ছায়াতলে নানা ধরনের দখলদারিত্ব, সন্ত্রাস—এসব ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়গুলোতে দখলদারিত্ব প্রতিষ্ঠা হয়েছে সরকারের সহযোগিতাতেই। সরকার সেটা করতে পারে প্রশাসনের সহযোগিতাতেই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে হস্তক্ষেপ করা হবে না—এই বিষয়েও একটা জাতীয় ঐকমত্য প্রয়োজন। প্রশাসন যদি চায়, এখানে এমন পরিবেশ বজায় রাখতে হবে, যেখানে কেউ দখলদারির পরিবেশ কায়েম করতে পারবে না—তাহলে সেটা সম্ভব।
আজকের পত্রিকা: বাম জোট কেন ছাড়লেন?
জোনায়েদ সাকি: আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট শাসন, তার বিরুদ্ধে একটা বৃহত্তর আন্দোলনের কথা ২০১৪ সালের পর থেকেই বলে আসছি। বিশেষভাবে বাম জোটে ’১৬-১৭–এর দিকে এই আলোচনা তুলেছিলাম যে এখানে জনগণের বৃহত্তম ঐক্য গড়ে তোলার প্রশ্নটিকে সামনে আনতে হবে, না হলে ফ্যাসিবাদকে পরাজিত করা সম্ভব হবে না। বাম গণতান্ত্রিক জোটে জনগণের বৃহত্তর ঐক্যের ডাকের বিষয়টা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। কেননা, বৃহত্তর শব্দের মধ্য দিয়ে তারা ভেবেছে, বিএনপির সঙ্গে হয়তো ঐক্য হয়ে যাবে। অনেকেই সেখানে বলেছিলেন, দ্বিদলীয় বৃত্তের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আমরা বলেছিলাম, একদলীয় একটা শাসন চলছে। এর বিরুদ্ধে জনগণের ঐক্য করতে গেলে জনগণের সে বৃহত্তর সংগঠিত অংশগুলো আছে, তার মধ্যে কোনো–না কোনো একটা ঐক্যের ব্যবস্থা করতে হবে। এটা সব সময় এক মঞ্চে এসে হবে না, যুগপৎ ধারায় হতে পারে, আবার যার যার অবস্থান থেকেও হতে পারে। একটা চূড়ান্ত রাজনৈতিক পার্থক্যের মধ্যেও ঐক্য হতে পারে। কারণ, পার্থক্য আছে বলেই ঐক্যের প্রশ্নটা আসে। কাজেই আমরা বলেছিলাম, যারা পারব, এক মঞ্চে আসব, যেমন পরবর্তীতে গণতন্ত্র মঞ্চ গঠন করেছি। অনেকের সঙ্গে যুগপৎ করেছি। ষাট, আশির দশকে এমন ধারায় আন্দোলন হয়েছে। সেই কাঠামোটাকেই আমরা তৈরি করতে চেয়েছি জনগণের বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে। এটা বাম জোটের কর্মপদ্ধতিতে বাস্তবায়ন করা যায়নি। ফলে আমরা একটা পর্যায়ে বাম জোট ছেড়ে গণতন্ত্র মঞ্চ তৈরি করেছি। আমরা মনে করি, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের কৌশলে আমরা আমাদের যে রাজনৈতিক অঙ্গীকার, সেটা বাস্তবায়নের জন্য আমরা দৃঢ় ছিলাম, সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিয়েছি।
আজকের পত্রিকা: বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলেন। এ দলটির সঙ্গে আপনাদের আদর্শগত মিল কতটুকু?
জোনায়েদ সাকি: বিএনপির সঙ্গে আমরা ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ঐক্যের প্রয়োজনটা বোধ করেছি। আবার আদর্শের দিক থেকে, কর্মসূচিগত অনেক পার্থক্যের জায়গা আছে। তবে রাষ্ট্র পুনর্গঠনের যে জায়গায় আছি, এখানে কিন্তু আমাদের সকলকে সঙ্গে নিয়েই কাজ করতে হচ্ছে। আমাদের পার্থক্য সত্ত্বেও এমন একটা রুলস অব দি গেমে পৌঁছাতে হচ্ছে, যেখানে আমরা সবাই তার অংশীদার। এখানে ন্যূনতম জাতীয় ঐকমত্য তৈরি করা সেটার জন্য কাজ করছি। এটা আমাদের দলের দায়িত্ব মনে করি। কারণ, এটা একটা জাতীয় ঘটনা। এই ঐক্য এবং সংগ্রাম দুটিই এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে বহাল আছে।
আজকের পত্রিকা: গণতন্ত্র মঞ্চ কি নির্বাচনী জোট হিসেবে থাকবে? না দলগুলো এককভাবে ভোটে আসবে?
জোনায়েদ সাকি: এখন পর্যন্ত এক মঞ্চে আছি, আশা করি এই মঞ্চ টিকে থাকবে। এই মঞ্চ আরও বিকশিত হবে। সেই অর্থে নির্বাচন, সংগ্রাম যথাসম্ভব ঐক্যবদ্ধভাবেই মোকাবিলা করতে চাই।
আজকের পত্রিকা: আপনি সামনের নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছেন। আপনার দল গণসংহতি আন্দোলনকে আপনি আগামী কোন অবস্থানে দেখতে চান?
জোনায়েদ সাকি: আমরা একটা গণতান্ত্রিক, গণমানুষের রাজনৈতিক দল, মুক্তিকামী গণতন্ত্রের আদর্শিক জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। মানুষকে ঐক্যবদ্ধ করছি এবং রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি অনুযায়ী পরিবর্তন ঘটানোর কাজ করে যাচ্ছি। যাতে সব মানুষের মর্যাদা, অধিকার এবং তাদের স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করতে পারি। সেই জায়গাগুলোতে আমাদের একটা অগ্রগতি আছে, আমরা ধারাবাহিক সংগ্রাম করার মধ্য দিয়ে মানুষের কিছুটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছি। গণতান্ত্রিক পরিবেশের অভাবে আমাদের দল এখনো কাঙ্ক্ষিত বিকাশের জায়গায় যেতে পারেনি। কিন্তু আমরা প্রতিদিন একটু একটু করে বিকশিত হচ্ছি। আমরা মনে করি, বিকাশের ধারায় আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি, দল হিসেবে আমরা হাজির হতে পারব। এই দলকে আমরা একসময় রাষ্ট্রক্ষমতা পরিচালনার জায়গাতে নিয়ে যেতে পারব।
আজকের পত্রিকা: সরকারের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াতে কোনো পরিবর্তনের সম্ভাবনা কতটুকু?
জোনায়েদ সাকি: অন্তর্বর্তী সরকার তার যে দায়িত্ব দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা এবং রাজনৈতিক উত্তরণের কাজ। এইটা একটা বিরাট গণ–অভ্যুত্থানের ওপর দাঁড়িয়ে আমরা এই পর্বে এসেছি। এই গণ–অভ্যুত্থানই আমাদের শক্তি। এই প্রক্রিয়াটা আমাদের সম্পন্ন করতে হবে। আমার যে জায়গায় ভরসা রাখতে চাই, রাজনৈতিক প্রক্রিয়াটাই এখানে সফল হবে। অন্য কোন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। একই সঙ্গে অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে মোদির ‘ইতিহাস বিকৃতি’র বিরুদ্ধে বিবৃতি জারির আহ্বান জানিয়েছেন এই নেত
১২ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার সন্ধ্যায় ‘মহান বিজয় দিবস উপলক্ষে আগ্রাসনবিরোধী যাত্রা’ শেষে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরেও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরের বিজয় চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে এবি পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
১৪ ঘণ্টা আগে
ঢাকায় আততায়ীর গুলিতে আশঙ্কাজনক অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির আরেকটি অপারেশন প্রয়োজন হলেও শারীরিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
১৫ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। একই সঙ্গে অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে মোদির ‘ইতিহাস বিকৃতি’র বিরুদ্ধে বিবৃতি জারির আহ্বান জানিয়েছেন এই নেতা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ‘মহান বিজয় দিবস উপলক্ষে আগ্রাসনবিরোধী যাত্রা’ শেষে সমাবেশে আখতার হোসেন এসব কথা বলেন।
সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘অত্যন্ত দুঃখের বিষয়, ১৬ ডিসেম্বরকে নরেন্দ্র মোদি ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের বিজয় দিবসকে, বাংলাদেশের জনযুদ্ধকে, বাংলাদেশের মানুষের সংগ্রামকে ভারতের বিজয় হিসেবে দেখানোর মধ্য দিয়ে নরেন্দ্র মোদি দৃশ্যত ইতিহাস বিকৃতি করেছেন। বাংলাদেশের জন্মের সাথে লেগে থাকা ইতিহাসকে বিকৃতির দায়ে নরেন্দ্র মোদিকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে।’
অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে আখতার বলেন, ‘এটা কোনো ছেলেখেলা নয়। বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় দেখিয়ে ইতিহাস বিকৃতি করার ছেলেখেলাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে মোদির ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে।’
সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এবারের নির্বাচন সংস্কারের নির্বাচন। আপনারা সংস্কারের পক্ষে থাকবেন, বাংলাদেশের পক্ষে থাকবেন।’
এদিন বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে ‘আগ্রাসনবিরোধী যাত্রা’ শুরু হয়। কাঁটাবন মোড়, নীলক্ষেত মোড় ও পলাশীর মোড় হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় এ পদযাত্রা। এতে দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এ সময় তাঁরা বিজয় দিবসের শুভেচ্ছা সংবলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। ‘গণভোটে হ্যাঁ বলি, সংস্কারের সাথে চলি’, ‘মুক্তির মূল সনদ গণভোট-গণভোট’, ‘এক হাদির কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’সহ নানা স্লোগান দেন।

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। একই সঙ্গে অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে মোদির ‘ইতিহাস বিকৃতি’র বিরুদ্ধে বিবৃতি জারির আহ্বান জানিয়েছেন এই নেতা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ‘মহান বিজয় দিবস উপলক্ষে আগ্রাসনবিরোধী যাত্রা’ শেষে সমাবেশে আখতার হোসেন এসব কথা বলেন।
সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘অত্যন্ত দুঃখের বিষয়, ১৬ ডিসেম্বরকে নরেন্দ্র মোদি ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের বিজয় দিবসকে, বাংলাদেশের জনযুদ্ধকে, বাংলাদেশের মানুষের সংগ্রামকে ভারতের বিজয় হিসেবে দেখানোর মধ্য দিয়ে নরেন্দ্র মোদি দৃশ্যত ইতিহাস বিকৃতি করেছেন। বাংলাদেশের জন্মের সাথে লেগে থাকা ইতিহাসকে বিকৃতির দায়ে নরেন্দ্র মোদিকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে।’
অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে আখতার বলেন, ‘এটা কোনো ছেলেখেলা নয়। বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় দেখিয়ে ইতিহাস বিকৃতি করার ছেলেখেলাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে মোদির ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে।’
সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এবারের নির্বাচন সংস্কারের নির্বাচন। আপনারা সংস্কারের পক্ষে থাকবেন, বাংলাদেশের পক্ষে থাকবেন।’
এদিন বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে ‘আগ্রাসনবিরোধী যাত্রা’ শুরু হয়। কাঁটাবন মোড়, নীলক্ষেত মোড় ও পলাশীর মোড় হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় এ পদযাত্রা। এতে দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এ সময় তাঁরা বিজয় দিবসের শুভেচ্ছা সংবলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। ‘গণভোটে হ্যাঁ বলি, সংস্কারের সাথে চলি’, ‘মুক্তির মূল সনদ গণভোট-গণভোট’, ‘এক হাদির কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’সহ নানা স্লোগান দেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা, সংস্কার প্রক্রিয়া এবং বর্তমান রাজনৈতিক সংকট ও এর সমাধান নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সাখাওয়াত ফাহাদ।
২৮ জানুয়ারি ২০২৫
মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার সন্ধ্যায় ‘মহান বিজয় দিবস উপলক্ষে আগ্রাসনবিরোধী যাত্রা’ শেষে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরেও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরের বিজয় চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে এবি পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
১৪ ঘণ্টা আগে
ঢাকায় আততায়ীর গুলিতে আশঙ্কাজনক অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির আরেকটি অপারেশন প্রয়োজন হলেও শারীরিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
১৫ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার সন্ধ্যায় ‘মহান বিজয় দিবস উপলক্ষে আগ্রাসনবিরোধী যাত্রা’ শেষে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধের নামে যেমন দেশকে বিভাজন করা যাবে না, ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না। মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করার যে রাজনীতি গত ৫৪ বছর হয়েছে, সে রাজনীতি থেকে আমরা বের হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। ইসলাম আমার, মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার। যারা এগুলোকে বিভক্ত করতে চায়, তারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়।’
স্বাধীনতার ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধের প্রশ্নের সুরাহা হয়নি বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। কিন্তু এখনো আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নের সুরাহা করতে পারিনি। ৫৪ বছর পর এসেও আমরা দেখি মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের রাজনীতি। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের বিভাজনের রাজনীতির সুরাহা হবে। সে রাজনীতি বাংলাদেশ থেকে দূর হবে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি, ৫ আগস্টের পর সে রাজনীতি আবারও ফিরে এসেছে। যে রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগ এবং মুজিববাদী বামপন্থীরা বাংলাদেশকে সব সময় বিভাজিত করে রেখেছিল, বাংলাদেশে সব সময় একটা ফ্যাসিবাদ কায়েম করে রেখেছিল।’
মুক্তিযুদ্ধের পক্ষে এনসিপির অবস্থান এবং বক্তব্য খুবই পরিষ্কার বলে জানান নাহিদ। তিনি বলেন, ‘আমরা মনে করি, মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি। আমরা মনে করি, ১৯৪৭ এবং তার পূর্ববর্তী সময়ে বাংলাদেশের মানুষ আজাদির জন্য উপনিবেশবাদবিরোধী যে লড়াই শুরু করছিল, তার অন্যতম পরিণতি হচ্ছে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম। এই স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম; কিন্তু আমরা সার্বভৌমত্ব পুরোপুরি অর্জন করতে পারিনি। আমাদের পাশের রাষ্ট্র বারবার এখানে তাঁবেদারি রাষ্ট্র, তাঁবেদারি দেশ কায়েম করতে চেয়েছে।’
সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এবারের নির্বাচন সংস্কারের নির্বাচন। আপনারা সংস্কারের পক্ষে থাকবেন, বাংলাদেশের পক্ষে থাকবেন।
এদিন বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে ‘আগ্রাসনবিরোধী যাত্রা’ শুরু হয়। কাঁটাবন মোড়, নীলক্ষেত মোড় ও পলাশীর মোড় হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় এই পদযাত্রা। এতে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এ সময় তাঁরা বিজয় দিবসের শুভেচ্ছা-সংবলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। ‘গণভোটে হ্যাঁ বলি, সংস্কারের সাথে চলি’, ‘মুক্তির মূল সনদ গণভোট-গণভোট’, ‘এক হাদির কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’সহ নানা স্লোগান দেন।

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার সন্ধ্যায় ‘মহান বিজয় দিবস উপলক্ষে আগ্রাসনবিরোধী যাত্রা’ শেষে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধের নামে যেমন দেশকে বিভাজন করা যাবে না, ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না। মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করার যে রাজনীতি গত ৫৪ বছর হয়েছে, সে রাজনীতি থেকে আমরা বের হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। ইসলাম আমার, মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার। যারা এগুলোকে বিভক্ত করতে চায়, তারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়।’
স্বাধীনতার ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধের প্রশ্নের সুরাহা হয়নি বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। কিন্তু এখনো আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নের সুরাহা করতে পারিনি। ৫৪ বছর পর এসেও আমরা দেখি মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের রাজনীতি। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের বিভাজনের রাজনীতির সুরাহা হবে। সে রাজনীতি বাংলাদেশ থেকে দূর হবে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি, ৫ আগস্টের পর সে রাজনীতি আবারও ফিরে এসেছে। যে রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগ এবং মুজিববাদী বামপন্থীরা বাংলাদেশকে সব সময় বিভাজিত করে রেখেছিল, বাংলাদেশে সব সময় একটা ফ্যাসিবাদ কায়েম করে রেখেছিল।’
মুক্তিযুদ্ধের পক্ষে এনসিপির অবস্থান এবং বক্তব্য খুবই পরিষ্কার বলে জানান নাহিদ। তিনি বলেন, ‘আমরা মনে করি, মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি। আমরা মনে করি, ১৯৪৭ এবং তার পূর্ববর্তী সময়ে বাংলাদেশের মানুষ আজাদির জন্য উপনিবেশবাদবিরোধী যে লড়াই শুরু করছিল, তার অন্যতম পরিণতি হচ্ছে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম। এই স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম; কিন্তু আমরা সার্বভৌমত্ব পুরোপুরি অর্জন করতে পারিনি। আমাদের পাশের রাষ্ট্র বারবার এখানে তাঁবেদারি রাষ্ট্র, তাঁবেদারি দেশ কায়েম করতে চেয়েছে।’
সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এবারের নির্বাচন সংস্কারের নির্বাচন। আপনারা সংস্কারের পক্ষে থাকবেন, বাংলাদেশের পক্ষে থাকবেন।
এদিন বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে ‘আগ্রাসনবিরোধী যাত্রা’ শুরু হয়। কাঁটাবন মোড়, নীলক্ষেত মোড় ও পলাশীর মোড় হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় এই পদযাত্রা। এতে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এ সময় তাঁরা বিজয় দিবসের শুভেচ্ছা-সংবলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। ‘গণভোটে হ্যাঁ বলি, সংস্কারের সাথে চলি’, ‘মুক্তির মূল সনদ গণভোট-গণভোট’, ‘এক হাদির কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’সহ নানা স্লোগান দেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা, সংস্কার প্রক্রিয়া এবং বর্তমান রাজনৈতিক সংকট ও এর সমাধান নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সাখাওয়াত ফাহাদ।
২৮ জানুয়ারি ২০২৫
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। একই সঙ্গে অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে মোদির ‘ইতিহাস বিকৃতি’র বিরুদ্ধে বিবৃতি জারির আহ্বান জানিয়েছেন এই নেত
১২ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরেও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরের বিজয় চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে এবি পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
১৪ ঘণ্টা আগে
ঢাকায় আততায়ীর গুলিতে আশঙ্কাজনক অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির আরেকটি অপারেশন প্রয়োজন হলেও শারীরিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
১৫ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরেও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগরের বিজয় চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে এবি পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘মুক্তিযুদ্ধের ৫৪ বছর পেরিয়ে গেলেও আমাদের একের পর এক লড়াই চালিয়ে যেতে হচ্ছে। স্বাধীনতাযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমরা আজও পাইনি।’
আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, ‘শহীদ জিয়াউর রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, সেটিও বাস্তবায়িত হয়নি বলেই আজ আমাদের আবার লড়াই করতে হচ্ছে। সেই কারণেই বেগম খালেদা জিয়াকে জেল-জুলুম সহ্য করতে হয়েছে, ওসমান হাদিকে গুলিবিদ্ধ হতে হয়েছে এবং তারেক রহমানকে নির্বাসিত জীবন কাটাতে হচ্ছে।’
নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে উল্লেখ করে ফুয়াদ বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিরিয়াস উদ্যোগ আমরা দেখছি না। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত হতাশাজনক।’
ফুয়াদ বলেন, আগামী নির্বাচনে ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে ভন্ডুল করার ষড়যন্ত্র করছে। শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা প্রমাণ করে যে তারেক রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এখনো হুমকির মুখে রয়েছেন।
এবি পার্টির নেতা আরও বলেন, ভালো ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় দেশের পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠবে।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন, মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, মহানগর দক্ষিণের সদস্যসচিব বারকাজ নাসির আহমদ প্রমুখ।

মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরেও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগরের বিজয় চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে এবি পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘মুক্তিযুদ্ধের ৫৪ বছর পেরিয়ে গেলেও আমাদের একের পর এক লড়াই চালিয়ে যেতে হচ্ছে। স্বাধীনতাযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমরা আজও পাইনি।’
আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, ‘শহীদ জিয়াউর রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, সেটিও বাস্তবায়িত হয়নি বলেই আজ আমাদের আবার লড়াই করতে হচ্ছে। সেই কারণেই বেগম খালেদা জিয়াকে জেল-জুলুম সহ্য করতে হয়েছে, ওসমান হাদিকে গুলিবিদ্ধ হতে হয়েছে এবং তারেক রহমানকে নির্বাসিত জীবন কাটাতে হচ্ছে।’
নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে উল্লেখ করে ফুয়াদ বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিরিয়াস উদ্যোগ আমরা দেখছি না। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত হতাশাজনক।’
ফুয়াদ বলেন, আগামী নির্বাচনে ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে ভন্ডুল করার ষড়যন্ত্র করছে। শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা প্রমাণ করে যে তারেক রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এখনো হুমকির মুখে রয়েছেন।
এবি পার্টির নেতা আরও বলেন, ভালো ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় দেশের পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠবে।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন, মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, মহানগর দক্ষিণের সদস্যসচিব বারকাজ নাসির আহমদ প্রমুখ।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা, সংস্কার প্রক্রিয়া এবং বর্তমান রাজনৈতিক সংকট ও এর সমাধান নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সাখাওয়াত ফাহাদ।
২৮ জানুয়ারি ২০২৫
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। একই সঙ্গে অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে মোদির ‘ইতিহাস বিকৃতি’র বিরুদ্ধে বিবৃতি জারির আহ্বান জানিয়েছেন এই নেত
১২ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার সন্ধ্যায় ‘মহান বিজয় দিবস উপলক্ষে আগ্রাসনবিরোধী যাত্রা’ শেষে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে
ঢাকায় আততায়ীর গুলিতে আশঙ্কাজনক অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির আরেকটি অপারেশন প্রয়োজন হলেও শারীরিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
১৫ ঘণ্টা আগেআজকের পত্রিকা ডেস্ক

ঢাকায় আততায়ীর গুলিতে আশঙ্কাজনক অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির আরেকটি অপারেশন প্রয়োজন হলেও শারীরিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
বিবৃতিতে জানানো হয়েছে, সিঙ্গাপুরে নেওয়ার পর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর হাদির অবস্থার কিছুটা অবনতি হলেও এখন স্থিতিশীল রয়েছে।
ইনকিলাব মঞ্চ আরো জানায়, শরিফ ওসমান হাদির ‘আরেকটি অপারেশনের প্রয়োজন তবে সেটি করার মতো শারীরিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি।
ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
এর আগে গত ১২ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করেন মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা।
প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়; পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল নেওয়া হয় সিঙ্গাপুরে।
এই ঘটনায় ১৪ ডিসেম্বর রাতে পল্টন থানায় করা মামলার তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবির মতিঝিল বিভাগ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গতকাল বলেন, এখন পর্যন্ত এই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

ঢাকায় আততায়ীর গুলিতে আশঙ্কাজনক অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির আরেকটি অপারেশন প্রয়োজন হলেও শারীরিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
বিবৃতিতে জানানো হয়েছে, সিঙ্গাপুরে নেওয়ার পর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর হাদির অবস্থার কিছুটা অবনতি হলেও এখন স্থিতিশীল রয়েছে।
ইনকিলাব মঞ্চ আরো জানায়, শরিফ ওসমান হাদির ‘আরেকটি অপারেশনের প্রয়োজন তবে সেটি করার মতো শারীরিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি।
ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
এর আগে গত ১২ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করেন মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা।
প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়; পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল নেওয়া হয় সিঙ্গাপুরে।
এই ঘটনায় ১৪ ডিসেম্বর রাতে পল্টন থানায় করা মামলার তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবির মতিঝিল বিভাগ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গতকাল বলেন, এখন পর্যন্ত এই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা, সংস্কার প্রক্রিয়া এবং বর্তমান রাজনৈতিক সংকট ও এর সমাধান নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সাখাওয়াত ফাহাদ।
২৮ জানুয়ারি ২০২৫
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। একই সঙ্গে অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে মোদির ‘ইতিহাস বিকৃতি’র বিরুদ্ধে বিবৃতি জারির আহ্বান জানিয়েছেন এই নেত
১২ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার সন্ধ্যায় ‘মহান বিজয় দিবস উপলক্ষে আগ্রাসনবিরোধী যাত্রা’ শেষে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরেও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরের বিজয় চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে এবি পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
১৪ ঘণ্টা আগে